ব্যাটের
ঘনত্ব সর্বাধিক ১০৮ মিলিমিটার, পুরূতা ৬৭ মিলিমিটার এবং ধার ৪০ মিলিমিটার
করার নতুন নিয়ম করতে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট
কাউন্সিল (আইসিসি)। নতুন এই নিয়ম খেলায় প্রভাব পড়বে বলে জানিয়েছেন ভারতের
সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
মঙ্গলবার
ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ ও প্রাক্তন অধিনায়ক ঝুলন
গোস্বামীকে দেয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
রাহুল
দ্রাবিড় জানান, ব্যাটের আয়তন বৃদ্ধি খুব ভাল সিদ্ধান্ত। আয়তন বদলের প্রভাব
খেলায় অবশ্যেই পড়বে। ম্যাচের ফলাফলেই তা প্রত্যক্ষ করা যাবে।
তিনি
আরো জানান, শুধু ব্যাটের আয়তনের পাশাপাশি আরো অনেক বিষয় খেলায় নির্ণায়ক
হয়ে ওঠে। যেমন, পিচের ধরন ও মাঠের সীমার আয়তনও ফাঁরাক গড়ে দেয়।
No comments:
Post a Comment