কুমিল্লাকে ৩২ রানে হারালো ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে  ৮ উইকেট হারিয়ে কুমিল্লার ইনিংস থামে ১৩৮ রানে থামে কুমিল্লার ইনিংস।
 
এদিন অধিনায়ক সাকিব আল হাসানের অপরাজিত ৪১ ও কুমার সাঙ্গাকারা ৩৩ রানের উপর ভর করে ১৭০ রান করে ঢাকা। এছাড়া টুর্নামেন্টে দারুণ খেলতে থাকা মেহেদী মারুফ ওপেনিংয়ে নেমে করেন ২২ রান। জয়াবর্ধনের ৩১ ও মোসাদ্দেকের হোসেনের ২৫ রানের কারণে বড় সংগ্রহ পায় ঢাকা।
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ২টি উইকেট নন রশিদ খান।
 
১৭১ রানের টার্গেটে কুমিল্লার হয়ে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও খালিদ লতিফ। ইনিংসের পঞ্চম ওভারে মোহাম্মদ শহীদ ফিরিয়ে দেন শান্তকে। সাকিবের তালুবন্দি হওয়ার আগে শান্ত ১৯ বলে করেন ১৭ রান। দলীয় ২৫ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে কুমিল্লার। দলীয় ৫৭ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। সাজঘরে ফেরেন আরেকবার বড় ইনিংস খেলতে ব্যর্থ ইমরুল কায়েস। আবু জায়েদের বলে উইকেটের পেছনে সাঙ্গাকারার গ্লাভসবন্দি হয়ে ফেরেন ৭ বলে ৯ রান করা ইমরুল।
২২ বলে এক ছক্কায় ২২ রান করে ফেরেন আহমেদ শেহজাদ। ইনিংসের ১৬তম ওভারে ব্রাভোর বলে সাঞ্জামুলের তালুবন্দি হন তিনি। শেষ দিকে লড়াইয়ের আভাস দিয়ে কিছুটা ব্যাট চালানো শুরু করেন মাশরাফি। তবে, আহমেদ শেহজাদের বিদায়ের এক বল পরেই ব্রাভোর বলে বোল্ড হয়ে ফেরেন ম্যাশ।
ঢাকার হয়ে তিনটি উইকেট তুলে নেন ব্রাভো।
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget