বিগত বছরগুলোতে বার্সেলোনায় দারুণ সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। কিন্তু নেইমারের স্বত্ত্ব পাওয়া ডিআইএস এর করা মামলায় একটু ঝক্কি পোহাতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের।
বার্সেলোনা আসার আগে ব্রাজিলে নেইমারের ৪০ শতাংশ স্বত্ব্ এই প্রতিষ্ঠানের ছিলো। কিন্তু বার্সেলোনায় পাড়ি জমানোর পর এই পরিমান কমে গেছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
গত বছর থেকেই স্প্যানিশ আদালতে মামলা লড়তে হচ্ছে নেইমারের। আইনজীবীদের অভিযোগ অপরাধের জন্য নেইমারের ২ বছরের জেল হওয়া উচিত।
বিচারপতি হোসে পেরালস নেইমারের দুর্নীতির জন্য ৮ দশমিক ৫৪ মিলিয়ন পাউন্ড জরিমানা ও দুই বছরের কারাদণ্ডের আবেদন করেছেন। এছাড়া সাবেক বার্সেলোনা প্রেসিডেন্ট স্যান্দ্রো রসেলের পাঁচ বছরের কারাদণ্ডের আবেদনও করা হয়। ২০১৪ সালে দুর্নীতির দায়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।
এছাড়াও জামিন পেলে যেন নেইমার ফুটবল খেলা থেকে বিরত থাকে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি তাদের শেয়ারের অনেকটাই অবৈধভাবে নিয়ে নিয়েছে বার্সেলোনা, সান্তোস ও নেইমারের পরিবার।
No comments:
Post a Comment