অনুশীলনে ফিরেছেন ইনিয়েস্তা

হাঁটুর ইনজুরিতে পড়ে এক মাসের বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। শুক্রবার দলের হয়ে অনুশীলন করেন তিনি। 
 
অনুশীলনে ফিরেই আগামী মাসেই স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন এই তারকা ফুটবলার। গত ২২ অক্টোবর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে সময় লিগামেন্টে চোট পান ৩২ বছর বয়সী ইনিয়েস্তা। ওই ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে কাতালানরা।
 
ইনিয়েস্তার লক্ষ্য আগামী শনিবার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচে অংশ নেয়া। তবে এদিন তিনি মুল একাদশে থাকবেন নাকি সাইডবেঞ্চে বসেই কাটাতে হবে সেটা নিয়ে শংকা থেকেই যাচ্ছে।
 
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে লিগ ম্যাচের মাত্র তিনটিতে মূল একাদশে ছিলেন এই মিডফিল্ডার। এ পর্যন্ত ১২টি লীগ ম্যাচে অংশগ্রহন শেষে লুইস এনরিকের শিষ্যরা এখনো পয়েন্ট তালিকার শীর্ষধারী রিয়ালের চেয়ে চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে।
 
রবিবার তালিকার পঞ্চম অবস্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কঠিন একটি লড়াইয়ে অবতীর্ন হবে কাতালান জায়ান্টরা। ২০০৭ সালের পর সোসিয়েদাদের এ্যানেয়েটা মাঠে কোন জয় নেই তাদের। এখন সেখানেই জয় নিশ্চিত করতে চায় বার্সেলোনা।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget