ডেভিস কাপের ফাইনাল দেখতে স্টেডিয়ামে ম্যারাডোনা

ডেভিস কাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ দেখতে শুক্রবার জাগ্রেবে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। ম্যাচে ম্যারাডোনা তার স্বদেশী হুয়ান মার্টিন ডেল পোত্রোকে সমর্থন করতেই উপস্থিত ছিলেন। 
 
ম্যাচটিতে ডেল পোত্রো কঠিন লড়াইয়ে পরে ৩৭ বছর বয়সী ইভো কারলোভিচকে হারিয়ে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফিরিয়েছেন।
 
৫৬ বছর বয়সী ম্যারাডোনা এদিন তার বান্ধবীকে নিয়ে কোর্টে উপস্থিত ছিলেন। জাগ্রেব এরিনাতে প্রথম ম্যাচে মারিন সিলিচ ফেডেরিকো ডেলবোনিসতে হারিয়ে ক্রোয়েশিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। 
 
অলিম্পিকের রৌপ্য পদক জয়ী ডেল পোত্রোর জন্য এটা আরেকটি দারুণ পারফরমেন্স ছিল। এই নিয়ে পঞ্চমবারের মতো আর্জেন্টিনা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। সেমিফাইনালে গ্ল্যাসগোতে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাজ্যকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উন্নীত হয়। ব্রিটিশ তারকা এন্ডি মারেকে পরাজিত করার পিছনে ডেল পোত্রোই মূল ভূমিকা পালন করেছেন। 
 
এর আগে ২০০৮ ও ২০১১ সালে দু’বার ফাইনালে পরাজিত হয়েছিলেন ২৮ বছর বয়সী অভিজ্ঞ ডেল পোত্রো। অন্যদিকে ১৯২০ সালে অস্ট্রেলিয়ান নরমান ব্রুকসের পরে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ডেভিস কাপের সিঙ্গেলসে লড়াই করছেন কারলোভিচ।-বাসস।

No comments:

Post a Comment

Recent Posts Widget