৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

http://channelbd24.blogspot.com/p/channel9.html
নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্লাকক্যাপার্সরা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে টম ল্যাথামের সেঞ্চুরি আর কলিন মানরোর ফিফটিতে এই বড় সংগ্রহ পায় কিউইরা।
 
বাংলাদেশের বিরুদ্ধে এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। অন্যদিকে এত বড় রান তাড়া করে এখন পর্যন্ত জয় পায়নি টাইগাররা। সুতরাং জয় পেতে হলে তাদের গড়তে হবে নতুন এক রেকর্ড।
 
এর আগে ক্রাইস্টচার্চে হওয়া ম্যাচে নিউজিল্যান্ডের ওপেনার গাপটিলকে দলীয় ৩১ রানে সাজঘরে ফেরান কাটার মাস্টার মুস্তাফিজ। কিন্তু এরপর আর ঠিক জ্বলে ওঠা হয়নি তার। ফলে বাংলাদেশের বোলারদের শাসন করে ১২১ বলে ১৩৭ রান তুলে নেন ল্যাথাম। তার এই অসাধারণ ইনিংসের পর কলিন মুনরোর করা ৬১ বলে ৮৭ রানের ঝড়ের সুবাদে ৭ উইকেট হারিয়ে ৩৪১ রান করে ব্লাকক্যাপার্সরা। শেষ সময়ে দ্রুত কিছু উইকেট পতন না হলে এই রান আরো কিছুদূর এগিয়ে নিয়ে যেত পারত নিউজিল্যান্ড। কিন্তু তাদের সেই সুযোগ দেয়নি সাকিব, মুস্তাফিজ ও তাসকিন।
 
নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে ৩০০ রান তাড়া করে জেতার কোন রেকর্ড নেই। কিন্তু সেই রেকর্ড তৈরি করতেই মাঠে নেমেছে তামিম ও ইমরুল। ইএসপিএন ক্রিকািনফো।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget