ওয়ানডেতে দ্রুততম সময়ে ৪ হাজার রানের
মাইলফলক স্পর্শ করে নিউজিল্যান্ডের হয়ে নতুন রেকর্ড গড়লেন দলের অধিনায়ক কেন
উইলিয়ামসন। আর এই তালিকায় বিশ্বের মধ্যে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন
উইলিয়ামসন। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৯৬তম ইনিংসে আজ বাংলাদেশের বিপক্ষে ৩১
রানের ইনিংস খেলার পথে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ক্রাইস্টচার্চে
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে
উইলিয়ামসনের পরিসংখ্যান ছিল ১০১ ম্যাচের ৯৫ ইনিংসে ৩৯৮০ রান। ৯৬তম ইনিংসে
ব্যাট হাতে নেমে ২০ রানে পা দিয়েই ৪ হাজার রান পূর্ণ করেন উইলিয়ামসন। ফলে
নিউজিল্যান্ডের হয়ে দ্রুত ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ড গড়েন
তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন মার্টিন গুপ্টিল। ১১২ ইনিংসে ৪ হাজার
রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।
এই
রেকর্ডের মালিক হয়ে বিশ্বের মধ্যে যৌথভাবে চতুর্থস্থানে রয়েছেন উইলিয়ামসন।
ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজও ৯৬তম ইনিংসে ৪ হাজার রান করেছিলেন
গ্রিনিজ। এই তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ৮১ ইনিংসে
৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ওয়ানডেতে দ্রুত ৪ হাজার রান সংগ্রহ করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
| খেলোয়াড় | ইনিংস | বিপক্ষ | ভেন্যু |
| হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) | ৮১ | ভারত | ডারবান |
| ভিভ রিচাডর্স (ওয়েস্ট ইন্ডিজ) | ৮৮ | নিউজিল্যান্ড | আলবিয়ন |
| বিরাট কোহলি (ভারত) | ৯৩ | ইংল্যান্ড | রাঁচি |
| গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) | ৯৬ | ইংল্যান্ড | লিডস |
| কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) | ৯৬ | বাংলাদেশ | ক্রাইস্টচার্চ |


No comments:
Post a Comment