কাঁধে অস্ত্রোপচারের কারণে প্রায় ৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন
মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন
তিনি। এর আগে ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে
খেলেছিলেন বাংলাদেশের এ কাটার মাস্টার। ২০১৫ সালের জুনে ওয়ানডে অভিষেকের আর
পর আজ তিনি খেললেন ক্যারিয়ারের দশম ওয়ানডে। ক্যারিয়ারের প্রথম দুই
ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১১ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। তবে ১০
ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে আজ তিনি করলেন সবচেয়ে ‘বাজে’ বোলিং।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ১০ ওভারে ৬২ রান দিয়ে তিনি নেন ২ উইকটে।
ওভারপ্রতি দেন ৬.২০ করে রান। মোস্তাফিজ এই প্রথমবারের মতো ওয়ানডেতে
ওভারপ্রতি ৬-এর বেশি রান দিলেন। এর আগে তিনি ওভারপ্রতি পাঁচের বেশি রান
দিয়েছেন মাত্র দুইবার। অভিষেক সিরিজে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনি
ওভারপ্রতি দেন সর্বোচ্চ ৫.৭০ করে রান। তবে এই প্রথম দিলেন ৬ এর ওপরে রান।
তিনি ওভারপ্রতি সর্বনিম্ন ২.৫০ করে রান দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫
সালের জুলাইয়ে ঢাকায় |
No comments:
Post a Comment