মেসি-রোনাল্ডোর মত সমান অবস্থানে নেইমার : রোনালদিনহো

ব্রাজিলের সুপারস্টার নেইমার ফুটবল ক্লাব বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানোর রোনাল্ডোর অবস্থানেই আছেন বলে মন্তব্য করলেন দেশটির সাবেক তারকা অ্যাটাকিং মিডফিল্ডার রোনালদিনহো। তিনি বলেন, ‘মেসি ও রোনাল্ডোর সাথে সমান অবস্থানে উঠে এসেছে নেইমার। তাদের সাথে এখন নেইমারের তুলনা করা যায়।’ 
 
বিশ্ব মঞ্চের চেয়ে ক্লাব ফুটবলে সেরা দুই তারকা খেলোয়াড় মেসি ও রোনাল্ডো। স্প্যানিশ লীগে খেলেন বলেই, সেখানে তাদের চেয়ে সেরা কেউই নেই। তারপরও কে সেরা, মেসি নাকি রোনাল্ডো? এই নিয়ে তর্ক-বির্তক, আলোচনা-সমালোচনা এখনও বিদ্যমান। 

এই আলোচনা-সমালোচনার মাঝে নেইমারও নামও আসা উচিত বলে মনে করেন ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রোনালদিনিহো। মেসি-রোনাল্ডোর সাথে নেইমারের তুলনা করে রোনালদিনিহো বলেন, ‘তারকা খ্যাতিতে মেসি ও রোনাল্ডো অনেক উচুঁতে। সেই উচ্চতায় পৌঁছে গেছে নেইমারও। সেরা নৈপুন্য দিয়ে এখনও বিশ্ব ফুটবলের সেরা তারকা নেইমার। তাই মেসি ও রোনাল্ডোর সাথে নেইমারের তুলনা করা যেতেই পারে। মেসি-রোনাল্ডো-নেইমার এখন একই অবস্থানে রয়েছে।’
 
এখন পর্যন্ত একবারও ফিফা ব্যালন ডি’অর জিততে পারেননি ২৫ বছর বয়সী নেইমার। তবে ভবিষ্যতে নেইমারের হাতে ব্যালন ডি’অর দেখছেন রোনালদিনিহো, ‘আমরা আশাবাদী একদিন সে ব্যালন ডি’অর জিতবে। খুব শীঘ্রই ব্যালন ডি’অর জিতবে সে। নিজের নৈপুন্যে ইতোমধ্যে সেরার কাতারে পৌছে গিয়েছে সে। স্বীকৃতি পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।’
তারকা তকমাটা ইতোমধ্যে পেয়েছেন নেইমার। তারপরও নেইমারের আরও উন্নতি আশা করছেন রোনালদিনিহো, ‘নেইমারের বয়স কম। তাকে আরও উন্নতি করতে হবে। আরও ভালো খেলতে হবে। ব্রাজিলের ভবিষ্যত সাফল্য তার উপরই নির্ভর করছে।’
 
ব্রাজিলের হয়ে ১৪ বছরে ৯৭টি ম্যাচ খেলেছেন রোনালদিনিহো। গোল করেছেন ৩৩টি। আর প্রিয় ক্লাব বার্সেলোনার হয়ে ১৪৫ ম্যাচে ৭০টি গোল করেছেন ৩৬ বছর বয়সী রোনালদিনিহো। গোল ডটকম/বাসস।
 

No comments:

Post a Comment

Recent Posts Widget