বরুসিয়া
মোয়েচেনগ্ল্যাডব্যাচের বিপক্ষে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে
পারছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডগলাস কস্তা। বাম হাঁটুর ইনজুরির কারনে
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের হয়েও মাঠে নামতে পারছেন না এই
ব্রাজিলিয়ান।
শুক্রবার
অনুশীলনে ইনজুরিতে পড়েন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। চিকিৎসরা জন্য তিনি
বেভারিয়াতেই আছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকান বাছাইপর্বে চার পয়েন্ট
এগিয়ে শীর্ষে থাকা সেলেসাওরা দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের বিপক্ষে
মন্টেভিডিওতে মুখোমুখি হবে। পাঁচ দিন পরে সাও পাওলোতে প্যারাগুয়েকে আতিথ্য
দিবে তিতের দল। কিন্তু দুটি ম্যাচের কোনটিতেই খেলতে পারছেন না শাখতার
দোনেতাস্কের সাবেক ফরোয়ার্ড কস্তা।
এবারের
মৌসুমে বায়ার্নের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় কস্তা ২৭টি গোল করেছেন। শেষ
দুটি ম্যাচেও গোল পেয়েছেন, এর মধ্যে বুন্দেসলিগায় এইট্র্যাচ
ফ্র্যাংকফুর্টের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে ও চ্যাম্পিয়নস লীগে আর্সেনালের
বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচে একটি করে গোল করেছেন কস্তা।
No comments:
Post a Comment