এক
ম্যাচ কম খেলেও স্প্যানিশ ফুটবল লীগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ২
পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ২৬ খেলায় ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও
তারা। এবার শীর্ষে থাকার অবস্থাটা আরও সুসংহত করার লক্ষ্য নিয়ে আগামীকাল
নিজেদের ২৭তম ম্যাচে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও এর মুখোমুখি হবে রিয়াল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।
২৪তম
ম্যাচে লাস পালমাসের সাথে ৩-৩ গোলে ড্র’র পর টানা দুই ম্যাচে জয়ের স্বাদ
পায় রিয়াল মাদ্রিদ। এই দু’জয়ে আবারো চাঙ্গা হয়ে উঠে তারা। রিয়ালের চাঙ্গা
ভাবটা দ্বিগুন হয়েছে গেল রোববার। কারন ঐ দিন নিজেদের ২৭তম ম্যাচে
ডের্পোতিভো লা করুনার কাছে ২-১ গোলে হারে বার্সেলোনা। লা করুনার বিপক্ষে
জিততে পারলে এক ম্যাচ বেশি খেলেও, রিয়ালের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে
উঠতে পারতো বার্সা। কিন্তু বার্সার ঐ হারে টেবিলের শীর্ষস্থান রিয়ালের
দখলেই থেকে যায়।
এবার
শীর্ষস্থানটি আরও সুসংহত করার পালা রিয়াল মাদ্রিদের। সেই লক্ষ্য নিয়ে
অ্যাথলেটিকো বিলবাও’র বিপক্ষে মাঠে নামবে রিয়াল বলে জানালেন দলের
মিডফিল্ডার জার্মানির টনি ক্রুস, ‘আমাদের লক্ষ্য শীর্ষস্থান ধরে রাখা। সেটি
ধরে রেখেছি এখনও। এবার শীর্ষস্থানটি আরও সুসংহত করার সুযোগ এসেছে আমাদের
সামনে। এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে চাই এবং ম্যাচ থেকে পূর্ণ তিন
পয়েন্ট অর্জন করতে চাই। তিন পয়েন্টের জন্য এ ম্যাচেও আমাদের জিততে হবে। এটা
দলের সবাই জানে। আশা করি জয় নিয়েই মাঠ ছাড়বো আমরা।’
রিয়ালের
প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। ২৭ খেলা
শেষে ৪৪ পয়েন্ট সংগ্রহে আছে বিলবাও’র। প্রথম পর্বে রিয়ালের মাটিতে ২-১ গোলে
হেরেছিলো বিলবাও। এবার নিজেদের মাটিতে খেলতে নামবে তারা।
তাই
স্বাগতিক হবার সুবিধাটা কাজে লাগাতে চায় বিলবাও। বললেন স্পেনের মিডফিল্ডার
রাউল গার্সিয়া, ‘প্রথম পর্বে রিয়ালের সাথে আমরা দারুন প্রতিন্দ্বন্দিতা
করেছিলাম। শেষ মুহুর্তের গোলে ম্যাচ জিতে নেয় রিয়াল। এবার আমাদের মাঠে
খেলা। তাই আমরা আরও ভালো ফুটবল খেলার চেষ্টা করবো এবং জয় নিয়ে মাঠ ছাড়বো।’
রিয়াল
মাদ্রিদ-অ্যাথলেটিকো বিলবাও ছাড়াও এদিন আরও তিনটি ম্যাচ রয়েছে। দিনের
অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে এইবার-এস্পানিয়ল, আলাভেস-রিয়াল সোসিয়াদাদ ও
রিয়াল বেটিস-ওসাসুনা। গোল ডটকম/বাসস
No comments:
Post a Comment