Argentina vs Uruguay Football Match Schedule As per Bangladeshi Time

Argentina vs Uruguay Football Match Schedule As per Bangladeshi Time :


Argentina vs Uruguay Football Match Will Be Start 2 nd September 2016 at 10.30 AM in Bangladesh Time. Alos if you want to watch live match …….. click Here

Brazil vs Ecuador Football Match Schedule As per Bangladeshi Time

Brazil vs Ecuador Football Match Schedule As per Bangladeshi Time :


Brazil vs Ecuador Football Match Will Be Start 2nd September 2016 at 8.00 AM in Bangladesh Time. Alos if you want to watch live match …….. click Here

নিয়মিত হওয়ার চেষ্টায় নাসির

একটা সময় জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন নাসির হোসেন। কিন্তু খারাপ ফর্ম এবং প্রতিনিয়ত শক্ত প্রতিদ্বন্দ্বীর আবির্ভাবে এখন অনেকটাই অনিয়মিত ‘ফিনিশার’ খ্যাত এই ক্রিকেটার। জাতীয় দলে নিয়মিত হওয়ার জন্য এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে এই অলরাউন্ডার বলেন, এখন আমি নিজের উন্নতির জন্য অনুশীলন করছি। চেষ্টা করছি জাতীয় দলে ফিরে নিয়মিত হওয়ার জন্য। 
 
ঈদের পর থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু হয়। ক্যাম্প শুরুর কয়েক দিনের মাথায় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেয়া হয়। এক মাসেরও বেশি সময় পর গতকাল আবার ফিটনেস টেস্ট নেয়া হয় টাইগারদের। গতকাল নেয়া টেস্টের ফল আগের চেয়ে ভালো জানিয়ে নাসির হোসেন বলেন, আমার মনে হয় সবার ফিটনেস আগের চেয়ে ভালো হয়েছে। ক্যাম্প শুরুর পর আমি যখন টেস্ট দিয়েছি তখনকার তুলনায় এখন অনেক ভালো। আমর মনে হয় ওভারল সবার ভালো হয়েছে। 

ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ইংল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ করে শ্রীলঙ্কাকে টপকে গেল দলটি। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ঐ রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। এছাড়াও জস বাটলার ইংল্যান্ডের হয়ে দ্রুততম অর্ধশতক করেছেন মাত্র ২২ বল খেলে।
 
অবশ্য ইংল্যান্ড যে এরকম রেকর্ড গড়বে সেটি প্রথম দিকটাতে বোঝা যায়নি। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ১২৩। প্রথম অর্ধশতক করতে হেলস খেলেন ৫৫ বল। এরপরই ঝড় ওঠে হেলসের ব্যাটে। ৮৩ বলে সেঞ্চুরি করেন তিনি। ১২২ বলে ১৭১ করে আউট হন হেলস। ইংল্যান্ডের হয়ে আগের ব্যক্তিগত সর্বোচ্চ রবিন স্মিথের ১৬৭ রানকে ছাড়িয়েছেন তিনি। চারটি ছক্কার পাশে মেরেছেন ২২টি বাউন্ডারি। যেটিও ইংল্যান্ডের রেকর্ড। আগের রেকর্ড ছিল স্ট্রাউসের ১৯ বাউন্ডারি।

ফিটনেস দিয়ে মুগ্ধ করলেন আশরাফুল

মূল মাঠের সাথে তুলনা করলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠটাকে ছোট বলাই উচিত। কিন্তু দৌড় শুরু করলে বোঝা যায়, ছোট মানে একেবারে ‘ছোট্ট’ নয়।
 
সেই মাঠটাই একনাগাড়ে গুনে গুনে আট চক্কর দিতে হয় ফিটনেস পরীক্ষায়। যে পরীক্ষাটা প্রায় সাড়ে তিন বছর পর মঙ্গলবার আবার দিলেন মোহাম্মদ আশরাফুল। এই লম্বা বিরতিতে ফিটনেসে মরিচা ধরে যাওয়ার ভয় ছিল। ভয় ছিল যে, আশরাফুল নিজেকে খুঁজে পাবেন না। কিন্তু পরীক্ষা শেষে খোদ ট্রেনার কোরে বকিং বললেন, চলমান অনেক ক্রিকেটারের চেয়ে ভালো টাইমিংয়ে দৌড় শেষ করেছেন আশরাফুল।

নিজের নতুন বোলিং অ্যাকশন নিয়ে আত্মবিশ্বাসী আরাফাত সানি


আরাফাত সানির বোলিং অ্যাকশন পরীক্ষার তারিখ নির্ধারণের দিন তার বাবা মারা গেছেন। এক সপ্তাহ হতে চললো। পিতৃবিয়োগের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। এরই মাঝে ৮ সেপ্টেম্বর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে। ওই দিন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তাসকিন আহমেদের সঙ্গে আরাফাতেরও বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে। নিজের নতুন বোলিং অ্যাকশন নিয়ে আশাবাদী আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার

অপেক্ষায় থাকা এই বাঁ-হাতি স্পিনার। আরাফাত সানিরা ঢাকা ছাড়বেন ৫ সেপ্টেম্বর রাতে।

২০১৬ টি ২০ বিশ্বকাপে খেলার সময় দু’জনেরই বোলিং নিষিদ্ধ হয়েছিল একই দিনে। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের আরাফাত নিজের নতুন বোলিং অ্যাকশন সম্পর্কে বলেন, ‘আমার যে সমস্যা ছিল তা নিয়ে কাজ করছি। সমস্যা ছিল আমার পায়ের ল্যান্ডিং নিয়ে। ডান পায়ের ল্যান্ডিংটা সোজা হতো। এখন সমান্তরাল করছি। এটা যদি ঠিকমতো করতে পারি, তাহলে আমার বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমি পুরোপুরি বোলিংয়ে মনোযোগ দিচ্ছি। সমস্যা উতরাতে কী করতে হবে সেটাতে মনোযোগ দিচ্ছি। 

অনুশীলন করছি, ড্রিল করছি।’ এর আগে বোলিং অ্যাকশন সংশোধন করে অনেক বোলারই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তাই আত্মবিশ্বাসী আরাফাত। বিসিবির রিভিউ কমিটি তার বোলিং অ্যাকশন পরীক্ষা করে কোনো সমস্যা পায়নি। আরাফাত বলেন, ‘আমি আত্মবিশ্বাসী। আমি তো একা নই। এর আগেও অনেক বোলার এ সমস্যার মুখোমুখি হয়েছে। আশা করি, তাদের মতো আমিও দৃঢ়ভাবে ফিরব।’ এই বাঁ-হাতি স্পিনার বলেন, ‘আমার বোলিং অ্যাকশন এখন আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। স্কিল অনুশীলনে কোচও দেখে তাই বলেছেন। এতদিন ধরে একটা অ্যাকশনে বোলিং করছিলাম, এখন কিছুটা পরিবর্তন করতে হয়েছে। কিছুটা ঘাটতি তো থাকবেই।’

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের সবচেয় বড় তারকা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে আর্জেন্টিনা। চোটের জন্য উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দুটিতে অনিশ্চিত হয়ে পড়েছে অবসর ভেঙে ফেরা মেসির খেলা।
 
এর আগে সার্জিও আগুয়েরো ও হাভিয়ের পাস্তোরেকে হারিয়েছে আর্জেন্টিনা। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন বলে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা।

ইংল্যান্ড সিরিজ চ্যালেঞ্জিং হবে: আশরাফুল

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলায় নেই বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে একটানা খেলেই যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। দীর্ঘদিন টাসে থাকা একটা দলের সাথে হঠাৎ খেলতে নেমেই সফলতা পাওয়াটা কঠিন হবে বললেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

Upcoming football match fixture Argentina Vs Other


Upcoming football match fixture Brazil Vs Other


রাকিটিচের গোলে বিলবাওয়ের মাঠে বার্সার জয়

গোল মিসের মহড়ার দিন ইভান রাকিটিচের একমাত্র গোলে জয় পেল বার্সেলোনা। অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে হওয়া লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিতে সক্ষম হল লুইস এনরিকের শিষ্যরা।
 
রবিবার বিলবাওয়ের মাঠ সান মামেসে শুরুতেই গোল খেতে বসেছিল বার্সেলোনা। ডি বক্সের বাঁ-দিক থেকে সতীর্থের ব্যাকপাস ধরে আলতো করে সামনে বাড়িয়েছিলেন মার্ক-আন্দ্রে টের স্টেগান। ছুটে এসে সেই বল ধরে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার বেনাত; তবে সেটা জার্মান গোলরক্ষকের মুখে লেগে ফিরলে বেঁচে যায় অতিথিরা। পরের ১০ মিনিটে আরো দুটি ভালো আক্রমণ করলেও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

আগামী মার্চে শ্রীলংকা সফর করবে টাইগাররা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের মার্চে শ্রীলংকা সফর যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
 
শ্রীলংকা সফরের বিষয়ে বিসিবির সিইও বলেন, শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের এফটিপি কমিটমেন্ট অনুযায়ী আগামী বছরের মার্চে বাংলাদেশ দল এ সফর করবে। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে বলেও তিনি জানান। 
 
এফটিপি সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা ক্রিকেট দল ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরবে। এরপর মে মাস পর্যন্ত এফটিপি সূচি অনুযায়ী তাদের কোনো সিরিজ নেই। তাই এই ফাঁকা সময়ে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানায় শ্রীলংকায় ক্রিকেট বোর্ড।

ইরানকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের

ইরানকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। মার্জিয়া, জাহান মৌসুমি ও তাহুরার গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
 
ম্যাচে শুরু থেকে নিজেদের কাছে খেলার নিয়ন্ত্রণ রাখলেও গোল পেতে বেশ সময় নেয় বাংলাদেশের মেয়েরা। প্রথম গোলটি আসে মার্জিয়ার কাছ থেকে। ম্যাচে দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে গোল করে বাংলাদেশের এই খেলোয়াড়। এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। শুরু থেকে নিজেদের রক্ষণভাগ আগলে ধরে আক্রমণের চেষ্টা করা ইরানের মেয়েদের রক্ষণভাগতে দুমড়ে-মুচড়ে ৩ মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন মৌসুমি। পরপর দুই গোল হজম করার পর আবারো রক্ষণভাগকে শক্ত করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করে ইরান। কিন্তু ম্যাচে ৮৬ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেয় তাহুরা। তার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশের মেয়েরা।

ছক্কায় ক্যারিবিয়ানদের বিশ্ব রেকর্ড

ম্যাচের প্রথম বলে ওয়াইড, দ্বিতীয় বলে ডট, আর তারপর ছয়। এভাবেই শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যকার চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ক্রিজে থেকে সামির বলে প্রথম ছক্কাটি হাঁকিয়েছিলেন জনসন চার্লস। এরপর বাকিটা লেখা থাকল রেকর্ড বইয়ে। টি-২০ এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মেরে রেকর্ড গড়ে নিল ক্যারিবিয়ানরা।
 
এর আগে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ ১৯টি ছক্কার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালের বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল তারা। আর টি-২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নরা সেই রেকর্ডটি নিজেদের করে নিতে হাঁকিয়েছেন ২১টি ছক্কা!

কন্তের অধীনে ইপিএলে চেলসির টানা তৃতীয় জয়

অ্যান্তোনিও কান্তের অধীনে থেকে দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছে চেলসি। প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় ধরে রেখেছে তারা। প্রিমিয়ার লিগে নবাগত বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। চেলসির পক্ষে গোল করেছেন হ্যাজার্ড, উইলিয়ান ও মোজেজ।

অবশেষে ইপিএলে জয় পেল লেস্টার সিটি

এবারের প্রিমিয়ার লিগে খুব একটা ভাল শুরু হয়নি গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটির। প্রথম ম্যাচে হালসিটির কাছে ২-১ ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। অবশেষে তৃতীয় ম্যাচে সোয়ানসে সিটির বিপক্ষে জয় পেল তারা।
 
জুলাই মাসে সেল্টিকের বিপক্ষে জয় পাওয়ার পর শেষ ৫ ম্যাচ পরে জয় পেল ফরমার ইপিএল চ্যাম্পিয়নরা। তবে আশার বিষয় হল, দলটি আবারো নিচের ছন্দ ফিরে পেতে শুরু করেছে। সোয়ানসে সিটির বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে ছিল তারা। শনিবার ম্যাচের ৩২তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে গোল করে লেস্টার। দলকে এগিয়ে দেন জেমি ভার্ডি। নিজেদের সীমানা থেকে ড্যানি ড্রিংকওয়াটারের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন জেমি ভার্ডি। গত মৌসুমে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভার্ডি এই ম্যাচে নিজের গোলের খাতা খুললেন।

মারকুসের শেষ সময়ের গোলে ম্যানইউয়ের জয়

হালসিটির মাঠে অল্পের জন্য পয়েন্ট হারানো থেকে রক্ষা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ইনজুরি টাইমে পাওয়া গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করে মরিনহোর শিষ্যরা।
 
ম্যাচের অধিকাংশ সময় বলের কর্তৃত্ব ধরে রেখেছিল ম্যানইউ। আক্রমণেও প্রতিপক্ষকে বারবার ঘায়েল করছিল রুনি-ইব্রাহিমোভিচ-পগবারা। কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছিল না। গোলশূন্য অবস্থায় ৭১ মিনিটে ম্যানইউ এর আক্রমণভাগকে আরো শক্তি জোগাতে মাটার বদলে মারকুস রাসফোর্ডকে মাঠে নামান মরিনহো। আর তাতেই মেলে গোলের দেখা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইংল্যান্ডের এই খেলোয়াড় তার জাতীয় দলের সতীর্থ ওয়েন রুনির সহায়তায় গোল করে দলকে জয় এনে দেন। বাঁ দিক থেকে আক্রমণে যাওয়া ওয়েন রুনি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে বল বাড়ানোর পর প্লেসিং শটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড রাসফোর্ড।

ক্রুসের গোলে ঘরের মাঠে জয় পেল রিয়াল

দলের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে উপস্থিত নেই গুরুত্বপূর্ণ তিনজন। আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনালদের পাশাপাশি অনুপস্থিত করিম বেনজিমা। এদিকে নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসও ছিলেন না। গুরুত্বপূর্ণ এই তিন খেলোয়াড়দের ছাড়া ঘরের মাঠে কোন মতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। সেল্তা দে ভিগোকে ২-১ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা।

মুস্তাফিজের অভাব বোধ করছেন বিসিবি সভাপতি

বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে তিনি যে কতটা ভয়ংকর তা বার বার প্রমাণ করেছেন।

ঘরের মাঠে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে তার ভূমিকা ছিল অসাধারণ। ভারতের প্রিমিয়ার লিগ-বিপিএলে তার অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ।

এরপরই তাকে দলে পেতে মরিয়া হয়ে ওঠে ইংলিশ কাউন্টির দল সাসেক্স। আর সেখানে খেলতে গিয়েই ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। তার কাঁধে অস্ত্রপচারও করা হয়েছে। ঘরের মাঠে অক্টোবরে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেই সিরিজ খেলতে পারবেন না তিনি।

সিরিজে মুস্তাফিজ হতে পারতেন বাংলাদেশের তুরুপের তাস। বল হাতে কাটার দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য হতে পারতেন আতংক। কিন্তু ইনজুরিতে থাকায় সেই সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজ। আর তরুণ এই বাঁ-হাতি পেসার না থাকায় কিছুটা শংকিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ইংল্যান্ডের আগেই বাংলাদেশে আসছে আফগানিস্তান

সেপ্টেম্বরের ৩০ তারিখে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এটা সবারই এখন জানা। তবে ইংলিশদের আগেই বাংলাদেশে আসতে পারে আফগানিস্তান। 
  
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিসূত্রে এমন তথ্য জানা গেছে। 
  
সূত্র জানায়, ইংল্যান্ড সিরিজ নিয়ে যখন শংকা তৈরি হয়েছিল তখনই আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে আলোচনা হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসের শেষ সপ্তাহে আফগান ক্রিকেট দল ঢাকায় আসতে পারে। 
  
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, সিরিজের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে আলোচনা চলছে। 
  
প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। ৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ম্যাচ দুটি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে। আর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। 
  
২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
 
শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
 
হলি আর্টিজানের ঘটনায় দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘শুধু খেলোয়ার নয়, ইংল্যান্ড থেকে যারা খেলা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশে আসবেন তাদের প্রত্যেককে নিরাপত্তা দেয়া হবে।’
 
তিনি জানান, যতটুকু নিরাপত্তার কথা বলা হচ্ছে তার চেয়েও বেশি নিরাপত্তা থাকবে।

আরো ১০ বছর খেলতে চান রোনালদো

ক্যারিয়ারটাকে আরো ১০ বছর টেনে নিতে চান এবারের ইউরোপ সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে বাকি সময়টা রিয়াল মাদ্রিদে থাকার ইচ্ছাও পোষণ করেছেন এই তারকা ফুটবলার।

ছেঁড়া বুট পরেই হ্যাটট্রিক! লেভানডফস্কির হ্যাটট্টিকে বড় জয়ে শুরু বায়ার্নের

পোল্যান্ডের স্ট্রাইকার রর্বাট লেভানডফস্কির হ্যাটট্টিকে বুন্দেস লিগায় বড় জয় দিয়ে যাত্রা শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন ৬-০ গোলে হারিয়েছে ওয়েন্ডার ব্রেমেনকে। 
 
গত আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানডফস্কি এবারও যাত্রাটা করলেন সেরার মত করেই। তাই চলমান আসরেও সবচেয়ে বেশি গোল করার লক্ষ্য পোল্যান্ডের এই তারকা খেলোয়াড়ের, ‘এবারও সর্বোচ্চ গোলের মালিক হতে চাই। শুরুটা চমৎকার হয়েছে। এমন চমৎকার পারফরমেন্স প্রত্যক ম্যাচেই করতে চাই।’

টেস্টে প্রথমবারের মতো শীর্ষে পাকিস্তান

প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। বৃষ্টিতে ত্রিনিদাদ টেস্ট ড্র হতেই পাকিস্তানের র‌্যাংকিংয়ে পরিবর্তন আসে।

আর এ কারণে ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে। গত সপ্তাহে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ২-২ এ ড্র করে দ্বিতীয় স্থানে উঠেছিল পাকিস্তান। আর ভারত সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চার ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে যাওয়ায় শীর্ষস্থানে উঠেছিল।

বিছানায় কেমন বোল্ট, জানালেন তরুণী!


সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে নিজেকে আবারও শ্রেষ্ঠ প্রমাণ করেছেন জ্যামাইকান কিংবদন্তি উসেইন বোল্ট। ট্রিপল ট্রিপল জিতিছেন তিনি। 
  
কিন্তু এরপরই দেখা মেলে বোল্টের অন্য চেহারা। ব্রাজিলের ২০ বছর বয়সি তরুণী জেডি ডুয়ার্টের সঙ্গে রাত কাটানোর গোপন ছবি ফাঁস হয়ে যায়। 
  
এরপরই বোল্টকে নিয়ে শুরু হয় বিতর্ক। জেডি নিজেই সেই ছবি তার বান্ধবীদের সঙ্গে শেয়ার করেন। পরে সেখান থেকে ভাইরাল হয়ে যায় রাত যাপনের ছবি। 

বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল: ইসিবি


সব সংশয় কাটিয়ে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময় মাঝরাতে শেষ হওয়া ওই বৈঠকের পর ইসিবি জানায়, পরিকল্পনা অনুযায়ীই বাংলাদেশ সফর হবে।

এর আগে সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া ইসিবির তিন সদস্যের প্রতিনিধিদল এদিন ইংল্যান্ডের ওয়ানডে দলের ক্রিকেটারদের বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

গত ১ জুলাই গুলশানের একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ১৭ বিদেশীসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শংকা প্রকাশ করে ইংল্যান্ড দল।

প্রায় এক মাসের সফরে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ডের ওয়ানডে দল প্রথমে বাংলাদেশে করবে। পরে আসবে টেস্ট দল।

নিজের সেরা মৌসুমের জন্য জিদানকে কৃতিত্ব দিলেন রোনালদো

গত মৌসুমকে নিজের অন্যতম সেরা মৌসুম বলে উল্লেখ করেছেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টয়ানো রোনালদো। আর এজন্য সব কৃতিত্ব দিয়েছেন কোচ জিনেদিন জিদানকে। 
 
দলকে আশানুরুপ ফল এনে দিতে না পারায় গত জানুয়ারিতে রাফায়েল বেনিতেসকে বরখাস্ত করে জিদানকে কোচের দায়িত্ব দেয় রিয়াল। দায়িত্ব নেয়ার পরই  প্রথম মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতান জিদান।

বাংলাদেশ সিরিজের জন্য আয়ারল্যান্ড নারী দল ঘোষণা

নিজ মাঠে বাংলাদেশ নারী দলের বিপক্ষে আসন্ন হোম সিরিজের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেটে। আইরিশদের মাটিতে দুটি টি-২০ ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজে নামবেন জাহানারা-সালমারা।
 
আগামী ২ সেপ্টেম্বর নর্দার্ন আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা টাইগ্রেসদের। ৫ ও ৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দুটি মাঠে গড়াবে। একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ও ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ দিয়ে আয়ারল্যান্ড ট্যুর শেষ হবে।

Maradona criticises Messi over international retirement

Argentina great Diego Maradona has criticised Lionel Messi, suggesting that the Barcelona star’s retirement from international football, and subsequent change of heart, was “staged”.
“I don’t know whether this was staged to make us understand that he’d lost three finals, but we never lost by big margins,” said Maradona to radio station La Red.

England's tour of Bangladesh to go on as per schedule

England and Wales Cricket Board (ECB) on Thursday (August 25) confirmed that the national team's tour of Bangladesh will go on as per schedule.
An ECB delegation, led by security adviser Reg Dickason, accompanied by director of cricket operations John Carr and David Leatherdale of the Professional Cricketers' Association (PCA) recently visited both Bangladesh and India to make their own security assessment. Following their return, the ECB said that the three One Day Internationals and two Tests which England are due to play in Bangladesh in October and November, before heading to India, were set to go ahead as scheduled.

Dilshan to retire after Australia series


Tillakaratne Dilshan, the Sri Lanka batsman, will retire from international cricket after the second Twenty20 International against Australia. Dilshan won't be available to play the final two One-Day International matches of the ongoing series since he has opted to quit 50-overs cricket on Sunday (August 28) after the third ODI.

রাস্তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ইংল্যান্ডের

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু সিরিজটি শেষপর্যন্ত হবে কি না, তা অনেকাংশেই নির্ভর করছে ইংল্যান্ডের নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গত শনিবার ইংল্যান্ডে ফিরে গেছেন তাঁরা। এখনো এই সফর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তবে যাতায়াত বা রাস্তার নিরাপত্তা নিয়েই নাকি কিছুটা দুশ্চিন্তা থেকে গেছে ইংল্যান্ডের প্রতিনিধিদলের। দেশটির দৈনিক পত্রিকা টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এমনটাই। 

বোল্ট হয়ে গিয়েছিলেন নেইমার!



শরীর কিছুটা বাঁকিয়ে দুই হাত দিয়ে বিদ্যুৎ চমকানোর মতো ভঙ্গি! দেখলেই নিশ্চিতভাবে মনে পড়ে যাবে উসাইন বোল্টের কথা। জ্যামাইকান অ্যাথলেটের ট্রেডমার্ক হয়ে গেছে বিজয় উদযাপনের এই ভঙ্গি। এবারের রিও অলিম্পিকেও বোল্টকে সেই চিরচেনা ভঙ্গিতে দেখা গেছে বেশ কয়েকবার। বোল্টের এই ভঙ্গি দেখা গেছে ফুটবল মাঠেও। জার্মানির বিপক্ষে ফাইনালে ফ্রি-কিক থেকে গোল করার পর বোল্টের মতো করেই উদযাপনে মেতেছিলেন ব্রাজিলের অধিনায়ক নেইমার।

অলিম্পিক ফুটবলে প্রথম সোনা ব্রাজিলের

অবশেষে পারলো নেইমারের ব্রাজিল। পেনাল্টি শ্যুট আউটে জার্মানিকে - গোলে হারিয়ে প্রথমবারের মত অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতলো বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুর্দান্ত এক ফ্রিকিকের পর, পেনাল্টি থেকেও জয়সূচক গোল করেন খোদ অধিনায়ক নেইমার। ব্রাজিলের বিখ্যাত স্টেডিয়াম মারাকানায় এই জয় দিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম অলিম্পিকটি স্মরণীয় করে রাখলো ব্রাজিল ফুটবল দল।

স্বাগতিক ব্রাজিল, প্রতিপক্ষ জার্মানি। স্তাদিও মিনেরিওর সেই স্মৃতি ব্রাজিলিয়ান মাত্রই মনে পড়তে বাধ্য। সেই ব্রাজিল আর এই ব্রাজিলে, সেই জার্মানি আর এই জার্মানিতে আকাশ পাতাল পার্থক্য। সেসব ছাপিয়ে সবচেয়ে বড় পার্থক্যের নামটা নেইমার।

BCB sacks assistant coach Ruwan Kalpage

The BCB has terminated the contract of assistant coach Ruwan Kalpage after he failed to turn up for work by August 16. Media committee chairman Jalal Yunus said Kalpage did not respond to the BCB's latest letter.

"We had sent him a letter asking him to return to work by August 16, but he didn't respond to us. So the BCB has terminated his contract," Yunus told ESPNcricinfo.

On August 17, BCB CEO Nizamuddin Chowdhury had said that the board would "take action" against Kalpage for not turning up by the deadline. Kalpage and the BCB had been in constant touch in the previous few weeks, after he voiced concerns over his safety in Dhaka.
Recent Posts Widget