ভারতে প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা

ভারতের একটি প্রীতি ম্যাচ খেলতে পারে স্প্যানিশ ফুটবল বার্সেলোনা। খুব শিগগিরই লিওনেল মেসি, নেইমার, ও সুয়ারেজের আক্রমণ দেখতে পারে ভারতবাসী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু কে দেয়া এক সাক্ষাতকারে একথা নিশ্চিত করেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তাম্যু।
 
তিনি বলেন, আগামী ২-১ বছরের মধ্যেই ভারতে আসার পরিকল্পনা রয়েছে তাদের। ভারতে বেশ কিছু নামী ক্লাব খেলে গেলেও বার্সেলোনার আগমন দেশটির ফুটবল উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মরে করে ভারতের ফুটবলপ্রেমীরা।

এবার সাকিব কন্যার স্যালুট

বেন স্টোকসকে চতুর্থ ইনিংসে সরাসরি বোল্ড করার পরে সাকিব আল হাসান ‘স্যালুট’ করেন স্টোকসকে। এবার ঠিক সাকিবের মতোই স্যালুটের ভঙ্গিতে ছবি কন্যা আলাইনা হাসান অব্রির ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছেন শিশির।
 
রবিবার অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বাংলাদেশে বেশ কয়েকবার শিরোনাম হওয়া বেন স্টোকসকে চতুর্থ ইনিংসে সরাসরি বোল্ড করে ‘স্যালুট’ করে বসেন সাকিব আল হাসান। ম্যাচটি ১০৮ রানে ম্যাচ জেতার পর সাকিবের সেই স্যালুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ফেসবুক, টুইটার সহ সব জায়গায় মানুষ সাকিবের স্যালুটের ভঙ্গিতে ছবি তুলে স্ট্যাটাস/পোস্ট করছেন।

২০২২ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন বেল

অবশেষে চুক্তি নবায়ন করেছেন ওয়েলসের তারকা খেলোয়াড় গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকছে এই খেলোয়াড়ের। এ বছর ব্যালন ডি'অর এর মনোনয়ন তালিকায় থাকা খেলোয়াড় টটেনহ্যাম থেকে ২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ফি'র মাধ্যমে রিয়াল মাদ্রিদে যোগ দেন।
 
রিয়ালের হয়ে ১৩০ তম ম্যাচ খেলেছেন গ্যারেথ বেল। এ সময় ৬২ গোল করেছেন তিনি। শুধু লা লিগায় দলের পক্ষে ৫০টি গোল করেছেন তিনি। বেল যোগ দেয়ার পর দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ও একবার কোপা দেল রে জয় করেছে রিয়াল মাদ্রিদ।

টেস্ট সিরিজের টুকি টাকি

অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মাটিতে ১০০০ রান পূর্ণ করেছেন ইমরুল কায়েস। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগে ঘরের মাঠে ইমরুলের সংগ্রহ ছিল ৯২৩ রান। দুই ইনিংসে ১ ও ৭৮ রান করার মধ্য দিয়ে ১৭ ম্যাচে ১০০২ রান করেন বাংলাদেশ দলের এই ওপেনার। নিজেদের মাঠে ৩০ ম্যাচে ২২০৭ রান করে এ তালিকায় সবার উপরে তামিম ইকবাল। সাকিব আল হাসানের সংগ্রহ ৩২ ম্যাচে ২১৯২। মুশফিকের সংগ্রহ ৩১ ম্যাচে ১৬৪৭ রান। হাবিবুল বাশার ২২ টেস্টে ১৩৮৯ রান করেছেন। ১৪ ম্যাচে  ১২২০ রান করেছেন মুমিনুল। মোহাম্মদ আশরাফুল ২৮ ম্যাচে ১২১৯ রান করেন। ১৮ ম্যাচে ১১৫৫ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
 
ছক্কায় শুরু রাব্বির

বাংলাদেশ ও সাকিবকে স্টোকসের পাল্টা স্যালুট | Bangladesh and sakib counter salute Stokes

বেন স্টোকসকে আউট করে স্যালুট দিয়ে দারুণ আলোড়ন তুলেছেন সাকিব আল হাসান। সেই স্যালুটের বদলে সাকিবের পাশাপাশি পুরো বাংলাদেশ দলকেই স্যালুট দিলেন বেন স্টোকস।
অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বাংলাদেশে বেশ কয়েকবার শিরোনাম হওয়া বেন স্টোকসকে চতুর্থ ইনিংসে সরাসরি বোল্ড করে ‘স্যালুট’ করে বসেন সাকিব আল হাসান। আর সেই স্যালুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। দ্বিতীয় টেস্টে ১০৮ রানে হেরে বাংলাদেশ সফর শেষ করা স্টোকস ম্যাচ শেষে টুইটারে মাতেন বাংলাদেশ বন্দনায়। নিরাপত্তা শঙ্কা ও অন্যান্য ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের দারুণ ব্যবস্থাপনার প্রশংসা করেন

এভাবেই আমাকে বাসায় স্যালুট করে বলল শিশির

বেন স্টোকসকে আউট করার পরে সাকিব আল হাসান সবাইকে চমৎকৃত করে স্যালুট দিয়ে বসেন। আর সাকিবের সেই স্যালুটের ছবি ফেসবুকে দিয়ে তার স্ত্রী উম্মে আল হাসান শিশির খুনসুটি করে লিখেন, ও আমাকে বাসায় প্রতিদিন এভাবেই স্যালুট দেয়।
 
ইংল্যান্ডের বাংলাদেশ সফর শুরু থেকেই বিভিন্নভাবে আক্রমণাত্মক মেজাজ প্রকাশ করতে থাকেন বেন স্টোকস। ওয়ানডে সিরিজে তামিমের সঙ্গে এই বিষয়ে ঝামেলা হয়, প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর মতো অভব্য আচরণ করেন এই ইংলিশ অলরাউন্ডার। 

১৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা মিরাজ

আগেই অনুমিতই ছিলো, এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশে বনাম ইংল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে মোট ১৯ উইকেট নিয়েছেন এই স্পিনার।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই জাদু দেখিয়েছেন মিরাজ। নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় টেস্টে ১২ উইকেট শিকার করেছেন এই তরুণ স্পিনার। তার বোলিং ফিগার ছিলো ২১.৩ -২-৭৭-৬। এর আগে প্রথম টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো সাদা পোশাকে ক্রিকেটের জনককে পরাজিত করলো টাইগাররা।মিরাজ ও সাকিবের ঘূর্ণিজাদুতে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ১০৮ রানের জয় পায় টাইগাররা।
 
আগের ইনিংসে ছয় উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজ আবারো যাদু দেখিয়েছেন, নিয়েছেন ছয় উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ডাকেট ও ব্যালেন্সকে ফেরানোর পর শূন্য রানে ফিরিয়েছেন মঈন আলিকেও। আউট করেছেন ফিফটি করা অধিনায়ক অ্যালিস্টার কুককেও।

২৭২ রানের লিড নিয়ে অল আউট বাংলাদেশ

তৃতীয়দিন লাঞ্চের কিছু পরেই অল আউট হয়ে গেল বাংলাদেশ। ২৬৮ রানে ৩ উইকেট হাতে নিয়ে  লাঞ্চ শুরু করা বাংলাদেশ ২৮ রান যোগ করে অল আউট হয়ে যায় ২৯৬ রানে।
 
২৭৩ রানের টার্গেট নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড দল। তাদের হাতে আছে ২০০ ওভারেরও বেশি। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১০ উইকেট।

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে রিয়াল

মৌসুমের প্রথম হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে জয় উপহার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নবাগত আলাভেসের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ক্লাবটি। এই জয়ে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসে এসেছে রিয়াল মাদ্রিদ। 
 
দশ ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। শনিবার রাফিনহার একমাত্র গোলে টেবিলের নীচে থাকা গ্রানাডার বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। শেষ আধা ঘণ্টা ১০ জনকে নিয়ে খেলেও ইয়ানিক কারাসকো ও কেভিন গামেইরোর দুই গোলে মালাগাকে ৪-২ গোলে পরাজিত করেছে দিয়েগো সিমিয়োনের দল। 

Bangladesh Mans Cricket Team VS Wemans Cricket Team | Mashrafe & Soumya | Salma & Jahanara

দেখুন বাংলাদেশ পরুষ ও মহিলা ক্রিকেট টিম এর মদ্দকার প্রতিজুগিতা

নিউজিল্যান্ডের লজ্জাজনক হার

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লজ্জ্বাজনকভাবে হারলো নিউজিল্যান্ড। শনিবার বিশাখাপত্তমে ভারতের দেয়া ২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস।
 
ভারতের হয়ে বোলিং তাণ্ডব চালান অমিত মিশ্র। ৬ ওভারে ১৮ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ২ উইকেট নেন পাটেল।
 
নিউজিল্যান্ডের  হয়ে ২৭ রান করেন কেন উইলিয়ামসন। এছাড়া লাথাম ও টেলর করেছেন ১৯ রান। এছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেন নি। শূন্য রানে আউট হন পাঁচ কিউই ব্যাটসম্যান।

জার্সিতে মায়ের নাম নিয়ে আজ মাঠে ধোনিরা

খেলছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু গায়ের জার্সির পেছনে নাম ‘দেবাকি’। একই ভাবে বিরাট কোহলির জার্সির পেছনে লেখা ‘সরোজ’। ব্যাপার কী? বিশাখাপটনমে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটারদের সবার জার্সিতে কোনো না কোনোর নারীর নাম!

নিউজিল্যান্ডকে ২৭০ রানের টার্গেট দিয়েছে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ২৬৯ রান করেছে ভারত। শনিবার টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৭০ ও বিরাট কোহলির ৬৫ রানের উপর ভর করে নিউজিল্যান্ডকে ২৭০ রানের টার্গেট দেয় ভারত।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৫ ম্যাচের সিরিজে ২-২ এ সমতায় রয়েছে দুই দল। নিউজিল্যান্ডের সামনে রয়েছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে হারের বদলা নেওয়ার সূযোগ। আর মহেন্দ্র সিং ধোনির দলের সামনে আরও একটা সিরিজ জেতার সূযোগ।

দ্বিতীয় দিন শেষে ১২৮ রানে এগিয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষে ১২৮ রানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। ইমরুল কায়েস ৮১ বলে ৮টি চারে ৫৯ রানে অপরাজিত রয়েছেন। ব্যাট করতে নেমে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নেন ওপেনার ইমরুল কায়েস। তার ফিফটির উপর ভর করেই বাংলাদেশ ২ উইকেটে ১৪৩ রান করেছে। 
ইমরুল কায়েস ৫১ আর মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯ রানে ব্যাট করছেন। ৭০ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান।

আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড

চার ম্যাচ শেষে ভারত ও নিউজিল্যান্ডের পাঁচ ওয়ানডে সিরিজে ২-২ সমতা। ফলে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। শেষ ম্যাচের বিজয়ী দলই জিতে নিবে সিরিজ। তাই জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বিশাখাপত্তমে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি। 

বিপিএলে খুলনা টাইটান্সের যাত্রা শুরু

বিসিবির আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর থেকে। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে ‘খুলনা টাইটান্স’এর যাত্রা শুরু হয়েছে। 
 
শুক্রবার দুপুরে নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রয়াত দুই কৃতি ক্রিকেটার রানা-সেতুর মাকে সম্মাননা জানানোর মধ্যদিয়ে যাত্রা শুরু হয় খুলনা টাইটান্সের। 

মেসি আমার বন্ধু নয়, তবে একে অপরকে শ্রদ্ধা করি: রোনালদো

চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধা প্রদর্শন করে রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, আমরা বন্ধু নই, তবে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। বিগত আট বছর ধরে রোনালদো এবং তার বার্সেলোনা প্রতিপক্ষ লিওনেল মেসি ব্যালন ডিঅ’র নির্বাচনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। 
পাশাপাশি বিশ্ব ফুটবলে এখনো তারাই একচেটিয়া রাজত্ব করে চলেছে। আসন্ন খেতাব প্রাপ্তির লড়াইয়েও এখন আলোচনার শীর্ষে এই দুই ফুটবল তারকা। তবে রোনালদো বলেছেন, এ নিয়ে তাদের মধ্যে কোন রকমের হানাহানি নেই। 
৩১ বছর বয়সী এই পুর্তগাল তারকা কোচ ম্যাগাজিনকে বলেন,‘ আমার নিজের এবং মেসির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। মিডিয়া যদিও আমাদের দুই জনের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতার আবহ সৃস্টি করতে পছন্দ করে, কিন্তু আমরা এর ধারে কাছেও নেই। বিষয়টি এমন নয় যে আমরা দু’জন ভাল বন্ধু। তবে দু’জনই দু’জনকে সম্মান করি।’ গোল.কম।
ইত্তেফাক

ওয়ার্নার ও সাঙ্গাকারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুস্তাফিজুর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আর সেখান থেকেই দু’জনের বন্ধুত্ব। 
 
তাই ওয়ার্নারের জন্মদিনে আজ শুভেচ্ছা জানাতে ভুল করেননি মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ওয়ার্নারকে শুভেচ্ছা জানিয়ে প্রায় ছয় ঘন্টা আগে একটি ছবি পোষ্ট করেন ফিজ। সেই ছবির ক্যাপশনে মুস্তাফিজুর লিখেছেন, ‘শুভ জন্মদিন চ্যাম্পিয়ন, ডেভিড ওয়ার্নার।’ 

ওয়ার্নারকে মোস্তাফিজের শুভেচ্ছা

আইপিএল থেকেই দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব। হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে মাঠে ও মাঠের বাইরে অন্য রকম এক সম্পর্কই যেন গড়ে উঠেছিল ডেভিড ওয়ার্নার ও মোস্তাফিজুর রহমানের মধ্যে। অধিনায়ক হিসেবে ওয়ার্নারের আস্থা অর্জন করেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। আইপিএল শেষ হয়ে গেছে। কিন্তু বন্ধুত্ব ফিকে হয়ে যায়নি। কিছুদিন আগেই মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ওয়ার্নার। এবার বন্ধুর জন্মদিনটি স্মরণ করলেন মোস্তাফিজ। 

সুযোগ পেলে এবার আর হাতছাড়া করবো না : মুশফিক

চট্টগ্রাম টেস্টে জয়ের সুযোগ হাতের নাগালে পেয়েও, তা হাতছাড়া করে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে জয়ের সুযোগ পেলে, এবার আর হাতছাড়া করবেন না বলে হুংকার দিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। 
 
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুশি, ‘আমাদের মূল লক্ষ্য দল হিসেবে ঢাকা টেস্টেও ভালো খেলা। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই। তারপরও যদি জয়ের সুযোগ পাই তবে অবশ্যই এবার হাতছাড়া করবো না।’ চট্টগ্রাম টেস্টে জয়ের টার্গেট ২৮৬ রান পেয়েছিলো বাংলাদেশ। সেই লক্ষ্যে ১৪০ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় টাইগাররা। 

চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট শেষ

আগামী বছরের ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তবে লন্ডনের কেনিংটন ওভালের ওই ম্যাচের সবগুলো টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। 
 
অনলাইনে টিকিট বিক্রির প্রথম ধাপেই শেষ হয়ে যায় বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচের টিকিট। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির কোন কোন ম্যাচের টিকিট এখনও বাকী আছে, সেই ম্যাচগুলোর তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ঐ তালিকা প্রকাশ করে আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের নিজস্ব ভেরিফাইড সাইটে এ তথ্য দেয় আইসিসি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি উন্মোচন

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি। টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার গুলশানের এক অভিজাত হোটেলে এই জার্সি উন্মোচিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কর্ণধার নাফিসা কামাল ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনুষ্ঠানে হাজির হয়েছেন বিপিএলের আরেক দল ঢাকা ডায়নামাইটসের আইকন সাকিব আল হাসান।  

ক্রিকেটার সাব্বিরের 'অস্কার' বিজ্ঞাপনটি বন্ধের নির্দেশ

বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমানের 'অস্কার ড্রিংকস' এর বিজ্ঞাপনটি বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা যায়, বাংলাদেশের দর্শকদের প্রতিবাদের মুখে বিসিবি এই সিদ্ধান্ত জানিয়েছে।
 
এ বিষয়ে বিসিবি'র এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিজ্ঞাপনটি বন্ধ করে দেয়ার জন্য নির্দেশনা প্রয়োজনীয় সকল বিভাগে প্রেরণ করেছে। বাংলাদেশে ক্রিকেটের সঙ্গে এই বিজ্ঞাপনটি আসলে মানায় না।

ভারতের লক্ষ্য সিরিজ জয়, সমতার আশায় নিউজিল্যান্ড

তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। তাই চতুর্থ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। আর চতুর্থ ম্যাচ জিতে সিরিজে আবারো সমতা আনার লক্ষ্য নিউজিল্যান্ডের।
 
এমন লক্ষ্য নিয়েই বুধবার পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। রাঁিচতে বুধবার বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে সিরিজের চতুর্থ ওয়ানডেটি।

ইংল্যান্ডকে নিয়ে উদ্বিগ্ন ভন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও পারফর্ম করতে ব্যর্থ হলে ভারতের কাছে টেস্ট সিরিজে ইংল্যান্ড ৫-০ ব্যবধনে হারবে বলে জানালেন ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সম্প্রতি বিবিসি রেডিও ৫ লাইভে এমন মন্তব্য করেন ভন।
 
তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে যেভাবে পারফর্ম করছে, এমন হলে ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ ৫-০ ব্যবধানে হারবে ইংল্যান্ড।’ 
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২২ রানে জিতে ইংল্যান্ড। তবে ম্যাচের প্রথম চারদিন ইংল্যান্ডের সাথে পাল্লা দিয়ে লড়াই করেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চাননা ক্যাসিয়াস

পোর্তো গোলরক্ষক ইকার ক্যাসিয়াস দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে, স্পেনের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালন থেকে অবসর নিতে চাননা তিনি। জাতীয় ফুটবল দলের কোচ জুলেন লোপেতেগুই যখনই চাইবেন তখনই সাড়া দিতে তিনি প্রস্তুত আছেন।
 
ভিসেন্তে দেল বস্কের পরিবর্তিত হিসেবে লেপেতেগুই দায়িত্ব গ্রহণের পর থেকে স্পেন জাতীয় দলে ডাক পাননি ৩৫ বছর বয়সি ক্যাসিয়াস। ফেসবুকের লাইভ সেশনে ক্যাসিয়াস বলেন,‘ আমি জাতীয় দলের দায়িত্ব থেকে অবসর নিইনি। এমনকি আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরেরও কোন ঘোষণা দিইনি।

ব্যালন ডি'অর সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো-সুয়ারেজ

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি'অর জয়ীর সংক্ষিপ্ত ৩০ সদস্যের তালিকায় স্থান করে নিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, নেইমার ও লুইস সুয়ারেজ। এবারের তালিকায় বেশ অনুমেয় ছিল এই নামগুলো। তবে ব্যালন ডি'অর সংক্ষিপ্ত তালিকায় এবার সর্বোচ্চ ছয়জন স্থান পেয়েছেন রোনালদোর দল রিয়াল মাদ্রিদ থেকে। অন্যদিকে বার্সেলোনা থেকে স্থান করে নিয়েছেন চারজন।

আবারো তীরে এসে তরী ডোবালো বাংলাদেশ

দারুণ উত্তেজনাপূর্ণ চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২ রানে হারলো বাংলাদেশ। চতুর্থ ২৫৩ রানের সঙ্গে মাত্র ১০ রান যোগ করে শেষ দুই উইকেট হারায় বাংলাদেশ।
সব কটি উইকেট হারিয়ে ২৬৩ রান করেছে বাংলাদেশ। পঞ্চম দিনে জয়ের জন্য মাত্র ৩৩ রান সামনে রেখে বেন স্টোকসের করা ওভারে এক বল ব্যবধানে ফিরে গেছেন তাইজুল ও শফিউল। দুইজনই এলবিডব্লিউর শিকার হয়েছেন। অভিষেক ম্যাচে চতুর্থ ইনিংসে ৬৪ রান নিয়ে অপরপ্রান্তে অপরাজিত ছিলেন সাব্বির রহমান।

এশিয়া কাপ ক্রিকেটে নারী দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপ মহিলা ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টের জন্য ঘোষিত দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরো ৫ নারী ক্রিকেটারকে।
দল: জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কোবরা, হালিমা খাতুন, রিতু মনি, আয়শা রহমান, নাহিদা আকতার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা, সোভানা মুস্তারি ও সালমা খাতুন।

Chelsea vs Man United LIVE Match STREAM

চতুর্থ দিন শেষে ৩৩ রানে পিছিয়ে টাইগাররা

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য ৩৩ রান দূরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উইকেটে রয়েছেন তাইজুল ইসলাম (১১) ও সাব্বির রহমান (৫৯)। হাতে এখনো ২ উইকেট আছে টাইগারদের।
 
খেলা শেষের কিছু আগেই অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বিরের ব্যাটে জয়ের সম্ভাবনা দেখছিলো বাংলাদেশ। কিন্তু পরপর দুই উইকেট হারিয়ে সেই স্বপ্ন কিছুটা ফিকে হয়ে গেছে। মূলত ব্যক্তিগত ৩৯ রানের মাথায় মুশফিক ফিরে গেলেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে অন্যদিকে হাল ধরে রয়েছেন সাব্বির রহমান।

মেসির পেনাল্টিতে লা লিগায় নাটকীয় জয় বার্সার

লিওনেল মেসির পেনাল্টি গোলে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে পরাজিত করে লা লিগায় নাটকীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ৯৪ মিনিট পর্যন্ত সমতায় থেকে এই গোলেই জয় নিশ্চিত করে কাতালানরা।
 
যদিও এই ম্যাচে তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার ইনজুরি বার্সেলোনাকে হতাশায় ডুবিয়েছে। ডান হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইনিয়েস্তা।

ইউরোপের গোল্ডেন বুট সুয়ারেজের

ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতলেন বার্সেলোনার উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। বৃহস্পতিবার এই পুরস্কার গ্রহণ করেন এই স্ট্রাইকার। 
তারকা সমৃদ্ধ ইউরোপে এরকম একটি সফলতা পাবেন সেটি কখনো ভাবেননি বলে জানিয়েছেন সুয়ারেজ। তিনি বলেন, ‘আমি যে সর্বোচ্চ গোলদাতা হতে পারব সেটি ধারণাই করিনি। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে আমি শুধু চ্যাম্পিয়ন হবার কথা ভেবেছি। সে লক্ষ্য নিয়েই আমি খেলেছি।’

New Zealand win thriller to make it 1-1...

It took five matches, but a New Zealand batsman finally recorded a hundred on this tour. Kane Williamson came to the crease in the first over and did not budge until the 43rd. By that time he had 118 runs off 128 balls. The timing of his wicket gave India an opening and they were able to restrict the total to 242 for 9 at the Feroz Shah Kotla.
Besides the fact that New Zealand have been unable to win a single match on tour - they have struggled to win tosses too - plenty of challenges came Williamson's way. Not least of which was his own body refusing to cooperate. He began cramping up in the Delhi heat - and it became contagious. His left forearm caught it first, then his right, and at one point he couldn't even lift a bottle to drink. But when play resumed, he smacked Hardik Pandya over his head to the long-on boundary.
In the past, when faced with such determination, India's bowlers have been guilty of switching off. But there were two passages of play - the middle overs and then the final ten - that they simply dominated.
And it was the result of a simple plan - go after Williamson's partners. Ross Taylor was worked over so completely that it seemed like the ball had a restraining order against the middle of his bat. When it was short and wide, he'd get an inside edge. When it was down leg, he'd miss the flick. He was trying to hit the ball so hard that on one occasion his helmet nearly wobbled off. New Zealand had been chugging along before his entry at the Feroz Shah Kotla - 70 runs between the 11th and 21st over. They could only get 38 runs in the next ten overs, at the culmination of which Taylor fell for 21 off 42 balls.

মিরাজের রাজকীয় অভিষেকে কোণঠাসা ইংল্যান্ড

রাজকীয় অভিষেক ঘটলো অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই বল হাতে ৬৪ রানে ৫ উইকেট নিলেন মিরাজ। তার ঘূর্ণিতে পড়ে প্রথম দিনেই ব্যাকফুটে ইংল্যান্ড। দিন শেষে ৭ উইকেটে ২৫৮ রান তুলতে সক্ষম হয়েছে ইংলিশরা।

পিএসএলে একই দলে সাকিব ও তামিম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি টুয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় আসরে পেশোয়ার জালমির হয়ে খেলবেন বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বুধবার রাতে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সাকিব-তামিমকে দলে নেয় পেশোয়ারের ফ্রাঞ্চাইজিরা।

নিজের 'যমজ' দেখে বিরাট অবাক কোহলি!

অভিজ্ঞতাটা বিরাট কোহলির জন্য অভিনবই, নিজের চোখকে অবিশ্বাস করার মতোই অনেকটা। এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তা আগে হয়ত কল্পনাও করেননি ভারতের টেস্ট অধিনায়ক। যমজ বলাটা ভুলই হবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের ম্যাচ খেলার সময় দর্শকাসনে গ্যালারি মাতালেন কোহলির 'জেরক্স' কপি! দুজন মানুষের চেহারায় এত মিল থাকতে পারে, নিজের চোখে না দেখলে এটা যে কারো জন্যই বিশ্বাস করা কঠিন।

মেসি নেইমারকে নিজ দলের হয়ে খেলাতে চাননা গার্দিওলা!

এক সময় মেসিকে নিজ দলে পেতে প্রচণ্ড মরিয়া ছিলেন পেপ গার্দিওলা। বিশেষত বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালে হতাশ হয়ে বলেই ফেলেছিলেন, 'আসলে মেসিকে আমার এই দলে রাখা সম্ভব হচ্ছে না। কারণ সে বার্সেলোনা ছেড়ে কখনই আসবে না।' সেই বর্তমানে 'মেসি বা নেইমারকে নিজ দলে চাই না' বলে সংবাদ সম্মেলনের আয়োজন করছে!

মাঠে ফিরছেন মেসি?

প্রায় এক মাস ধরে তিনি মাঠের বাইরে এই সময় বার্সেলোনার যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসি, বার্সেলোনা আর আর্জেন্টিনার জন্য সুখবরমাঠে ফিরতে যাচ্ছেন ফুটবলেরখুদে জাদুকর হয়তো আজই!

আজ স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে স্বাগত জানাবে বার্সা ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসির মাঠে নামার উজ্জ্বল সম্ভাবনা স্বয়ং বার্সা কোচ লুইস এনরিকে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বুধবার থেকে লিও (মেসি) দলের সঙ্গে অনুশীলন করছে এখন তার অবস্থা অনেক ভালো চোট থেকে ফেরার পর ম্যাচ হোক বা প্র্যাকটিস, প্রত্যেক জায়গায় মানিয়ে নিতে সময় প্রয়োজন আমি তাই আগামীকাল (আজ) মাঠে নামার সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে কথা বলব তবে তাত্ত্বিকভাবে মনে হচ্ছে সে খেলতে পারবে

২০২০ সালে পৃথকভাবে আয়োজিত হবে নারী-পুরুষ টি-২০ বিশ্বকাপ

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী ও পুরুষ টোয়েন্টি-২০ বিশ্বকাপ আসরটি আলাদা আলাদাভাবে আয়োজিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
 
চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে বেশ কিছু বিষয় নারী ও পুরুষ বিভাগে একত্রেই করার চেষ্টা করা হয়েছে। এমনকি ৩ এপ্রিল কলকাতায় ফাইনাল ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া নারী বিগ ব্যাশ লীগ টোয়েন্টি-২০ প্রতিযোগিতাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুরোধে আসন্ন আয়োজনটি পুরুষদের বিশ্বকাপের ছয়মাস আগে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেপ টাউনে আইসিসি'র গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

শান্তির ম্যাচে ম্যারাডোনা-ভেরন ‘যুদ্ধ’


ম্যারাডোনা-ভেরনের বল দখলের লড়াই। পরে বল ছেড়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুজনে। ছবি : এএফপি
রোমের অলিম্পিক স্টেডিয়ামেশান্তির জন্য ম্যাচে আয়োজক ছিলেন পোপ ফ্রান্সিসকিন্তু পোপের দেশের দুই ফুটবল তারকার দ্বন্দ্বে খেলা থেকেশান্তিউধাও হওয়ার জোগাড় হয়েছিলদুই তারকার মধ্যে একজন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাঅন্যজন হুয়ান সেবাস্তিয়ান ভেরনও কম বিখ্যাত নন
Recent Posts Widget