আমিরের পাপ-মোচন
আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের নায়ক কে? এই প্রশ্নের জবাবে, সবার আগেই আসবে
পাকিস্তানের ওপেনার ফখর জামানের নাম। দারুণ এক সেঞ্চুরি করা এই বাঁ-হাতি
ব্যাটসম্যানের হাতেই তো উঠেছিল ম্যাচ সেরার পুরস্কার।
তবে,
নিঃসন্দেহে মোহাম্মদ আমির না থাকলে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের
বিপক্ষে মোকাবিলা করাটা কষ্টকর হতো পাকিস্তানের জন্য। এই পেসারই তো এক হাতে
গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতের বিখ্যাত টপ-অর্ডার। সেই অবস্থা থেকে আর মাথা
তুলে দাঁড়াতে পারেনি বিরাট কোহলির দল। হারতে হয়েছে ১৮০ রানের বিশাল
ব্যবধানে।
মেসির প্রতিই অনুরক্ত ম্যারাডোনা, রোনালদোকে বললেন ‘অসাধারণ’
তুলনামূলক
বিচারে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে স্বদেশী লিওনেল মেসির প্রতিই বেশী
অনুরক্ত আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। তবে
পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকেও ‘অসাধারণ’ খেতাবে ভূষিত করেছেন
তিনি।
টিভিসি
স্পোর্টসকে ম্যারাডোনা বলেন, ‘লিওনেল মেসি খারাপ খেলেছেন এমন কোন ঘটনা
আমার মনে পড়ে না। আমি রোনালদোর চেয়ে মেসিকেই এ কারণে বেশি পছন্দ করি। তবে
লিখিতভাবে এই কথাটি বলে দিতে পারি যে রোনালদো ‘অসাধারণ’।’
কোচের পদ থেকে কুম্বলের পদত্যাগ
ভারতের
কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে
বনিবনা না হওয়ার জল্পনার মধ্যেই গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেন তিনি।
কুম্বলে
প্রথমে সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে যাবেন না
তিনি। এরপর দায়িত্বটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতের অন্যতম সেরা
সাবেক এই ক্রিকেটার।
বিশ্বকাপ জিততে হলে মেসি ও সাম্পাওলির ভাগ্যের প্রয়োজন: পেলে
আর্জেন্টিনাকে
রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপ ফুটবল শিরোপা জিততে হলে দলের তারকা
খেলোয়াড় লিওনেল মেসি ও নতুন কোচ জর্জ সাম্পাওলির ভাগ্যের প্রয়োজন রয়েছেন
বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তী পেলে।
২০১৪
সালে রিও ডি জেনিরোতে ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে ১৯৭৮ ও ১৯৮৬
বিশ^কাপ বিজয়ী আর্জেন্টিনাকে হতাশ হতে হয়েছিল। একই সাথে দলীয় অধিনায়ক
হিসেবে লিওনেল মেসিও প্রথমবারের মত বড় কোন টুর্নামেন্টে দলকে শিরোপা উপহার
দিতে ব্যর্থ হন।
ভারতে টিভি ভাঙচুর, ধোনিদের বাসার সামনে প্রহরা, ১৪৪ ধারা জারি
পাকিস্তানকে
১২৪ রানে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যাত্রা শুরু করেছিল ভারত। অথচ
সেই পাকিস্তানের কাছেই ১৮০ রানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার।
মুদ্রার অন্য পিঠ দেখে তাই হতবিহ্বল ভারতীয় সমর্থকেরা। চিরশত্রু
পাকিস্তানের কাছে কোহলিদের এই ‘লজ্জাজনক’ হারে তারা ক্ষোভ জানিয়েছে
টেলিভিশন সেট ভাঙচুর করে। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরুতে ঠিক উল্টো
চিত্র দেখা গেছিল পাকিস্তানে। ভারতের কাছে হারার জ্বলুনি সহ্য করতে না
পেরে পাকিস্তান সমর্থকরা টিভি ভাংচুর করে ক্ষোভ জানিয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাক-ভারত লড়াই আজ
বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ‘আনপ্রেডিক্টেবল’
পাকিস্তানের মধ্যকার আজকের ফাইনালে শেষ হাসি যেই হাসুক, দুদলের এই দ্বৈরথে
আগাম আনন্দিত ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসির বাণিজ্যিক বিভাগ। কারণ এটা
ক্রীড়ামোদীদের চেয়েও অনেক বেশি স্বপ্নের ফাইনাল আইসিসি ও তাদের স্বত্ব কেনা
শরিকদের পাশাপাশি বাজিকরদের কাছেও। ধারণা করা হচ্ছে, দুনিয়া জুড়ে
টেলিভিশনের সামনে ১০০ কোটি মানুষ খেলাটি দেখবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপেরও চেয়েও কঠিন : মাশরাফি
বিশ্বকাপ
ক্রিকেট সবচেয়ে বড় আসর হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অপেক্ষাকৃত কঠিন
বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরে টাইগার অধিনায়ক বলেন,
‘বিশ্বকাপে অনেক বেশী দল অংশগ্রহণ করে এবং এটি অবশ্যই সবচেয়ে বড়
টুর্নামেন্ট। তবে চ্যাম্পিয়ন্স টফিতে শীর্ষ র্যাংকধারী ৮টি দল অংশগ্রহণ
করে থাকে। তাই সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মখে পড়তে হয়।’
ভারতকেই ফেভারিট মানছেন সৌরভ, সাঙ্গাকারাও
আইসিসি
চ্যাম্পিয়নস ট্রফির
অষ্টম
ম্যাচে
বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। এ
ম্যাচ
জিতলে
সেমিফাইনাল নিশ্চিত হবে
বিরাট
কোহলিদের। আর জয়
পেলে
টুর্নামেন্টে টিকে
থাকবে
শ্রীলঙ্কা। তবে এ
লড়াইয়ে
ভারতকে
ফেভারিট মানছেন
দু’দলের দু’কিংবদন্তি ক্রিকেটার সৌরভ
গাঙ্গুলি ও
কুমার
সাঙ্গাকারা।
তাসকিন হতে পারে সত্যিকারের গতিতারকা
গতি
তারকা কাকে বলে, তা এই সময়ের ক্রিকেট দর্শকদের ভুলে যাওয়ার কথা। লিলি-থমসন,
মার্শাল-গার্নারদের যুগ বাদ দিন। এই যে শোয়েব আখতার কিংবা ব্রেট লির মতো
গতি তারকাও তো এখন দুনিয়ায় নেই। নিজে ছিলেন গতি তারকা, জুটি বেঁধে বল করতেন
আরেক স্পিডস্টার কার্টলি অ্যামব্রোসের সাথে। এই সময়ে এসে সেই কোর্টনি
ওয়ালশ দেখছেন গতির শূন্যতা।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে জিতল পাকিস্তান
আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের সপ্তম ম্যাচে বুধবার এজবাস্টনে
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৯ রানে জিতল পাকিস্তান।দক্ষিণ আফ্রিকার ২১৯ রানের
জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ৩ উইকেটে পাকিস্তানের সংগ্রহ যখন ১১৯ তখন
বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী, ১৯
রানে ম্যাচ জিতে যায় পাকিস্তান। ২৪ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হাসান
আলি।
ইউরোপসেরার মুকুট কার মাথায় "রিয়াল না জুভেন্টাস"
ফুটবল রোমান্টিকদের জন্য এ তো স্বপ্নের রাত। চ্যাম্পিয়ন্স লীগের নক্ষত্রখচিত
মেগা ফাইনালে আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।
কার্ডিফের বিখ্যাত মিলেনিয়াম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু
হবে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের সঙ্গে সবচেয়ে জমাট রক্ষণভাগের ধুন্ধুমার
লড়াই। যে লড়াই শেষে স্বপ্নের রাতটা কোনো এক পক্ষের জন্য হয়ে থাকবে দুঃস্বপ্নের
আখ্যান!
তামিমের ক্যাচ নিয়ে নিশ্চিত বাংলাদেশ
তাৎক্ষণিকভাবেই
বাংলাদেশ দলের খেলোয়াড়দের, বিশেষ করে তামিম ইকবালের প্রতিক্রিয়া দেখে বোঝা
গিয়েছিলো, তারা এই সিদ্ধান্ত মানতে পারছেন না। ম্যাচের পর সংবাদ সম্মেলনে
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও পরিষ্কার করে বলে গেলেন, তারা মনে করেন,
মরগ্যানের ক্যাচটি ঠিকমতোই ধরেছিলেন তামিম। তামিম এ ব্যাপারে আরও পরিষ্কার
করেই মনোভাব জানিয়েছেন, ‘আমরা এখনও ক্যাচটির ভিডিও দেখিনি। তবে আমি এখনো
নিশ্চিত, ক্যাচটি ঠিক ছিল। মাঠের আম্পায়ার সফট সিগন্যাল নট আউট দেওয়ার
কারণেই হয়ত শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত টিকে গেছে। ফিল্ডার হিসেবে আমার মনে
হয়েছে, আমি ঠিকঠাক নিয়েছিলাম।’
Subscribe to:
Posts (Atom)
ICC Champions Trophy Schedule And...
NTV Bangla Live TV, Click here to get...
Are you searching for the...
মুসলিম রাষ্ট্র হিসেবে সৌদি আরবে বিয়ে না...
Link 01 ...
MatchNo. Date (2019) Time...
আসন্ন এশিয়া কাপে দল থেকে বিশ্রাম...
গত মাসে বিসিবি পরিচালক আফজালুর...
আসন্ন এশিয়া কাপ দিয়ে শ্রীলঙ্কা জাতীয়...
Most of the Bangladesh football...