হোয়াইটওয়াশ হয়ে রেটিং পয়েন্ট হারালো টাইগাররা

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরুর আগে আইসিসি জানিয়েছিল বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ হারলে ৪ রেটিং পয়েন্ট হারাবে।

নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ায় বাংলাদেশ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে। সিরিজ শুরুর আগে সাতে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৫। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯১। আইসিসি এখনও বাংলাদেশের রেটিং পয়েন্ট ঘোষণা করেনি। ৪ রেটিং পয়েন্ট হারানোয় পাকিস্তানের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ।

ভুল শট নির্বাচনকেই দায়ী করছেন ম্যাথুস

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার কাছে ২০৬ রানের বিশাল ব্যবধানে পরাজয়ে ভুল শট নির্বাচনকে দায়ী করছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। 
 
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকান বোলারদের বিপরীতে শট নির্বাচনে ব্যাটসম্যানকে আরো বেশী সতর্ক হওয়া উচিত ছিল।

নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে হারলো বাংলাদেশ

হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচেও হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে টাইগাররা।
 
বাংলাদেশের দেয়া ২৩৭ রানের লক্ষ্য কেন উইলিয়ামসের ৯৫ রানের ইনিংসে সহজ হয়ে যায় নিউজিল্যান্ডের। তবে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। কিউই শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজই। নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন লাথামকে। ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়েন গাপটিল। এরপর নিল ব্রুম ও কেন উইলিয়ামসন দলকে টেনে নিতে থাকেন।

বিয়ের খবর গুজব, টুইটারে কোহলি

২০১৭ সালের শুরুতে প্রেমিকা ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বাগদানের গুজব উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেন, বিয়ের খবর নিয়ে তিনি লুকোচুরি করবেন না।।
 
বৃহস্পতিবার বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়ে নতুন বছরে জানুয়ারির ১ তারিখ বাগদান হচ্ছে বিরাট-আনুশকার। টুইটারে দেয়া পোস্টে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে বিরাট বলেন, আমরা বাগদানে আবদ্ধ হচ্ছি না, আর যদি আমরা বাগদান করি তাহলে সেটা কখনো লুকোবো না। খুবই সাধারণ।

দলের দুর্দিনে ‘অসহায় আত্মসমর্পণ’ মাহমুদুল্লাহ রিয়াদের

নতুন পরিবেশ, অভিজ্ঞতা নাকি শক্তিশালী প্রতিপক্ষ; কি কারণে জ্বলছে না বাংলাদেশ দলের মিস্টার কুল ম্যান খ্যাত মাহমুদুল্লাহর ব্যট। খেয়াল করে দেখুন গেল, বাংলাদেশ প্রিমিয়ার লীগে বেশ দারুণই ছিল মাহমুল্লাহর ব্যাট। বিপিএলে প্রথম বারের মতো অংশ নেওয়া খুলনা টাইটান্সকে একাই টেনে তুলে তিনি। কখনো ব্যাট হাতে আবার কখনো বল হাতে বার বারই নিজের শ্রেষ্ঠত্বে প্রমাণ দিয়েছেন ওয়ান ম্যান আর্মি খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।

টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেট দলে ৩ বাংলাদেশি

চলতি বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে টাইমস অব ইন্ডিয়া। ঘোষিত একাদশে  বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন। আর ১২ তম খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। 

আশা জাগিয়েও শেষ রক্ষা হলো না: ৬৭ রানে হার বাংলাদেশের

নিউজিল্যান্ডের দেয়া টার্গেট ছিল ২৫২ রান। ‍শুরুর দিকে বাংলাদেশের ব্যাটিংঅর্ডার আশাও জাগিয়েছিল। ১৬ রানে তামিমের ফেরার পর কিছুটা ধাক্কা খেলেও জেতার সম্ভাবনা জাগিয়ে তোলেন সাব্বির-ইমরুল, ১০৫ রানে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু তাদের পরে আর কেউ দাড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৬৭  রানে হারতে হলো বাংলাদেশকে। 

শেষ পর্যন্ত মুস্তাফিজকে ‘স্বীকৃতি’ দিল অস্ট্রেলিয়া!

নাক উঁচু’ বলে ক্রিকেট মহলে ইংল্যান্ডে এবং অস্ট্রেলিয়ার বড় দুর্নাম আছে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে স্বীকৃতি তো দূরে কথা, নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা দেখা গেছে তাদের মধ্যে।

অনেক সাবেক অজি গ্রেটরাও বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার কথা বলেছেন। তবে এবার ‘নাক নিচু’ করতে বাধ্য হলো অজিরা। সেটা আমাদের পেস সম্পদ মুস্তাফিজের দৌলতে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলের অধিনায়ক কোহলি

২০১৬ সালে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিচারে বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। 
 
গত সপ্তাহে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলেও কোহলিকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়। এ সম্পর্কে সিএ এক বিবৃবিতে জানিয়েছে, ২০১৬ সালে ভারতীয় অধিনায়ক মাত্র ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে। কিন্তু তারপরেও ৫০ ওভারের ম্যাচে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন। ডান হাতি এই তারকা ব্যাটসম্যান গত ১০টি ইনিংসে আটবারই ৪৫ কিংবা তার উপরে রান সংগ্রহ করেছেন। জানুয়ারিতে পরপর দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সেঞ্চুরি ছিল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয় ৫৯টি ম্যাচে রান তাড়া করে তার ব্যাটিং গড় এখন ৯০.১০। এর মধ্যে ২০টি ম্যাচে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে আউট হয়েছেন। 

‘ম্যাচ জেতা সম্ভব’

প্রথম ওয়ানডে শেষে রাতটা ক্রাইস্টচার্চেই ছিল বাংলাদেশ দল। গতকাল সকালে নেলসনে পৌঁছেছে মাশরাফি বিন মুর্তজার দল। অনুশীলন না করলেও নেলসনের মাঠ ঘুরে এসেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। স্যাক্সটন ওভালের এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ।
 
ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে গিয়েছিল মাশরাফি বাহিনী। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দুদল। সিরিজে ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রায় সব বিভাগেই উন্নতি আনতে হবে টাইগারদের।

খেলতে পারবেন না মুশফিক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম বৃহস্পতিবার খেলতে পারছেন না। শুধু আগামীকালের খেলা নয় পুরো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হয়তো ফিরতে পারবেন না তিনি। 
 
সোমবার ক্রাইস্টচার্চে রান নিতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। পরে মাঠ ছাড়তে হয় তাকে। বুধবার স্ক্যান করার কথা থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় সেটি সম্ভব হয়নি। 

নেলসন পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলতে নেলসনে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ঘুরে দাঁড়ানোর বিকল্প ভাবছেন না মাশরাফি-সাকিব-তামিম-মোস্তাফিজরা।
 
মঙ্গলবার অফিসিয়াল টুইটার পেজে তাসকিন-মিরাজদের বিমান থেকে নামার একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে নেলসনে নিরাপদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইব্রা ম্যাজিকে টানা চতুর্থ জয় ম্যান ইউর

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষেও অনবদ্য খেললেন ম্যানচেস্টার ইউনাইইটেডের সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। নিজে গোল করলেন একটা, সতীর্থদের দিয়ে করালেন দুটো। এতে লিগে টানা চতুর্থ জয় পেল হোসে মরিনহোর দল।
 
সোমবার ওল্ড ট্রাফোর্ডে হোম টিমের জয়ে ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থান দখলে নিলো রেড ডেভিলসরা। এদিন ইব্রা ছাড়া অপর দুটি গোল করলেন হেনরিখ মাখিতারিয়ান ও ডালে ব্লিন্ড।

পেড্রো নৈপুণ্যে জয়ের রেকর্ড চেলসির

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা চেলসির জয়রথে বাঁধা হতে পারল না বোর্নমাউথ। দলটি ৩-০ গোলে হারলে লিগের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ল আন্তোনিও কোন্তের দল।
 
সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে জোড়া গোল করলেন পেড্রো। অপর গোলটি করলেন এডেন হ্যাজার্ড। এতে বোর্নমাউথকে সহজেই হারালো চেলসি।

জানুয়ারিতে রিয়াল ছাড়ছেন না রুদ্রিগেজ

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না কলম্বিয়ান তারকা জেমস রুদ্রিগেজ। তার এজেন্ট জর্জ মেনডেস এই তথ্য নিশ্চিত করেছে।
 
পারফরমেন্সে ঘাটতিতে বেশ কিছুদিন যাবত প্রায়ই মূল একাদশের বাইরে কাটাতে হচ্ছে রুদ্রিগেজকে। এ কারণেই গুজব উঠেছিল জানুয়ারিতে হয়তোবা হামেস সানতিয়াগো বার্নাব্যু ছেড়ে যাচ্ছেন। বেশ কয়েকটি ক্লাব থেকে তার প্রতি আগ্রহের কথাও শোনা গিয়েছিল। তবে এই প্লেমেকারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।  

বিরল কীর্তিতে ওয়াসিম-কপিলদের পাশে মাশরাফি

বারবার ইনজুরির কবলে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে হয়তো আক্ষেপ থেকেই যাবে মাশরাফি বিন মুর্তজার। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে অবশ্য নিজেকে নতুনভাবেই ফিরে পেয়েছেন ডানহাতি এই ক্রিকেটার। তাঁর অধিনায়কত্বেই বাংলাদেশ পেয়েছে অবিস্মরণীয় সব সাফল্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতে নিজের ব্যক্তিগত অর্জনের ঝুলিটা আরো সমৃদ্ধ করেছেন ওয়ানডে দলের অধিনায়ক। বিরল এক অলরাউন্ড কীর্তিতে বসে গেছেন ওয়াসিম আকরাম, কপিল দেবদের মতো কিংবদন্তিদের পাশে।

৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন মুশফিক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
 
মঙ্গলবার তার বাঁ পায়ে স্ক্যান করা হবে বলে জানিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, মুশফিককে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে। এরপরই স্ক্যান করার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

বাজে ফিল্ডিংকে দায়ী করলেন মাশরাফি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই হারের জন্য বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসকেই দায়ী করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
 
সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
 
তিনি বলেন, ক্যাচ মিস ও ফিল্ডারদের বলের পেছনে না ছুটার কারণেই ম্যাচটি ফসকে গেছে। নিউজিল্যান্ড শুধু দৌড়েই ২৭ বার ডাবল রান নিয়েছে, তিনবার নিয়েছে তিন রান করে।

নিঃসন্দেহে রোনালদোর চেয়ে মেসি-ই সেরা' : পেপ গার্দিওলা

সেরার প্রশ্নে পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে-ই এগিয়ে রাখলেন ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা। তার মতে, 'অন্তত এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত-ই নয়'।
 
সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির বিরুদ্ধে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার উপরের ওই মতামত দেন গার্দিওলা।

এখনই বিদায়ের ভাবনা নেই আফ্রিদির

জোর গুঞ্জন উঠেছিলো, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন শাহিদ আফ্রিদি। সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে একটা বিদায়ী ম্যাচে সুযোগ পাওয়ার আশায় রয়েছেন তিনি।
 
রবিবার এই ঘোলাটে বিষয়টি পরিষ্কার করলেন 'বুম বুম' তারকা। জানালেন, 'এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি না। আর পিসিবি থেকে যে বিদায়ী ম্যাচ চাওয়ার কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।'

দ্রুত ৪ হাজার রানের ক্লাবে এসে রেকর্ডে উইলিয়ামসন

ওয়ানডেতে দ্রুততম সময়ে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করে নিউজিল্যান্ডের হয়ে নতুন রেকর্ড গড়লেন দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। আর এই তালিকায় বিশ্বের মধ্যে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন উইলিয়ামসন। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৯৬তম ইনিংসে আজ বাংলাদেশের বিপক্ষে ৩১ রানের ইনিংস খেলার পথে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এমন ‘বাজে’ বোলিং আগে কখনো করেননি মোস্তাফিজ

কাঁধে অস্ত্রোপচারের কারণে প্রায় ৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন তিনি। এর আগে ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বাংলাদেশের এ কাটার মাস্টার। ২০১৫ সালের জুনে ওয়ানডে অভিষেকের আর পর আজ তিনি খেললেন ক্যারিয়ারের দশম ওয়ানডে। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১১ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। তবে ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে আজ তিনি করলেন সবচেয়ে ‘বাজে’ বোলিং। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ১০ ওভারে ৬২ রান দিয়ে তিনি নেন ২ উইকটে। ওভারপ্রতি দেন ৬.২০ করে রান। মোস্তাফিজ এই প্রথমবারের মতো ওয়ানডেতে ওভারপ্রতি ৬-এর বেশি রান দিলেন। এর আগে তিনি ওভারপ্রতি পাঁচের বেশি রান দিয়েছেন মাত্র দুইবার। অভিষেক সিরিজে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনি ওভারপ্রতি দেন সর্বোচ্চ ৫.৭০ করে রান। তবে এই প্রথম দিলেন ৬ এর ওপরে রান। তিনি ওভারপ্রতি সর্বনিম্ন ২.৫০ করে রান দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালের জুলাইয়ে ঢাকায় |

সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ!

আসন্ন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে রেঙ্কিংয়ের ছয়ে থাকা শ্রীলঙ্কার চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থাকবে টাইগাররা। তবে কিউইদের বিপক্ষে সিরিজ হারলেও সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হবেনা মাশরাফিদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সব সমীকরণ জানিয়েছে আইসিসি। আগামী ৩০ সেপ্টেম্বর আইসিসির ঘোষিত রেঙ্কিংয়েই নির্ধারন হবে ২০১৯

প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হার বাংলাদেশের

এর আগে দুবার নিউজিল্যান্ড সফরে গিয়ে একটিতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবারের সফরের শুরুটাও হার দিয়েই করতে হলো মাশরাফি বাহিনীকে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেল ৭৭ রানের ব্যবধানে। ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ ওভারের মধ্যেই ২৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

Bangladesh vs New Zealand Match On Live


বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা

দুই দেশের ওয়ানডে লড়াই চলছে। এমন সময় বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা। কিউদের এই দলে ডাক পেয়েছেন টম ব্রুস, বেন হুইলারের মত বিগ হিটাররা।

আবারো কোচ হচ্ছেন ম্যারাডোনা!

আরেকবার কোচিং ক্যারিয়ার শুরু করতে পারেন আর্জেন্টাইন ফুটবল ইশ্বর দিয়েগো ম্যারাডোনা।  গুঞ্জন উঠেছে, সাবেক ক্লাব নাপোলির কোচ হতে যাচ্ছেন এই ফুটবল কিংবদন্তি।
 
ইতালির এই জায়ান্টের হয়ে দীর্ঘ সাত বছর খেলেছেন ম্যারাডোনা। এই সময়ে তিনটি সিরি আ শিরোপা, উয়েফা কাপ, কোপা ইতালিয়া আর সুপারকোপা ইতালিয়ার শিরোপা জিতেছেন তিনি।

৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

http://channelbd24.blogspot.com/p/channel9.html
নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্লাকক্যাপার্সরা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে টম ল্যাথামের সেঞ্চুরি আর কলিন মানরোর ফিফটিতে এই বড় সংগ্রহ পায় কিউইরা।
 
বাংলাদেশের বিরুদ্ধে এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। অন্যদিকে এত বড় রান তাড়া করে এখন পর্যন্ত জয় পায়নি টাইগাররা। সুতরাং জয় পেতে হলে তাদের গড়তে হবে নতুন এক রেকর্ড।

১৯ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে ফুটবল তারকা তেভেজ

ভালোবাসাকে জয় করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। ১৩ বছর বয়সে দেখা হয় ভ্যানেসা মানসিয়ার সঙ্গে। সেই মানসিয়াতে চোখ আটকে যায় কিশোর তেভেজের। ধীরে ধীরে তার মনে স্থান করে নেয় মানসিয়া। বয়স যতো বেড়েছে ততোই দু’জনের ভালোবাসা গভীর থেকে গভীর হতে থেকেছে।

কোচ হিসেবে মিডলসেক্সে যোগ দিচ্ছেন ভেট্টরি

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি কোচিং স্টাফ হিসেবে আগামী বছর মিডলসেক্সে যোগ দেবেন। ইংলিশ কাউন্টি দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
 
গতবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে নিউজিল্যান্ডের হয়ে সব মিলিয়ে মোট ৪৪২ ম্যাচ খেলা ভেট্টরি দলের প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তিতে মিডলসেক্সে যোগ দিচ্ছেন।

অস্ট্রেলিয়ার বর্ষ সেরা টেস্ট একাদশের অধিনায়ক কোহলি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) পর এবার বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শুক্রবার সিএ’র নিজস্ব ওয়েবসাইটে ঘোষিত বর্ষ সেরা টেস্ট একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি।

ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন পুরস্কারজয়ী মোস্তাফিজ

সতীর্থ খেলোয়াড়, পরিবারের সদস্য ও ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারজয়ী মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয় তা। ইনজুরির কারণে গত চার মাস মাঠের বাইরে কাটছিল বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। 

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হলেন মুস্তাফিজ

প্রথমবারের মত কোনো বাংলাদেশি ক্রিকেটার জিতলেন আইসিসির বর্ষসেরা পুরস্কার।তিনি হলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিচারে ২০১৬ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

আইসিসিরি উদীয়মান ক্রিকেটার হিসেবে পুরস্কার পেতে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির এক সংবাদ মাধ্যমে এই অর্জনের কথা জানার পর রোমাঞ্চিত এ বাঁহাতি পেসার বলেছেন, ‘এখন পর্যন্ত এটা আমার ক্যারিবিয়ারে সেরা প্রাপ্তি।’  

Big Bash T20 On Live

পেজটি লোড হচ্ছে দয়া করে ১ মিনিট অপেক্ষা করুন
 This Page is Loading.......Please wait 1 minute 

If it is not Work Pls click Here
http://www.cast4u.tv/embedcr.php?v=bt2&vw=720&vh=450
যদি এই চ্যানেলটি না চলে তাহলে নিচের চ্যানেল গুলোতে ক্লিক করুন..
         Star Sports 2                 HD Stream

প্রস্তুতি ম্যাচে হেরে গেলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে একমত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেলো বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের হারটি ৩ উইকেটের। দীর্ঘদিন ইনজুরির পর মাঠে ফিরলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি নেন দুই উইকেট। এছাড়া ইংর‌্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আলো ছড়ানো মেহেদি হাসান মিরাজও এদিন খেলেন। 

টেস্টের শীর্ষ দুই বোলার অশ্বিন-জাদেজা

টেস্ট বোলার র‌্যাংকিংয়ের ১ ও ২ নম্বর দখল নিয়েছেন দুই ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে প্রথমবারের মতো দুই নাম্বারে উঠে এসেছেন জাদেজা।
 
এর আগে ১৯৭৪ সালে বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ দুই জায়গার দখল নিয়েছিলেন লেফট আর্ম স্পিনার বিষেণ সিং বেদি ও লেগস্পিনার ভগবত চন্দ্রশেখর। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন অশ্বিন ও জাদেজা। অশ্বিন ৩০.২৫ গড়ে ২৮ উইকেট নিয়েছেন এবং জাদেজা ২৫.৮৪ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। দুই নাম্বারে উঠে আসার পথে জাদেজা পেছনে ফেলেছেন জশ হ্যাজেলউড, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথকে।

টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান ও ছক্কার নতুন রেকর্ড

নিউজিল্যান্ডের সুপারস্ম্যাশ টুর্নামেন্টের ওটাগো বনাম সেন্ট্রাল ডিসট্রিক্টের ম্যাচে রেকর্ডসংখ্যক রান ও ছক্কার রেকর্ড হয়েছে। নিউ প্লাইমাউথে ওটাগোর ২৪৯ রানের জবাবে নেইল ওয়াগনারের শেষ ওভারের বীরত্বে সেন্ট্রালের ইনিংস থামে ২৪৮ রানে।
 
দুই ইনিংস মিলিয়ে ৪৯৭ রান কোনো টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ। এর আগে গত আগস্টে লডারহিলে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ৪৮৯ রান ছিল। সর্বোচ্চ। হ্যামিশ রাদারফোর্ডের ৫০ বলে ১০৬ রানে ভর করে ২৪৯ রানের পাহাড়ে ওঠে ওটাগো। রাদারফোর্ডের ইনিংসে ছিল ৯টি চার ও ৮টি ছক্কা।   

বল হাতে ৩ উইকেট নিলেন আশরাফুল

জাতীয় ক্রিকেট লিগে বল হাতে আলো ছড়িয়েছেন ঢাকা মেট্রোর মোহাম্মদ আশরাফুল। ঢাকা বিভাগের বিপক্ষে হাত ঘুরিয়ে ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। 
 
প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও ৩৯ রান করেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। মাত্র ১৭ বছর ৬১ দিনের কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন অ্যাশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে আশরাফুলের ঢাকা মেট্রো। ৬ উইকেট হাতে নিয়ে মাত্র ৬ রানের লিড তাদের। 

‘প্রতি বছর ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত’

প্রতি বছর ব্যালন ডি’অর বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিরই পাওয়া উচিত বলে মনে করেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ। চলতি বছর মেসিকে হটিয়ে আবারো ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 

হঠাৎ আন্দ্রে রাসেলের হাতে ভয়ঙ্কর কালো ব্যাট ?

সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে মুখোমুখি সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। টস হেরে আগে ব্যাট করছিল থান্ডার। বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের হয়ে ছয়ে ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। হঠাৎ চমকে ওঠেন সবাই। রাসেল মাঠে নামলেন হাতে ভয়ঙ্কর কালো ব্যাট নিয়ে।

জেনে নিন লা লীগা ম্যাচে মেসি ও রোনাল্ডো র সমীকরণ । ২১ হাজার মিনিট খেলে ২৭০ টি গোল করেছেন মেসি ও রোনাল্ডো | Messi & Cristiano Ronaldo - Goals Status For La Liga

২০০৯-এ ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসার পর ২৪৭ গোল ও লা লীগা ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ২৭০ গোল করেছেন। আর ২০০৯ থেকে এ পর্যন্ত লিওনেল মেসিও ২৫২ গোল ও লা লীগা ম্যাচে ২৭০ গোল করেছেন বার্সেলোনার হয়ে। দু’জনেরই গোল সমান।

কিউইদের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি ও প্রথম ওয়ানডের দল ঘোষণা

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ ও নিউজিল্যান্ড জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও তানবীর হায়দার। এছাড়া দলে আছেন পেসার মুস্তাফিজুর রহমানও।

আইপিএলে সবচেয়ে দামি পাঁচ তারকা ক্রিকেটার, জেনে নিন কারা রয়েছেন

আগামী বছরের এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। আসরটিতে সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছেন তিন বিদেশি আর দুই ভারতীয় তারকা ক্রিকেটার।

ক্রিকেটের অদ্ভুত কিছু নিয়ম



ক্রিকেটর ৪০০ বছরের ইতিহাসে ধারাবাহিকভাবে খেলার মাঠের জন্য নিয়মের সংযোজন বিয়োজন চলেছেই মাত্র দশটি দেশ টেস্ট মর্যাদা পেলেও সারাবিশ্বে এই খেলা নিয়ে আগ্রহের শেষ নেই গত কয়েক বছরে বাইশ গজের এই লড়াইয়ে যুক্ত হয়েছে প্রচুর নিয়ম এত বছরের ইতিহাস ঘাটলে পাওয়া যায় বেশ কিছু জটিল নিয়ম আবার এমন কিছু নিয়ম রয়েছে যা রীতিমতো অদ্ভুত এবং মজার দেখে নিন সেরকম অদ্ভুত কিছু নিয়ম:

০১. খেলার মাঝে যদি বল হারিয়ে যায়, তা হলে যে দল ফিল্ডিং করছে তারালস্ট বলএর আবেদন করতে পারে। নিয়ম অনুযায়ী তখনই বল পাল্টে খেলা শুরু হবে। ব্যাটিং সাইড দাবি করলে এই লস্ট বলের জন্য পেনাল্টি রান দাবি করতে পারে। ক্ষেত্রে ছয়রান পর্যন্ত ব্যাটিং দল পেতে পারে

০২. আম্পায়ার যদি বোঝেন যে ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছেন, সে ক্ষেত্রেও তিনি তাকে আউট ঘোষণা করতে পারবেন না, যত ক্ষণ না ফিল্ডিং সাইড আউটের আবেদন করেন। এমনকী

বুলবুলের ভরসা তারা পাঁচজন

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তিনবার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০০১, ২০০৭-০৮ ও ২০১০ সালে তিন ফরম্যাটের সব ম্যাচই হেরেছিল বাংলাদেশ। তবে এবার ছয় বছর পর নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সঙ্গী গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া ধারাবাহিক সাফল্যের আত্মবিশ্বাস।

ওয়ানডেতে ব্যাটিং তাণ্ডব, একাই করলেন ২৮৯ রান!

কদিন আগেই ক্রিকেট বিশ্বের খবরের শিরোনাম শানিয়া-লি সোয়ার্ট। ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত স্কোরকার্ডই বুঝি তার কৃতিত্বে হয়ে গেল। তিনি নিজে ১৬০ রানে অপরাজিত থাকলেন। ব্যাট করা আর ৮ জনের সংগ্রহ ছিল ০! দলের মোট রান হয়েছিল ১৬৯।

দেখে নিন, মুস্তাফিজ-ওয়ার্নারকে রাখার পর যাদের ছেড়ে দিলো হায়দারাবাদ

গত মৌসুমের ন্যায় আগামীতেও শিরোপা ধরে রাখার মিশনে নামবে সানরাইজার্স হায়দারাবাদ। গত মৌসুমে সানরাইজার্সের হয়ে আলো ছড়ানো মুস্তাফিজুর রহমানকে তারা রেখে দিয়েছে। অধিনায়ক ডেভিড ওয়ার্নারও থাকছেন।

রাশিয়া থেকে বিশ্বকাপ সরানোর কোনো সম্ভাবনা নেই: ফিফা সভাপতি

রাষ্ট্রীয়ভাবে ডোপিংয়ের মদদ দেয়ার অভিযোগে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিয়ে নানা সমালোচনার পরও দেশটি থেকে ২০১৮ বিশ্বকাপ ভেন্যু সরিয়ে নেয়ার কোন সম্ভাবনা নেই বলে জানি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

‘দর্শনীয়’ভাবে সমালোচকদের জবাব দেয়া হয়েছে: রোনালদো

হ্যাটট্রিকের মাধ্যমে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের মাধ্যমে ‘দর্শনীয়’ভাবে সমালোচকদের এক বছরের জবাব দেয়া গেছে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবার অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোনালদোর নায়কোচিত পারফর্মেন্সে ভর করে স্বাগতিক জাপানের কাশিমা এ্যান্টলার্সকে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হারাতে সক্ষম হয়েছে রিয়াল মাদ্রিদ। 

৫০ বছরেও থামবেন না ইব্রাহিমোভিচ

বয়স এখন ৩৫। আর কিছুদিন পরেই চলবে অবসরের গুঞ্জন। কিন্তু সুইডিশ তারকা ইব্রাহিমোভিচের বিশ্বাস ৫০ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।
Recent Posts Widget