টাইগারদের শ্রীলংকা সফরের চূড়ান্ত সূচি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সফরকালে স্বাগতিক শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। এ সময় স্বাগতিক দলের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংরাদেশ।
শ্রীলংকার রাজধানী কলোম্বোতে সফরের শুরুতে ১ম টেস্টে অংশ নেবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে দক্ষিণাঞ্চলীয় উপকূল গলে। এরপর ওডিআই ও টি-২০ সিরিজে অবতীর্ন হবে টাইগাররা।
নিজেদের মাঠে সম্প্রতি সিরিজ জয়ের অসাধারণ এক নজীর সৃষ্টি করেছে শ্রীলংকা। ২০১৬ সালের আগস্টে সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম শ্রীলংকা। পক্ষান্তরে ওাংলাদেশ দলও সাম্প্রতিক সময়ে দেশে ও দেশের বাইরে সব ফর্মেটেই দুর্দান্ত পারফরমেন্স করে আসছে।
শ্রীলংকার মাটিতে সর্বশেষ ২০১৪ সালে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
সফরসূচি :
 
১ম টেস্ট- ৭ মার্চ থেকে ১১ মার্চ, গল আন্তর্জাতিক স্টেডিয়াম।
 
২য় টেস্ট- ১৫ মার্চ থেকে ১৯ মার্চ, সারাভানামুতু স্টেডিয়াম, কলোম্বো।
 
১ম ওডিআই- ২৫ মার্চ (দিবা-রাত্রি), ডাম্বুলা।
 
২য় ওডিআই- ২৮ মার্চ (দিবা-রাত্রি), ডাম্বুলা।
 
৩য় ওডিআই- ১লা এপ্রিল, সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, কলোম্বো।
 
১ম টি-২০ -৪ এপ্রিল, প্রেমাদাসা স্টেডিয়াম, কলোম্বো।
 
২য় টি২০ -৬ এপ্রিল, প্রেমাদাসা স্টেডিয়াম, কলোম্বো।
 

No comments:

Post a Comment

Recent Posts Widget