বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৫ অক্টোবর

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৫ অক্টোবর
গত মাসে বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহার মৃত্যুর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিষয়ক আলোচনা কিছুটা স্থবির হয়ে পড়েছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক এই চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা জানাতেই বিরতি দিয়েছিল বিসিবি। 


শনিবার থেকে আবার বিপিএলের ষষ্ঠ আসর আয়োজন নিয়ে তৎপরতা শুরু করেছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মিটিং করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যেখানে গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে বিসিবি পরিচালক শেখ সোহেলকে।   

মিটিংয়ে বিপিএল নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টের ষষ্ঠ আসর। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। এবার বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করা হবে। প্রতি ইনিংসে একবার করে রিভিউ পাবে প্রতিটি দল। একজন করে বিদেশি আম্পায়ারও থাকবেন প্রতি ম্যাচে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গতকাল মিটিং শেষে সাংবাদিকদের বলেছেন, ৫ জানুয়ারি থেকে বিপিএল শুরু করবো। 

ইত্তেফাক/জেডএইচ

1 comment:

Recent Posts Widget