টিভিতে আজ কত লোকে দেখবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল?

আজ রবিবার বিকেলে লন্ডনের ওভালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। যে ম্যাচটি টিভিতে সারা দুনিয়ার কত লোক দেখবে, এটাও একটা জল্পনার বিষয় হয়ে উঠেছে। এই ম্যাচটি কি ৫০ কোটি লোক টিভিতে দেখবে? নাকি ১০০ কোটি?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাক-ভারত লড়াই আজ

বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের মধ্যকার আজকের ফাইনালে শেষ হাসি যেই হাসুক, দুদলের এই দ্বৈরথে আগাম আনন্দিত ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসির বাণিজ্যিক বিভাগ। কারণ এটা ক্রীড়ামোদীদের চেয়েও অনেক বেশি স্বপ্নের ফাইনাল আইসিসি ও তাদের স্বত্ব কেনা শরিকদের পাশাপাশি বাজিকরদের কাছেও। ধারণা করা হচ্ছে, দুনিয়া জুড়ে টেলিভিশনের সামনে ১০০ কোটি মানুষ খেলাটি দেখবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপেরও চেয়েও কঠিন : মাশরাফি

বিশ্বকাপ ক্রিকেট সবচেয়ে বড় আসর হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অপেক্ষাকৃত কঠিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরে টাইগার অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে অনেক বেশী দল অংশগ্রহণ করে এবং এটি অবশ্যই সবচেয়ে বড় টুর্নামেন্ট। তবে চ্যাম্পিয়ন্স টফিতে শীর্ষ র‌্যাংকধারী ৮টি দল অংশগ্রহণ করে থাকে। তাই সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মখে পড়তে হয়।’
Recent Posts Widget