ভয়ে পিচের চেহারাই পাল্টে ফেলছে ভারত!

পুনেতে প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর স্বাগতিক ভারত দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া। এজন্য তারা পিচের চেহারাই পাল্টে ফেলতে চলেছে। আগামী ৪ মার্চ ব্যাঙ্গালুরুতে শুরু হবে এই টেস্ট। এখানকার পিচ অনেকটা শক্ত হবে বলেই কিউরেটরের বরাতে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের এই ২২ গজ প্রস্তুতের দায়িত্ব দেয়া হয়েছে কিউরেটর কে শ্রীরামকে।অথচ একই নামের (শ্রীধরণ শ্রীরাম) আরেক ভারতীয়ের পরিকল্পনায় প্রথম টেস্টে ধরাশায়ী হয় বিরাট কোহলিরা। ঘূর্ণি উইকেটে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ শ্রীধরণ শ্রীরামের ছাত্র স্টিভ ও'কিফ দুই ইনিংসে তুলে নেন ১২ উইকেট।

পুনের ঘূর্ণি উইকেটে ভারতীয় দলের ভরাডুবির পরে এবার ব্যাঙ্গালুরুর উইকেট কেমন হবে, তা নিয়ে জোর জল্পনা রয়েছে। সেটিই জবাবে রোববার চিন্নাস্বামীর পিচ কিউরেটর কে শ্রীরাম বলেন, 'ব্যাঙ্গালুরুর উইকেটে আগের মতোই হবে। হার্ড, বাউন্সে ভরা। পুনের মতো তিন দিনে টেস্ট শেষ হবে বলে মনে হয় না। পাঁচ দিনের খেলার কথা ভেবেই করা হচ্ছে এই উইকেট।'

ওয়ার্নকেও ধাক্কা দিলেন ও'কিফ!

ভারতকে প্রথম টেস্টেই যা ধাক্কা দিলেন স্টিভ ও’কিফ, বলাই যায়, এ মুহূর্তে তিনিই অস্ট্রেলিয়ার সেরা তারকা। তাকে নিয়েই হইচই অস্ট্রেলীয় মিডিয়ায়। ছোট করে তার একটা ডাকনামও দেয়া হয়ে গেছে- ‘শক’।
‘শক’ যদি হন নায়ক, তাহলে খলনায়ক অবশ্যই শেন ওয়ার্ন। এই ও’কিফকেই তো তিনি প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম এগারোয় না নেয়ার পরামর্শ দিয়েছিলেন। বলেই দিয়েছিলেন, ‘ওর দ্বারা স্পিন হবে না।’ সেই ‘শক’ দুই ইনিংসে এক ডজন উইকেট নিয়ে ওয়ার্নকে রীতিমতো ‘শক’ দিয়ে গেলেন!

ও’কিফ দুই ইনিংসেই ভারতীয় ব্যাটিংয়ের বারোটা বাজিয়ে দেয়ার পরে অস্ট্রেলীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নকে এখন কাঠগড়ায় তোলা হচ্ছে। কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার আরও অস্বস্তিতে পড়লেন টুইটারে সাবেক ইংরেজ অধিনায়ক মাইকেল ভন তাকে এ নিয়ে রীতিমতো বিদ্রুপ করায়। ওয়ার্নকে তিনি চাঁচাছোলা ভাষায় বিদ্রুপ করেন, ‘প্রিয় শেন, তোমাকে অস্ট্রেলিয়ার নির্বাচক করে দিলে খুব ভালো হতো। তাহলে আমরা পরের অ্যাশেজটাও জিততাম।’

পিএসএল এর ফাইনাল পাকিস্তানে অায়োজন স্রেফ পাগলামি: ইমরান খান

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে পিএসএল এর ফাইনাল ম্যাচ আয়োজন স্রেফ পাগলামি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার ৫ মার্চ লাহোরে পিএসএল এর ফাইনাল আয়োজনের ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর এই সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য দেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।
 
পাকিস্তানের সামা টিভিতে নাদিম মালিকের সঙ্গে টক শোতে তিনি বলেন, খোদা না করুক ওই সময় লাহোরে যদি কোন বোমা হামলা হয় না তাহলে পাকিস্তানে আরো ১০ বছর কোন ক্রিকেট খেলা হবে না। পরিস্থিতি অনুসারে এখন এই সিদ্ধান্ত স্রেফ পাগলামি।
Recent Posts Widget