চায়নায় পাড়ি দিলেন ব্রাজিলিয়ান পাতো

এবার চায়নায় ফুটবলে পাড়ি দিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেক্সান্দ্রো পাতো। ১৫.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল থেকে চাইনিজ সুপার লিগের দল তিয়ানজিন কোয়ানজিয়ানে নাম লেখালেন ২৭ বছর বয়সী এ তারকা।

ক্যারিয়ারের শুরুটা দারুণ করলেও এক এসি মিলান ছাড়া আর কোথাও থিতু হতে পারেননি পাতো। সর্বশেষ ইংলিশ জায়ান্ট চেলসির হয়েও বাজে সময় কেটেছে তার। ধারে খেলতে গিয়ে মাত্র দুই ম্যাচ খেলে একটি গোল করেন তিনি। 

২০১৬ মৌসুমে ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন পাতো। তবে সেখান থেকে মাত্র পাঁচটি গোল আদায় করতে পেরেছেন। তাই কোচ ফ্রান এসক্রিবা তাকে ছেড়ে দিতেই বেশি আগ্রহ দেখায়। 

শুভ জন্মদিন আফগানিস্তানের সেরা মারকুটে ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ

১৯৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন আফগানিস্তানের সেরা মারকুটে ব্যাটসম্যান ব্যাটসম্যান ও উইকেট রক্ষক মোহাম্মদ শাহজাদ। মোহাম্মদ নবি ও মোহাম্মদ শাহজাদের মতো বেশ কয়েকজন খেলোয়াড়ের কারণে বিশ্ব ক্রিকেট পাড়ায় নিজের শক্ত অবস্থানে দাঁড় করাতে সক্ষম হয়েছে আফগানিস্তান।

২০০৯ সালে নেদারল্যাল্ডের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় এই ডান হাতি হার্ডহিটারে। তার পর থেকেই প্রতিটি ম্যাচে নিজের সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

সরফরাজকে অধিনায়ক হিসেবে দেখতে চান আফ্রিদি

উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেখতে চান দেশটির সাবেক দলপতি শহিদ আফ্রিদি।  তিনি বলেন, ‘ক্রিকেটের তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক হবার যোগ্যতা রাখে সরফরাজ।’
সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ানডেতে আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না পাকিস্তান। আর সেই দায়টা গিয়ে পড়েছে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও ওয়ানডে অধিনায়ক আজহার আলীর উপর। তাই এই দু’ফরম্যাট থেকে মিসবাহ ও আজহারকে সরিয়ে দেয়ার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হবে, তা নিয়ে এখনো কিছু ভাবেননি পিসিবি।

২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ মুস্তাফিজ

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বিবেচনায় ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচত হয়েছেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এছাড়া ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা জিতে নেন ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার।
 
সোমবার রাজধানীর সোনারগাঁ হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস এশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ কাশিম ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ। সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।
Recent Posts Widget