আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ২০ সদস্য

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের ৩০ সদস্যের স্কোয়াড ছোট হয়ে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০ সদস্যের দল ঘোষণা করে। ঈদের ছুটি কাটিয়ে ঘোষিত ২০ জনকে নিয়েই আগামী ১৮ সেপ্টেম্বর পুনরায় ক্যাম্প শুরু হবে। বিসিবির ঘোষিত এই স্কোয়াডে রয়েছে ব্যাপক চমক।

সাময়িকভাবে’ টেস্টের দ্বি স্তর প্রস্তাব বাতিল

সাময়িকভাবে টেস্টে দ্বি স্তর পদ্ধতি চালুর প্রস্তাব থেকে সরে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার আইসিসির প্রধান নির্বাহীদের বৈঠকে এই প্রস্তাব বাতিল করা হয়।
 
উল্লেখ্য, এই প্রস্তাব পাশ হলে ক্ষতিগ্রস্ত হতো বাংলাদেশ।
 
জানা গিয়েছিল এই প্রস্তাব গ্রহণের পক্ষে ছিল আইসিসির পূর্ণ সদস্য দেশ। কিন্তু এই বিষয়ে কোনো ভোট অনুষ্ঠিত হয়নি, তবে সবার মধ্যে ঐকমত্য হয় যে প্রস্তাবটি এই মুহুর্তের জন্য বিবেচনা না করা হয়। বৈঠকে অংশ নেয়া একজন প্রধান নির্বাহী ক্রিকইনফোকে জানিয়েছেন, সবার মধ্যে গুরুত্বপুর্ণ সমঝোতা হয়েছে এবং যার পরিণামে টেস্টের দ্বি স্তরের প্রস্তাব প্রত্যাহার করা হয়। প্রস্তাবটির পক্ষে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আর বিরোধিতায় ছিল ভারত, বাংলদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়ে। ক্রিকইনফো নিশ্চিত করেছে যে, সাময়িকভাবে এই প্রস্তাবটি বাতিল হয়েছে।

মেসির ছেলে থিয়াগোকে দলে নিল বার্সেলোনা

সম্প্রতি বার্সেলোনা তারকা লিওনেল মেসি জানিয়েছিলেন, তার ছেলে থিয়াগো ফুটবলকে খুব একটা পছন্দ করে না। ছেলের ইচ্ছা যাই হোক না কেন, মেসির রক্তে তো মিশে আছে ফুটবল। সে কারণেই হয়তোবা মেসি জুনিয়রকে এখন থেকেই দলে নেবার চিন্তা করে ফেলেছে বার্সেলোনা।
বার্সেলোনা পরিচালিত একটি স্কুল প্রকল্পের আওতায় ৩-৫ বছর বয়সী বাচ্চাদের দলে যোগ দিতে যাচ্ছে আগামী নভেম্বরে ৪ বছরে পা রাখতে যাওয়া থিয়াগো মেসি।
এফসিবিইস্কোলা নামক এই প্রকল্পে তারকা খেলোয়াড়দের অনেকেই তাদের বাচ্চাদের ভর্তি করাতে আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এর মাধ্যমেই হয়ত বাবার পেশাকে নিজের মধ্যে নিয়ে নিতে পারবেন জুনিয়র মেসি।-বাসস।
ইত্তেফাক

আবারো ব্রাজিলের ত্রাণকর্তা নেইমার

আবারো ব্রাজিলের ত্রাণকর্তা হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন নেইমার। অলিম্পিক ফুটবলে ব্রাজিলকে প্রথমবারের মত স্বর্ণ পদক এনে দেয়ার পর বিশ্বকাপ বাছাই পর্বেও তার গোলে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
 

ভেনিজুয়েলার সঙ্গে ড্র করল মেসি বিহীন আর্জেন্টিনা

কোপা আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভেনিজুয়েলার কাছে হারতে বসেছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ সময়ে করা দুই গোলে কোনমতে ড্র নিশ্চিত করে মাঠ ছাড়ে দলটি।
 
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে ছিল ভেনিজুয়েলা। ৩৫ মিনিটে জুয়ান পাবলো অ্যানর গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৫৩ মিনিটে ভেনিজুয়েলার পক্ষে দ্বিতীয় গোলটি করেন জোসেফ মার্তিনেজ। দুই গোলে পিছিয়ে থেকে নিশ্চিত হারের দিকে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে এ সময় রক্ষা করেন লুকাস ডেভিট প্রাততো ও নিকোলাস ওতামেন্দি।
 
ম্যাচের ৫৮ মিনিটে প্রথম গোলটি শোধ করেন লুকাস প্রাততো। কিন্তু তাতেও হারের দুশ্চিন্তা কাটছিল না আর্জেন্টাইনদের। এরপর দীর্ঘ বিরতি হারের সম্ভাবনা আরো তীব্র করছিল। কিন্তু ম্যাচের ৮৩ মিনিটে আর্জেন্টিনার রক্ষাকর্তা হিসেবে গোলটি করেন ওতামেন্দি। ফলে ভেনিজুয়েলার মাঠে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্সের হোঁচট, পর্তুগালের হার

রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাই পর্বে বেলারুশের কাছে হোঁচট খেয়েছে ফ্রান্স। অন্যদিকে বাছাই পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে গেছে ইউরো বিজয়ী পর্তুগাল।
 
দল হিসেবে শক্তিতে এগিয়ে ছিল ফ্রান্স। বেলারুশের রক্ষণভাগে বারবার আক্রমণও করেছে তারা। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে ফ্রান্সের কোন খেলোয়াড় গোলের দেখা পায়নি। ফলে হতাশাজনক ড্র দিয়ে শুরু হল তাদের বিশ্বকাপ বাছাই যাত্রা।
 
এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে সুইজারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে গেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচে সুইসদের পক্ষে গোল করেন ব্রেল ডোনাল্ড অ্যামব্রোলো ও অ্যাডমায়ার মেহমেদি।
 
'বি' গ্রুপের অন্য ম্যাচে ফারো আইল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হাঙ্গেরি। অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়েছে লাটভিয়া।
 
এদিকে 'এইচ' গ্রুপের ম্যাচগুলোয়। এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। সাইপ্রাসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে বেলজিয়াম এবং গ্রিসের কাছে ৪-১ গোলে হেরেছে জিব্রাল্টার।
 
ইত্তেফাক
Recent Posts Widget