আফগানরা দুর্বল নয়, সিরিজ হবে চ্যালেঞ্জিং : হাথুরুসিংহে

আফগানিস্তান কোন দুর্বল প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন টাইগার কোচ হাথুরুসিংহে। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে শনিবার তিনি বলেন, আমি মনে করছি সিরিজটি যথেষ্ট চ্যালেঞ্জিং হবে।
 
কোচের কাছে সাংবাদিকরা জানতে চান, এই সিরিজটিকে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন কিনা? তার উত্তরে কোচ বলেন, 'এটা কোন প্রস্তুতি ম্যাচ বা সিরিজ নয়। এটিও ইংল্যান্ড সিরিজের মতই পূর্ণাঙ্গ একটি সিরিজ। এই সিরিজ ইংল্যান্ড সিরিজের থেকে কোন অংশ কম গুরুত্বপূর্ণ নয়।
 
কোচ বলেন, আফগানিস্তানকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা দুর্বল দল নয়। সাম্প্রতিক সময়ে তারা বিশ্বে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধেও দুর্দান্ত ভাবে পারফর্ম করে যাচ্ছে। তাই আমি মনে করছি বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজটি চ্যালিঞ্জিং হবে।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আজ শুরু

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঝলমল করে শরীর পুড়িয়ে দেওয়া রোদ উঠলো। পরক্ষণেই আকাশ ভেঙে বৃষ্টি। মাথা মুছতে মুছতে এসে কোচের পাশে সংবাদ সম্মেলনে বসলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হেসে বললেন, বৃষ্টিও একটা প্রতিপক্ষ ।
 
হ্যাঁ, বৃষ্টি মাথায় নিয়ে আজ রবিবার শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজকের এই ম্যাচ দিয়ে কার্যত শুরু হচ্ছে বাংলাদেশের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটের মৌসুম। গতবছর নভেম্বর মাসে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। প্রায় ১১ মাস বিরতির অবসান ঘটিয়ে আবার মাঠে নামছে মাশরাফির দল।
Recent Posts Widget