আফগানিস্তান কোন দুর্বল প্রতিপক্ষ নয়
বলে জানিয়েছেন টাইগার কোচ হাথুরুসিংহে। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে
সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে শনিবার তিনি বলেন, আমি মনে করছি সিরিজটি
যথেষ্ট চ্যালেঞ্জিং হবে।
কোচের
কাছে সাংবাদিকরা জানতে চান, এই সিরিজটিকে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি
হিসেবে দেখছেন কিনা? তার উত্তরে কোচ বলেন, 'এটা কোন প্রস্তুতি ম্যাচ বা
সিরিজ নয়। এটিও ইংল্যান্ড সিরিজের মতই পূর্ণাঙ্গ একটি সিরিজ। এই সিরিজ
ইংল্যান্ড সিরিজের থেকে কোন অংশ কম গুরুত্বপূর্ণ নয়।
কোচ
বলেন, আফগানিস্তানকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা দুর্বল দল নয়।
সাম্প্রতিক সময়ে তারা বিশ্বে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধেও দুর্দান্ত ভাবে
পারফর্ম করে যাচ্ছে। তাই আমি মনে করছি বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজটি
চ্যালিঞ্জিং হবে।