পিএসজির জার্সিতে অভিষেকে নেইমার খেললেন, গোল করলেন, জেতালেন

অভিষেকটা নিয়ে অধীর অপেক্ষা ছিল। সেটার সমাপ্তি হল যথার্থ উচ্চতা মেপেই। পিএসজির জার্সিতে অভিষেকে নেইমার উজ্জ্বলতা ছড়ালেন প্রত্যাশামতই। একটি গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন, পিএসজিকে দারুণ এক জয় এনে দিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

রোনালদো ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন

ক্লাসিকোর ঝাঁজ আর উত্তেজনায় ঠাঁসা স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে নায়ক, খলনায়ক, আলোচনার পুরোটাজুড়েই থাকলেন রোনালদো। এই ম্যাচের একটি ঘটনাই এখন বড় বিপদের কারণ হতে পারে রিয়াল মাদ্রিদ মহাতারকার জন্য। লাল কার্ড দেখার পর রেফারিকে ধাক্কা দেয়ায় বড় ধরনের নিষেধাজ্ঞার খাঁড়ার সামনে এখন তিনি।

পেসাররা লড়াই করতে প্রস্তুত: শফিউল

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসার শেষ কবে পাঁচ উইকেট নিয়েছেন? স্মৃতির পরীক্ষা নিয়ে চটজলদি কেউই হয়তো এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সাহায্য নিতে হবে পরিসংখ্যানের পাতার। কারণ টেস্টে বরাবরই স্পিনারদের ছায়া হয়ে খেলছেন পেসাররা। ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৫ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম। দেশের মাটিতে সর্বশেষ সেরা বোলিং মুস্তাফিজুর রহমানের। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৭ রানে চার উইকেট পেয়েছিলেন বাঁহাতি এ পেসার।

বিপিএল আসরে বরিশাল বুলসকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

পঞ্চম বিপিএল ক্রিকেট আসরে বরিশাল বুলস খেলছে না এমন সিদ্ধান্ত মানতে নারাজ বরিশালের বাবুগঞ্জের ক্রিকেটপ্রেমীরা। গতকাল রবিবার বরিশালের বাবুগঞ্জে’র কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট’র শিক্ষাথীরা “কিডনি লাগলে কিডনি নাও, বরিশালের টিম ফিরিয়ে দাও” এই শ্লোগানকে সামনে নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় ক্রিকেট প্রেমীরা বলেন, বরিশালের মত একটি বিভাগীয় জেলার বিপিএল এর টিম অর্থনৈতিক কারনে বাদ পরবে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।
Recent Posts Widget