ছোট দল
লিনকোলনের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ৫-০ গোলের বড় জয়ে
সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। এই জয়ের পরে গানার্স বস আর্সেন
ওয়েঙ্গার জানিয়েছেন দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় তিনি এই ক্লাবেই
থাকতে চান।
চলতি
সপ্তাহে আর্সেনালের হতাশজনক পারফরমেন্সে সমর্থকদের রোষনালে পড়েন ওয়েঙ্গার।
এমনকি তাকে দল থেকে সড়িয়ে দেবারও দাবী জানান সমর্থকরা। এমিরেটস স্টেডিয়ামে
শনিবার এফএ কাপের ম্যাচটির আগে এই ফ্রেঞ্চম্যানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের
প্রতিবাদেও মুখর ছিল গানার্স ভক্তরা। যদিও বড় জয়ে আগামী মাসে ওয়েম্বলীতে
সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। কিন্তু তারপরেও ওয়েঙ্গারের প্রতি কোন
ধরনের সহানুভূতি চোখে পড়েনি।