চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য লজ্জাজনক: এ্যাম্ব্রোস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে  স্বীকার করলেন দেশটির সাবেক কিংবদন্তী কার্টলি এ্যাম্ব্রোস। আগামী মাসের ১ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে আট দল নিয়ে টুর্নামেন্টের অষ্টম আসর। আইসিসির এ ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টের সময় নিজ দেশে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে তিন টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

আবারো ‘লা লিগা’ শিরোপার স্বাদ ফিরে পেল রিয়াল

ড্র করলেও লা লিগার শিরোপা নিশ্চিত ছিল রিয়ালের। তবে জিদান শিষ্যরা ড্রয়ের পথে গেলেন না, বীরের মতো ম্যাচ জিতে শিরোপা হাতে নিলেন। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার গোলে ২-০ ব্যবধানে মালাগাকে হারিয়ে লা লিগায় ৩৩তম শিরোপা নিজেদের করে নিল রিয়াল মাদ্রিদ।

আইপিএল: পুনেকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বাই

আইপিএলের মতো আসরে পুনের বিপরীতে মুম্বাই ব্যাটিংয়ে মাত্র ১২৯ রান করেছিল। সকলে ভেবেছিল এ আর এমন কি! হারবে মুম্বাই। জিতবে পুনে।

কিন্তু সেই টার্গেটটি অতিক্রম করতে ব্যর্থ হলো পুনে। পুনেকে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স।

ইত্তেফাক
Recent Posts Widget