কলোম্বো
ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে শ্রীলঙ্কার বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে
দারুণ প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা। ৫০ ওভারের ম্যাচে টাইগাররা সংগ্রহ
করেছে ৮ উইকেটে ৩৫২ রান। ২ রান বেশি থাকায় ম্যাচে জয় লাভ করেছে শ্রীলঙ্কা
বোর্ড সভাপতি একাদশ।
টাইগারদের চার ব্যাটসম্যান ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন। অন্যদিকে বাকী ব্যাটসম্যানরাও ছোট ছোট কার্যকর ইনিংস খেলেন।
সকালে
টসে জিতে শ্রীলঙ্কাকে সভাপতি একাদশকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।
বীরাক্কোদির ৬৭, কুশল পেরেরার ৬৪, ধনঞ্জয়া ডি সিলভার ৫২ আর থিসারা পেরেরার
৪১ রানে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রান করে শ্রীলঙ্কা সভাপতি একাদশ। শুরু থেকেই
আক্রমণাত্মক লঙ্কান দল ইনিংসের শেষ ১০ ওভারে তোলে ৮৫ রান।