ব্যাটিং প্রস্তুতি সেরে নিল টাইগাররা

কলোম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে শ্রীলঙ্কার বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে দারুণ প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা। ৫০ ওভারের ম্যাচে টাইগাররা সংগ্রহ করেছে ৮ উইকেটে ৩৫২ রান। ২ রান বেশি থাকায় ম্যাচে জয় লাভ করেছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ।
টাইগারদের চার ব্যাটসম্যান ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন। অন্যদিকে বাকী ব্যাটসম্যানরাও ছোট ছোট কার্যকর ইনিংস খেলেন।
সকালে টসে জিতে শ্রীলঙ্কাকে সভাপতি একাদশকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বীরাক্কোদির ৬৭, কুশল পেরেরার ৬৪, ধনঞ্জয়া ডি সিলভার ৫২ আর থিসারা পেরেরার ৪১ রানে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রান করে শ্রীলঙ্কা সভাপতি একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক লঙ্কান দল ইনিংসের শেষ ১০ ওভারে তোলে ৮৫ রান।

কোহালিকে ‘ট্রাম্প’ বলায় অসি মিডিয়াকে জবাব দিলেন অমিতাভ বচ্চন

ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির হয়ে এ বার ব্যাট ধরলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। অস্ট্রেলিয়া মিডিয়ার ছোড়া তির তাদের দিকেই ফিরিয়ে দিয়েছেন তিনি।
বিরাট কোহালিকে ‘বিশ্ব ক্রিকেটের ডোনাল্ড ট্রাম্প’ বলে তীব্র কটাক্ষ করেছিল অসি মিডিয়া। বিরাটের হয়ে এ বার টুইটারেই তার জবাব দিলেন অমিতাভ। তবে অবশ্যই ‘বিগ বি’ স্টাইলে। 
বুধবার দুপুরে অমিতাভের টুইট, বিরাট কোহালি যে এক জন বিজেতা এবং (বিশ্ব ক্রিকেটের) প্রেসিডেন্ট তা মেনে নেওয়ার জন্য অজি মিডিয়াকে ধন্যবাদ!

চেতশ্বর পূজারার ক্রিকেটার হওয়ার থ্রিলার গল্প

ভারতীয় ক্রিকেটের নতুন ‘ওয়াল’ চেতশ্বর পূজারা । রাহুল দ্রাবিড়ের পর পূজারাই এখন ভারেতর মিডল অর্ডারের ভরসা। পূজারা শুরুতে ছিলেন অলরাউন্ডার। এখন পুরোদস্তুর ব্যাটসম্যান।চেতেশ্বর পূজারার বেড়ে ওঠার কাহিনি কৈশোরের কোচ কারসন ঘাউরি। মুম্বইয়ের সেই অধ্যায় এক থ্রিলার কাহিনী। কলকাতার দৈনিক আনন্দ বাজারের কলামে উঠে এসেছে সেইসব দিনের কথা। কারসনের ভাষায়,
চলতি সিরিজে ব্যাট হাতে ভারতীয় দলের প্রধান ভরসা হয়ে উঠেছেন পূজারা। রাঁচীতেও ম্যান অব দ্য ম্যাচ। চেতেশ্বর পূজারাকে আমি প্রথম দেখি যখন ওর বয়স দশ বা এগারো হবে। একেবারেই বাচ্চা একটা ছেলে।
Recent Posts Widget