মোস্তাফিজের হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল

আগামী ৫ এপ্রিল মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ভারতীয় ঘরোয়া ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর আইপিএল।
বুধবার আইপিএল কর্তৃপক্ষের প্রকাশিত সূচি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে আইপিএলের নবম আসরে দারুণ পারফর্ম করেন বাংলাদেশের বাম-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার দল সানরাইজার্স হায়দরাবাদও চ্যাম্পিয়ন হয়।


এবারের আসরেও মোস্তাফিজকে রেখে দিয়েছে হায়দরাবাদ। অন্যদিকে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ এবারও সাকিব আল হাসানকে রেখে দিয়েছে।

বিদেশী লিগে পাঠানের খেলা অনিশ্চিত

১৮০ ডিগ্রী ঘুরে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড। দিনকয়েক আগে খবর বেরিয়েছিল হংকং টি২০ ব্লিজে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। কেননা দেশের হয়ে এখন আর খেলেন না বড় পাঠান। যে কারণে ইউসুফ পঠানকে দেশের বাইরের লিগে খেলার সবুজ সঙ্কেত দিয়েও দিয়েছিল বিসিসিআই। কিন্তু একজনকে অনুমতি দিলে বাকিদেরও দিতে হবে। এমন অবস্থায় অনুমতি দিয়েও তুলে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
 
প্রতিবেদন অনুসারে, হংকং লিগের দল কোলুন ক্যান্টন্সের হয়ে চুক্তিবদ্ধও হয়ে গিয়েছিল পাঠান। কিন্তু শেষ মুহূর্তে বিসিআই-এর এই মত বদলে সমস্যায় পড়লেন তিনি।

দ্বিতীয়ার্ধের নৈপুণ্যে রিয়ালের ৩-১ গোলের জয়

ঘরের মাঠে প্রথমার্ধটা রিয়াল-নাপোলির ম্যাচটি শেষ হয়েছিল ১-১ গোলে পিছিয়ে। তবে দ্বিতীয়ার্ধের দারুণ খেলায় নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
 
চ্যাম্পিয়ন্স লিগে এই জয়ে শেষ আট অনেকটাই রিয়ালের সীমানায় চলে এসেছে। অথচ রিয়ালের মাঠ বার্নাব্যুতে ম্যাচের মাত্র অষ্টম মিনিটে ইনসিগনের গোলে এগিয়ে যায় নাপোলি। ১০ মিনিটের মধ্যে সে গোলের ফিরতি জবাব দেন করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল। টনি ক্রুস ৪৯ ও কাসেমিরো ৫৪ মিনিটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।

এবার বান্ধবীর সঙ্গে বিতর্কে ম্যারাডোনা

এবার ম্যারাডোনা তার বান্ধবী সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়লেন। ঝামেলা এতটাই বড় আকারে গড়ায় যে তা নিবৃত্ত করতে শেষমেশ পুলিশকে এসে হস্তক্ষেপ করতে হয়।
 
জানা গেছে, বান্ধবী রোকিওর সঙ্গে মাদ্রিদের একটি নামী হোটেলে উঠেছেন ম্যারাডোনা। বান্ধবীর সঙ্গে প্রেম ভালবাসায় মেতে উঠলেও হঠাৎই তিনি ‘কুখ্যাত’ মেজাজ চড়ে উঠেন। শুরু হয়ে যায় রোকিওর সঙ্গে ‘‌উত্তপ্ত বাদানুবাদ’। এক পর্যায়ে রোকিওই পুলিশকে ফোন করে ডেকে নেন হোটেলে। ম্যারাডোনা ও রোকিওকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ বুঝতে পারে বিষয়টি গুরুতর নয়। তাই পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। পুলিশি জেরায় ম্যারাডোনা বা রোকিও কেউই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেননি। ঘণ্টাদুয়েক হোটেলে থাকার পর চলে যায় পুলিশ।  
Recent Posts Widget