বিশ্বকাপে ৪৮ দলের প্রস্তাব
খেলোয়াড়দের হত্যার সামিল বলে জানিয়েছেন পেপ গার্দিওলা। এই প্রস্তাবের
সমালোচনা করে ম্যানচেস্টার সিটির কোচ বলেন, প্রতিযোগিতা যত বাড়বে ম্যাচও
বাড়বে, সাথে সাথে আবহও বাড়বে।
ম্যান
সিটির এই কোচ বিশ্বাস করেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্ধারিত কোন
প্রতিযোগিতা থাকলে এমনিতেই খেলোয়াড়দের স্বার্থটি চাপা পড়ে যায়। এটা হাই
প্রোফাইল আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা লোভনীয় প্রাক মৌসুম ট্যুর যাই হোক
না কেন। চলতি সপ্তাহে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো বিশ্বকাপে দলের
সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮এ করার পরিকল্পনা গণমাধ্যমে প্রকাশ করেছেন।