বার্সেলোনার হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। রবিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মেসি ও লুইস সুয়ারেজের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।
এই গোলের ফলেই ক্যারিয়ারে নিজের ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়ে অনেকটাই বিধ্বস্ত বার্সেলোনাকে মূলত লড়াইয়ে ফেরান মেসি।