শীর্ষ ফুটবলার হওয়ার নতুন স্বপ্ন বোল্টের

অ্যথলেটিকস ট্র্যাক থেকে অবসর নিতে চলেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। তবে এরপর নতুন ইনিংস শুরু করার স্বপ্ন দেখছেন তিনি। সেটি হচ্ছে ফুটবলার হওয়া। যেনতেন ফুটবলার নয়। সারা বিশ্বের শীর্ষ ৫০জন ফুটবলারদের তালিকায় জায়গাও করে নিতে চান তিনি।
 
আগামী আগস্টে লন্ডনে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ শেষে ট্র্যাক থেকে বিদায় নেবেন ৩০ বছর বয়সী কিংবদন্তী স্প্রিন্টার। ইতোমধ্যে তিনি ৩টি বিশ্ব রেকর্ডসহ ৮টি অলিম্পক স্বর্ন পদক ও ১১টি বিশ্ব শিরোপা লাভ করেছেন। 

ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন সাকিব-মুস্তাফিজ

ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। ৫ মে শুক্রবার রাত সোয়া একটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তারা।
 
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে সাকিবের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন 'কাটার মাস্টার' খ্যাত মুস্তাফিজুর রহমান। ক্যাপশান দেন, বাঁ-হাতি এই পেসার লেখেন, ‘ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে সাকিব ভাইয়ের সঙ্গে ইংল্যান্ড যাচ্ছি।’

নিজ নিজ ম্যাচে রিয়াল-বার্সার জয়

লা লিগায় গ্রানাদার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনা জয় পেয়েছে। শীর্ষে থাকা এই দুই দল নিজ নিজ ম্যাচে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি।
 
শনিবার রাতে গ্রানাদার মাঠে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। দুটি করে গোল করেছেন হামেস রদ্রিগেস ও আলভারো মোরাতা।
Recent Posts Widget