মাশরাফি বন্দনায় আনন্দবাজার | বিদায় ক্যাপটেন


দুই পায়ে মোট আটবার অস্ত্রোপচার। পা বাঁচাতে যখন মাশরাফিকে না খেলার পরামর্শ দেয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন, ‘পায়ে গুলি খেয়ে যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে পারে, তাহলে আমি কেন সামান্য সার্জারি নিয়ে মাঠে খেলতে পারবো না?’ দৃঢ়চেতা মনোভাব, ব্যক্তিত্ব আর সহজাত ক্রিকেটীয় মেধার সঙ্গে দারুণ নেতৃত্বগুণ অন্য আরো ১০ জন ক্রিকেটার থেকে আলাদা করে চিনিয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে। তিনিই দেখিয়েছেন কেবল তীব্র ইচ্ছাশক্তি আর দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলে- অনেক কিছুই সম্ভব।ম্যাচ জিতিয়ে গোটা দেশ যখন আনন্দে মাতে, মাশরাফি তখন হাঁটুর ব্যাথায় কাতরান ড্রেসিংরুমে।  ক্রিকেটে তাঁর মতো ইনজুরি জয় করা খেলোয়াড় আর একজন আছেন বলে ইতিহাস সাক্ষী দেয় না। বাংলাদেশের ক্রিকেটে তিনি তাই ধ্রুবতারা!

প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজ না হেরে দেশে ফিরেছে টাইগাররা

শ্রীলঙ্কার সফর শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রথমবারের মত বিদেশের মাটিতে কোন পূর্ণাঙ্গ সিরিজ না হেরে দেশে ফিরল বাংলাদেশ দল। 
 
এবারের শ্রীলঙ্কা সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ২৫৯ রানে হারে টাইগাররা। তবে পরের বীরের মত ফিরে আসে মুশফিকুরের দল। নিজেদের শততম টেস্টে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। 
Recent Posts Widget