মেসি আমার বন্ধু নয়, তবে একে অপরকে শ্রদ্ধা করি: রোনালদো

চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধা প্রদর্শন করে রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, আমরা বন্ধু নই, তবে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। বিগত আট বছর ধরে রোনালদো এবং তার বার্সেলোনা প্রতিপক্ষ লিওনেল মেসি ব্যালন ডিঅ’র নির্বাচনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। 
পাশাপাশি বিশ্ব ফুটবলে এখনো তারাই একচেটিয়া রাজত্ব করে চলেছে। আসন্ন খেতাব প্রাপ্তির লড়াইয়েও এখন আলোচনার শীর্ষে এই দুই ফুটবল তারকা। তবে রোনালদো বলেছেন, এ নিয়ে তাদের মধ্যে কোন রকমের হানাহানি নেই। 
৩১ বছর বয়সী এই পুর্তগাল তারকা কোচ ম্যাগাজিনকে বলেন,‘ আমার নিজের এবং মেসির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। মিডিয়া যদিও আমাদের দুই জনের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতার আবহ সৃস্টি করতে পছন্দ করে, কিন্তু আমরা এর ধারে কাছেও নেই। বিষয়টি এমন নয় যে আমরা দু’জন ভাল বন্ধু। তবে দু’জনই দু’জনকে সম্মান করি।’ গোল.কম।
ইত্তেফাক

ওয়ার্নার ও সাঙ্গাকারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুস্তাফিজুর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আর সেখান থেকেই দু’জনের বন্ধুত্ব। 
 
তাই ওয়ার্নারের জন্মদিনে আজ শুভেচ্ছা জানাতে ভুল করেননি মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ওয়ার্নারকে শুভেচ্ছা জানিয়ে প্রায় ছয় ঘন্টা আগে একটি ছবি পোষ্ট করেন ফিজ। সেই ছবির ক্যাপশনে মুস্তাফিজুর লিখেছেন, ‘শুভ জন্মদিন চ্যাম্পিয়ন, ডেভিড ওয়ার্নার।’ 

ওয়ার্নারকে মোস্তাফিজের শুভেচ্ছা

আইপিএল থেকেই দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব। হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে মাঠে ও মাঠের বাইরে অন্য রকম এক সম্পর্কই যেন গড়ে উঠেছিল ডেভিড ওয়ার্নার ও মোস্তাফিজুর রহমানের মধ্যে। অধিনায়ক হিসেবে ওয়ার্নারের আস্থা অর্জন করেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। আইপিএল শেষ হয়ে গেছে। কিন্তু বন্ধুত্ব ফিকে হয়ে যায়নি। কিছুদিন আগেই মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ওয়ার্নার। এবার বন্ধুর জন্মদিনটি স্মরণ করলেন মোস্তাফিজ। 

সুযোগ পেলে এবার আর হাতছাড়া করবো না : মুশফিক

চট্টগ্রাম টেস্টে জয়ের সুযোগ হাতের নাগালে পেয়েও, তা হাতছাড়া করে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে জয়ের সুযোগ পেলে, এবার আর হাতছাড়া করবেন না বলে হুংকার দিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। 
 
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুশি, ‘আমাদের মূল লক্ষ্য দল হিসেবে ঢাকা টেস্টেও ভালো খেলা। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই। তারপরও যদি জয়ের সুযোগ পাই তবে অবশ্যই এবার হাতছাড়া করবো না।’ চট্টগ্রাম টেস্টে জয়ের টার্গেট ২৮৬ রান পেয়েছিলো বাংলাদেশ। সেই লক্ষ্যে ১৪০ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় টাইগাররা। 

চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট শেষ

আগামী বছরের ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তবে লন্ডনের কেনিংটন ওভালের ওই ম্যাচের সবগুলো টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। 
 
অনলাইনে টিকিট বিক্রির প্রথম ধাপেই শেষ হয়ে যায় বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচের টিকিট। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির কোন কোন ম্যাচের টিকিট এখনও বাকী আছে, সেই ম্যাচগুলোর তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ঐ তালিকা প্রকাশ করে আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের নিজস্ব ভেরিফাইড সাইটে এ তথ্য দেয় আইসিসি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি উন্মোচন

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি। টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার গুলশানের এক অভিজাত হোটেলে এই জার্সি উন্মোচিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কর্ণধার নাফিসা কামাল ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনুষ্ঠানে হাজির হয়েছেন বিপিএলের আরেক দল ঢাকা ডায়নামাইটসের আইকন সাকিব আল হাসান।  

ক্রিকেটার সাব্বিরের 'অস্কার' বিজ্ঞাপনটি বন্ধের নির্দেশ

বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমানের 'অস্কার ড্রিংকস' এর বিজ্ঞাপনটি বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা যায়, বাংলাদেশের দর্শকদের প্রতিবাদের মুখে বিসিবি এই সিদ্ধান্ত জানিয়েছে।
 
এ বিষয়ে বিসিবি'র এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিজ্ঞাপনটি বন্ধ করে দেয়ার জন্য নির্দেশনা প্রয়োজনীয় সকল বিভাগে প্রেরণ করেছে। বাংলাদেশে ক্রিকেটের সঙ্গে এই বিজ্ঞাপনটি আসলে মানায় না।
Recent Posts Widget