অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির পরও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলোনা অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতেই হেরেছে অজিরা। 
সিরিজের শেষ ম্যাচে ৩১ রানে হার মানে স্টিভেন স্মিথ বাহিনী। প্রোটিয়াদের করা ৩২৭ রানের জবাবে ৪৮.২ ওভারে ২৯৬ করতেই সবকটি উইকেট হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ভেনেজুয়েলাকে হারিয়ে শীর্ষে ব্রাজিল



ভেনেজুয়েলাকে - গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ব্রাজিল বাংলাদেশ সময় আজ বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে হারানোর মাধ্যমে টানা চার ম্যাচে জয়ের স্বাদ পেল ব্রাজিল

ঘরের মাঠে মেসিবিহীন আর্জেন্টিনার হার

মেসি বিহীন আর্জেন্টিনা কেনো কল্পনা করা যায় না সেটাই সম্ভবত আরো একবার প্রমাণ করল টিম আর্জেন্টিনা। ঘরের মাঠে প্যারাগুয়ের কাছে ০-১ গোলে হেরে গেল এদগারদো বাউজার শিষ্যরা।
 
অবশ্য এই হারের দায় অনেকেই হয়ত সার্জিও আগুয়েরোকে দেবে। কেননা ম্যাচে পেনাল্টির সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় এই আর্জেন্টাইন। উল্টো দিকে প্যারাগুয়ে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করে হারিয়ে দেয়া বিশ্বকাপ ও কোপা আমেরিকার রানার্সআপ আর্জেন্টিনাকে।

২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড

বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড।
 
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৭৭ রান করে বাংলাদেশ। জবাবে ৪৭.৫ ওভারে ৬ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
 
এর টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার।
Recent Posts Widget