BPL T20 2017 Schedule and Fixtures as per Bangladesh Time – BST | বিপিএলের সূচি

http://channelbd24.blogspot.com/2016/10/blog-post_34.html
BPL T20 2017 time table announced by BCB, and already announced two new franchises name & All Player List where Rajshahi & Khulna took place. Bad luck of Sylhet division as they can’t participating in this tournament.

‘এই সফর বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপদসংকেত’

‘এই সফর বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপদসংকেত’
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ টেস্ট বা ওয়ানডে কোনো ফরম্যাটেই বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীতা পর্যন্ত গড়তে পারেনি। ঘরের মাটিতে কয়েকটি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় টাইগাররা। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজকে উপমহাদেশের বাইরে নিজেদের প্রমাণের সফর হিসেবে নিয়েছিল। কিন্তু এখানে উল্টো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের পারফরম্যান্স। ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই অবস্তাকে ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য বিদপসংকেত’ বলে উল্লেখ করেছেন।

সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি

সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি
টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি বিন মর্তুজা। ইস্ট লন্ডনে রবিবার শেষ ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নেইমারের লালকার্ডকে ‘অন্যায্য’ বললেন পিএসজি কোচ

নেইমারের লালকার্ডকে ‘অন্যায্য’ বললেন পিএসজি কোচ
লালকার্ড পাওয়া নেইমারের পাশে দাঁড়ালেন পিএসজি কোচ উনাই রিমেরি| ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লালকার্ড দেখানো অন্যায্য হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মার্সেইর বিপক্ষে ২-২ গোলে ড্র করা এই ম্যাচে পিএসজি তারকা নেইমার ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যান।

দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না শ্রীলংকান কোচ

দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না লংকান কোচ
শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যে আসন্ন তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে। তবে এ ম্যাচে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন না শ্রীলংকা কোচ নিক পোথাস। কেবলমাত্র পোথাস নন, লংকান দলের ফিজিও নিরমালান ধনাবলাসিংগাম এবং নিয়মিত সাত খেলোয়াড়ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে লাহোর সফর থেকে বিরত থাকছেন।

হঠাৎ ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যারাডোনা

হঠাৎ ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যারাডোনা
ওয়েম্বলি স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের ম্যাচ দেখতে অতিথি হয়ে গিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। খেলায় তিনি সমর্থন যোগান দলটিকে। প্রথমার্ধের খেলা শেষে তিনি নিজ নাম স্বমলিত হটস্পারের জার্সি প্রদর্শন করেন। আর্জেন্টাইন এই ফুটবল লিজেন্ডের উপস্থিতিতেই লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয় পায় স্পাররা।
Recent Posts Widget