মুস্তাফিজের অভাব বোধ করছেন বিসিবি সভাপতি

বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে তিনি যে কতটা ভয়ংকর তা বার বার প্রমাণ করেছেন।

ঘরের মাঠে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে তার ভূমিকা ছিল অসাধারণ। ভারতের প্রিমিয়ার লিগ-বিপিএলে তার অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ।

এরপরই তাকে দলে পেতে মরিয়া হয়ে ওঠে ইংলিশ কাউন্টির দল সাসেক্স। আর সেখানে খেলতে গিয়েই ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। তার কাঁধে অস্ত্রপচারও করা হয়েছে। ঘরের মাঠে অক্টোবরে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেই সিরিজ খেলতে পারবেন না তিনি।

সিরিজে মুস্তাফিজ হতে পারতেন বাংলাদেশের তুরুপের তাস। বল হাতে কাটার দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য হতে পারতেন আতংক। কিন্তু ইনজুরিতে থাকায় সেই সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজ। আর তরুণ এই বাঁ-হাতি পেসার না থাকায় কিছুটা শংকিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ইংল্যান্ডের আগেই বাংলাদেশে আসছে আফগানিস্তান

সেপ্টেম্বরের ৩০ তারিখে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এটা সবারই এখন জানা। তবে ইংলিশদের আগেই বাংলাদেশে আসতে পারে আফগানিস্তান। 
  
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিসূত্রে এমন তথ্য জানা গেছে। 
  
সূত্র জানায়, ইংল্যান্ড সিরিজ নিয়ে যখন শংকা তৈরি হয়েছিল তখনই আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে আলোচনা হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসের শেষ সপ্তাহে আফগান ক্রিকেট দল ঢাকায় আসতে পারে। 
  
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, সিরিজের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে আলোচনা চলছে। 
  
প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। ৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ম্যাচ দুটি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে। আর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। 
  
২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
 
শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।
 
হলি আর্টিজানের ঘটনায় দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘শুধু খেলোয়ার নয়, ইংল্যান্ড থেকে যারা খেলা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশে আসবেন তাদের প্রত্যেককে নিরাপত্তা দেয়া হবে।’
 
তিনি জানান, যতটুকু নিরাপত্তার কথা বলা হচ্ছে তার চেয়েও বেশি নিরাপত্তা থাকবে।

আরো ১০ বছর খেলতে চান রোনালদো

ক্যারিয়ারটাকে আরো ১০ বছর টেনে নিতে চান এবারের ইউরোপ সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে বাকি সময়টা রিয়াল মাদ্রিদে থাকার ইচ্ছাও পোষণ করেছেন এই তারকা ফুটবলার।

ছেঁড়া বুট পরেই হ্যাটট্রিক! লেভানডফস্কির হ্যাটট্টিকে বড় জয়ে শুরু বায়ার্নের

পোল্যান্ডের স্ট্রাইকার রর্বাট লেভানডফস্কির হ্যাটট্টিকে বুন্দেস লিগায় বড় জয় দিয়ে যাত্রা শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন ৬-০ গোলে হারিয়েছে ওয়েন্ডার ব্রেমেনকে। 
 
গত আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানডফস্কি এবারও যাত্রাটা করলেন সেরার মত করেই। তাই চলমান আসরেও সবচেয়ে বেশি গোল করার লক্ষ্য পোল্যান্ডের এই তারকা খেলোয়াড়ের, ‘এবারও সর্বোচ্চ গোলের মালিক হতে চাই। শুরুটা চমৎকার হয়েছে। এমন চমৎকার পারফরমেন্স প্রত্যক ম্যাচেই করতে চাই।’
Recent Posts Widget