আবারো গাঙ্গুলির রেকর্ড ভাঙলেন ডি ভিলিয়ার্স

আবারো সৌরভ গাঙ্গুলির রেকর্ডে হানা দিলেন এবি ডি ভিলিয়ার্স। ভারতীয় সাবেক এই অধিনায়কের ওয়ানডেতে দ্রুততম আট হাজারের মাইল ফলকের পর এবার দ্রুততম নয় হাজার রানের মাইলফলকও নিজের করে নিলেন প্রোটিয়া এই অধিনায়ক।

৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৫ রান দূরে থেকে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামে ডি ভিলিয়ার্স। ফার্গুসনের বলে সিঙ্গেল নেওয়ার পর তাকেই চার হাঁকিয়ে মাইলফলকে পৌঁছে যান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।

ক্রিকইনফো বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মিরাজ

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের পারফরম্যান্স তাকে এনে দিয়েছে এই পুরস্কার।
 
এ নিয়ে টানা দ্বিতীয়বার পুরস্কারটি এলো বাংলাদেশে। ২০১৫ সালে অভিষেকেই আলো ছড়ানো মুস্তাফিজুর রহমান জিতেছিলেন এই ওয়েবসাইটটির পুরস্কার। এবার মুস্তাফিজের পথ ধরে জিতলেন মিরাজ।

ক্রিকইনফোর চোখে টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ

বিশ্বের সবচেয়ে অভিজাত ক্রিকেট বিষয়ক সংবাদ সংস্থা ক্রিকইনফোর বিচারে গত বছরের সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরমার হিসেবে স্বীকৃতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 
 
ইয়ান চ্যাপেল, মাহেলা জয়াবর্ধনে, কোর্টনি ওয়ালশ, মার্ক বুচার, রমিজ রাজা এবং ক্রিকইনফোর বিশেষজ্ঞ প্যানেল ঠিক করেছে বিভিন্ন ফরম্যাটে সেরা ব্যাটসম্যান ও বোলারদের। সেখানে টি-টোয়েন্টির সেরা বোলিং হিসেবে স্বীকৃতি পেয়েছে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের ২২ রানে ৫ উইকেটের পারফরম্যান্সটি

ক্রিকইনফোর চোখে বর্ষসেরা অধিনায়ক কোহলি

ইএসপিএন ক্রিকইনফোর দর্শক জরিপে সেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত বছর ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ভারত ১২টি টেস্ট খেলে ৯টিতে জিতেছে, ড্র করেছে তিনটি। একটিও হারেনি! শুধু তাই নয়, বিরাট কোহলি ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে বর্ষসেরা ব্যাটসম্যান পুরস্কারও পেয়েছেন। টেস্টে তার রানের গড় ৬২.৪৬, ওয়ানডেতে ৯২.৩৭ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১০৬.৮৩ রান।
Recent Posts Widget