আমরা এখনো মানসিকভাবে শক্তিশালী নই : হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট দল এখনো মানসিকভাবে শক্তিশালী নয় বলে জানিয়েছেন কোচ হাথুরুসিংহে। নিউজিল্যান্ড সফর শেষে দলের পারফর্মেন্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেও হতাশ নন বলে জানান তিনি।
 
হাথুরুসিংহে বলেন, আমরা একটি ভাল দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে হেরেছি। আর তারা ভাল খেলেই আমাদের হারিয়েছে। দলের আরো ভাল খেলা উচিত ছিল।

বাংলাদেশের ফিল্ডিং কোচ জন্টি রোডস!

ফিল্ডিং মিস বাংলাদেশের আজকের দুশ্চিন্তা নয়। খুব ভালো পারফরম্যান্স চলতে থাকার মধ্যেও বাংলাদেশের ফিল্ডারদের হাত গলে নিয়মিত ক্যাচ পড়ে। এক তাসকিন আহমেদই এ জন্য শোক করতে পারেন।

এই নিউজিল্যান্ড সফরে ১৮টি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্ষিপ্রতার অভাবে চেষ্টা করতে পারেননি প্রায় তার সমান সংখ্যক ক্যাচ। তবে এবারই প্রথম নয়, সেই আফগানিস্তান সিরিজ থেকে ফিল্ডিং ভোগাচ্ছে বাংলাদেশকে।
Recent Posts Widget