অভিযোগ দিলে পাশে থাকবে বিসিবি

চুক্তি ছিল আট ম্যাচের। কিন্তু কাউন্টি দল এসেক্সের হয়ে এক ম্যাচ খেলেই গত ১২ জুলাই হঠাৎ দেশে ফিরেছিলেন তামিম ইকবাল। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে, কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা। তাই আতঙ্কেই পরিবার নিয়ে ফিরে এসেছেন এ বাঁহাতি ওপেনার। যদিও তামিম তা অস্বীকার করেছেন এবং ফেরার কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিম যদি এটা নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করে, তবে হুলুস্থুল ঘটিয়ে ছাড়বে এবং তার পাশে থাকবে বিসিবি।

২০১৯ বিশ্বকাপে ক্যারিবিয়রা সরাসরি খেলতে চায় : গেইল

সম্প্রতি নিজ মাঠে জিম্বাবুয়ের কাছে শ্রীলংকার ওয়ানডে সিরিজ পরাজয়ের পর ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার আশার আলো দেখছে ওয়েস্ট ইন্ডিজ এবং ক্যারিবিয়ান আক্রমণাত্মক ওপেনার ক্রিস গেইল বলেছেন, ইংল্যান্ডে অনুষ্ঠিত এ মেগা ইভেন্টে সরাসরি খেলার সুযোগ পেতে তারা কঠোর পরিশ্রম করবে।
 
বর্তমানে ওয়ানডে দলে না থাকা এ তারকা খেলোয়াড় সাংবাদিকদের বলেন, ‘আমরা ২০১৯ বিশ্বকাপ জিততে চাই। ওয়েস্ট ইন্ডিজকে সরাসরি খেলার অংশীজন হতে অবশ্যই আমরা কঠোর পরিশ্রম করব।’
 
আগ্রাসী এ ব্যাটসম্যানের আশা তার মত খেলোয়াড়দের ২০১৯ বিশ্বকাপ দলে রাখতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ম-কানুন সহজ করবে।
Recent Posts Widget