গোলাপী বলে খেলতে প্রস্তুতি ম্যাচ



ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট আয়োজনের সম্ভাবনা আরো একটু উজ্জ্বল হয়েছে আগামী মাসে কাউন্টি দল ওয়ারউইকশায়ার ট্রায়াল ভিত্তিতে এই ধরনের ম্যাচ আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে আর এর মাধ্যমেই গোলাপী বলে টেস্ট আয়োজন নিয়ে আশাবাদী হয়ে উঠেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড

এজবাস্টনে ওয়ারউইকশায়ার তাদের দ্বিতীয় একাদশ নিয়ে ফ্লাডলাইটের আলোতে একটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আগামী ২২-২৪ আগস্ট ওস্টারশায়ারের দ্বিতীয় একদশ দলের বিপক্ষে

নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত মুস্তাফিজ!



শেষ পর্যন্ত ইনজুরি থেকে পূর্ণ পরিত্রাণের জন্য মুস্তাফিজকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীও এই ইংলিশ শল্যবিদের সাথে একমত পোষণ করেছেন আর অস্ত্রোপচার করা হলে দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের মত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষেও অনিশ্চিত কাটার মাস্টার মুস্তাফিজ

অস্ত্রোপচার যেখানেই করা হোক না কেন, মুস্তাফিজকে ছয় মাসের মত মাঠের বাইরে থাকতে হবে।

রোনালদোর জন্য জিদানের আক্ষেপ



গত মৌসুমের মাঝপথে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছিলেন জিনেদিন জিদান খাদের কিনারে থাকা দলকে টেনে তুলেছেন তিনি লস ব্লাঙ্কসদের জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা তবে স্প্যানিশ লা লিগায় খুব কাছে গিয়েও ট্রফিটা জিততে পারেননি ফরাসি এই কোচ এবার হয়তো সেই ঘরে তুলতে মুখিয়ে রয়েছেন তিনি

আর কিছু দিন পরই শুরু হতে চলেছে ২০১৬-১৭ মৌসুমের খেলা। ইনজুরির কারণে আসন্ন লা লিগার খেলায় শুরুর দিকের ম্যাচ মিস করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি সুপার কাপেও পাওয়া যাবে

মেসি আর ফিরবেই না: পরিবারের দাবি



ফিরে আস মেসি’ - শতবর্ষী কোপার ফাইনালে হেরে যাওয়ার পর এমন আকুতি মেসি ভক্তদের যার রেশ এখনো চলছে কিন্তু অবসর ভেঙে কি সত্যিই ফিরে আসবেন মেসি? সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার জার্সি গায়ে উরুগুয়ে ভেনিজুয়েলার বিরুদ্ধে দেখা যাবে তাকে? তা নিয়ে রয়েছে ঢের সংশয় সেই সংশয় আরও বাড়িয়ে তুলেছে মেসির পরিবারই পরিবারের দাবি, মেসি আর ফিরবে না

গোলডটকম দেয়া সাক্ষাতকারে মেসির পরিবার দাবি করেছে, ‘মেসির কোন পরিকল্পনাই নেই পুনরায় আর্জেন্টিনার জার্সি গায়ে পড়ার। এখন জাতীয় দলের অংশ নয় মেসি।’ 
Recent Posts Widget