বরিশালকে ১২ রানে হারালো রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বুলসকে ১২ রানে হারালো রংপুর রাইডার্স। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৭৫ রান করে রংপুর।
 
জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানে থামে বরিশালের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন শ্রীলঙ্কার ক্রিকেটার মেন্ডিস। এছাড়া ২৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন নাদিফ চৌধুরী। রংপুরের পক্ষে তিনটি উইকেট নেন সোহাগ গাজী।

ঘরের মাঠে চিটাগাংয়ের হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে হারের মুখ দেখলো তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ১৯ রানে হারায় তাদের।
 
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাটিংয়ে নেমে  ৯ উইকেট হারিয়ে ঢাকা তোলে ১৪৮ রান। জবাবে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানেই থেমে যায় চিটাগংয়ের ইনিংস।

অধিনায়ক থাকছেন ডি ভিলিয়ার্সই

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে দক্ষিণ আফ্রিকাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অস্থায়ী অধিনায়কের দায়িত্ব পালন করা ফাফ ডু প্লেসিস। কিন্তু ডু প্লেসিসের সাফল্য সত্বেও দলের নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ওপরেই আস্থা রাখতে চাচ্ছেন প্রোটিয়া নির্বাচকরা।
 
বাম কনুইয়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হয়নি তারকা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের। ইনজুরির মাত্রা গুরুতর হওয়ায় অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে। সে কারনেই দলের নেতৃত্ব দেয়া হয় ডু প্লেসিসের ওপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্টে ইতোমধ্যেই ২-০তে সিরিজ নিশ্চিত হওয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ডু প্লেসিস প্রশংসার জোয়াড়ে ভাসছেন। আগামী সপ্তাহে তৃতীয় ও শেষ দিবা-রাত্রির ম্যাচটিতে জিততে পারলে অস্ট্রেলিয়া ঘরের মাঠে প্রথমবারের মত হোয়াইট ওয়াশের লজ্জায় ডুববে। কিন্তু তারপরেও নির্বাচকরা ডু প্লেসিসকে স্থায়ী অধিনায়ক হিসেবে এখনই নিয়োগ দিতে চাচ্ছেন না।

বার্সেলোনা থেকেই অবসরে যাবেন মেসি : বার্তামেউ

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ আশাবাদ ব্যক্ত করে বলেছেন বার্সেলোনার সঙ্গে লিয়নেল মেসি শুধুমাত্র চুক্তি বৃদ্ধিই করবেন না, একইসাথে এই ক্লাবের হয়েই ফুটবলীয় ক্যারিয়ার শেষ করবেন।
 
ক্লাবের জার্সি সম্পর্কিত নতুন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্লাব সভাপতি মেসির সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ১৮ মাস রয়েছে। নেইমারের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি নবায়ন করলেও এই তালিকায় লুইস সুয়ারেজ ও মেসিকে নিয়ে চুক্তি নবায়নের বিষয়টি এখন সময়ের ব্যাপার।
Recent Posts Widget