১৫ মার্চ স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে কলম্বোর
পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট ম্যাচটি খেলবে সফরকারী বাংলাদেশ। সেই
ম্যাচে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই দেশ ছাড়লেন ওপেনার ইমরুল
কায়েস।
শনিবার (১১ মার্চ) দুপুর ২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে শ্রীলঙ্কার
উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন এই
টাইগার ওপেনিং ব্যাটসম্যান।
স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও মাইলফলক স্পর্শকারী শততম টেস্টকে সামনে
রেখে নিজের খেলার প্রতিশ্রুতি ব্যক্ত করে গণমাধ্যমকে তিনি বলেন, ‘চেষ্টা
করবো নিজের সেরা খেলাটি খেলার। আর তাতে যদি দল উপকৃত হয় সেটা আমার জন্যও বড়
একটি প্রাপ্তি হবে।’