যে প্রতিশ্রুতি দিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়লেন ইমরুল

১৫ মার্চ স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট ম্যাচটি খেলবে সফরকারী বাংলাদেশ। সেই ম্যাচে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই দেশ ছাড়লেন ওপেনার ইমরুল কায়েস।

শনিবার (১১ মার্চ) দুপুর ২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন এই টাইগার ওপেনিং ব্যাটসম্যান।

স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও মাইলফলক স্পর্শকারী শততম টেস্টকে সামনে রেখে নিজের খেলার প্রতিশ্রুতি ব্যক্ত করে গণমাধ্যমকে তিনি বলেন, ‘চেষ্টা করবো নিজের সেরা খেলাটি খেলার। আর তাতে যদি দল উপকৃত হয় সেটা আমার জন্যও বড় একটি প্রাপ্তি হবে।’

হেরে গিয়ে যে বাণী শোনালেন মুশফিক

বাণী শোনালেন মুশফিক। আজ আশা ছিলো, অতিমানবীয় ব্যাটিং করে ম্যাচ বাচানোর। সেটা পারেননি মুশফিকুর রহিমরা। ম্যাচশেষে অধিনায়ক বললেন, এই আশাটা পূরণ না হওয়ার কষ্ট আছে। তবে তারা আসলে হেরে গেছেন প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার কারণে।
 
বোলিংটাও খুব ভালো হয়নি। তবে ব্যাটিংকেই মূল দায়টা দিলেন, ‘হ্যা, প্রথম ইনিংসই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আমরা প্রথম ইনিংসেই অনেক লিড দিয়ে ফেলেছিলাম। আমার মনে হয় বোলাররা মোটামুটি ভালো করেছে। তবে অনেক বেশী বাজে বল করেছি, সহজ বাউন্ডারি দিয়েছি। তারপরও আমি মনে করি, প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে বড় লিড দেওয়াটাই পরাজয়ের মূল কারণ। 

টাইগারদের আরেকটি হতাশার কাব্য, গল টেস্টে বড় পরাজয়

চতুর্থ ইনিংসে শ্রীলংকার ৪৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনটা শেষ করেছিল বিনা উইকেটে ৬৭ রান নিয়ে। কিন্তু পঞ্চম দিনের প্রথম দুই ঘণ্টার বিভীষিকাময় ব্যাটিংয়ের দরুণ মাত্র ১৯৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।
 
৯৯তম টেস্টটি ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারলো মুশফিকুর রহিমের দল। অবশ্য শ্রীলঙ্কার বেঁধে দেয়া লক্ষ্য অর্জন করতে গেলে নতুন ইতিহাস লিখতে হত টাইগারদের। কেননা এর আগে শ্রীলঙ্কার গলে মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান ৩০০। ২০১২ সালে পাকিস্তান এই সংগ্রহ করেও ম্যাচটি হেরেছিল। আর সফল রান চেজ সেটা করেছিল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে ২১০৪ সালে ৯৯ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে গেছিল মাত্র ৩ উইকেট হারিয়ে। এদিকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তারা করে জেতার রেকর্ড আছে। যেটা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। 

ওয়ার্নারকে সরিয়ে শীর্ষে ডি ভিলিয়ার্স

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০১০ সালের পর থেকে এ নিয়ে দশমবারের মতো শীর্ষে উঠলেন তিনি। আর ২০০৯ সাল থেকে র‌্যাংকিং-এ শীর্ষ পাঁচের মধ্যেই অবস্থান করছেন ডি ভিলিয়ার্স। 
 
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দু’টি হাফ-সেঞ্চুরিতে ২৬২ রান করেন ডি ভিলিয়ার্স। সেই সুবাদে ৮৭৫ রেটিং নিয়ে র‌্যাংকিং-এ শীর্ষস্থান দখলে নিয়ে নেন তিনি। 

কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ম্যাক্সওয়েল

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ ক্রিকেটের দশম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। আজ শুক্রবার কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
 
২০১৬ সালে নবম আসরের শুরু থেকেই কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব করতে থাকেন দক্ষিণ আফ্রিকার মারমুখী ব্যাটসম্যান ডেভিড মিলার। ওই আসর শুরুর পর টানা পাঁচ ম্যাচ হারে মিলারের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে ষষ্ঠ ম্যাচ থেকে দলের দায়িত্ব পান ওপেনার মুরালি বিজয়। 

ইনজুরিতে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন পান্ডে

কাঁধের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকী দুই টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়লেন ভারতের অলরাউন্ডার হার্ডিক পান্ডে। ফলে ১৫ সদস্যের স্কোয়াড নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকী দুই টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া।
 
সিরিজের প্রথম দুই টেস্টে খেলার সুযোগ পাননি পান্ডে।অনুশীলনের সময় কাঁধের ইনজুরিতে পড়েন তিনি। তাই শেষ দুই টেস্টের জন্য দল থেকে বাদ পড়লেন পান্ডে। তবে তার পরিবর্তে দলে অন্য খেলোয়াড়কে অর্ন্তভূক্ত করেনি ভারত।
Recent Posts Widget