" অনলাইন বিজ্ঞাপন সংস্থা রেডআইটি অ্যাডস সবার শীর্ষে"

ডিজিটাল অনলাইন বিজ্ঞাপন সংস্থা www.reditads.com এখন বাংলাদেশের অনলাইন বিজ্ঞাপন জগতে শীর্ষে অবস্থানের দাবী করছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুর রহমান সাগর।

গত কয়েক মাসে রেড আইটি অ্যাডস প্রকাশক সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বিজ্ঞাপন ব্যবহারে কঠিন সর্ত ও সর্বনিন্ম চাহিদা মেটাতে না পারার কারণে শত শত ওয়েবসাইট প্রকাশক যখন দিশেহারা, তখনি www.reditads.com সবার জন্য উন্মুক্ত বিজ্ঞাপন বিতরন করার প্রয়াস নিয়ে যাত্রা শুরু করেছিলো।

প্রকাশকের সর্বচ্চো সুবিধা যেমন,  মাসিক অর্জিত আয় যথা সময়ে প্রেরণ, প্রতিমাসের টাকা পরের মাসের ২০ থেকে ২৫ তারিখের ভিতর প্রেরণ এবং ৫০ ডলার সর্বনিন্ম টাকা উত্তোলনের সুবিধা,  প্রকাশকের সকল সমস্যা সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা নিয়ে এগিয়ে চলছে।

স্বাধীনতা দিবসের সেরা উপহার দিল টাইগাররা | প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৯০ রানে হারাল বাংলাদেশ

তেমন কোনো উত্সব নেই, উল্লাস নেই।

বাংলাদেশ যেনো বলে কয়ে হারালো শ্রীলঙ্কাকে। সময়টা কতো বদলে গেছে, তারই প্রমাণ দিয়ে এক সময়ের পরাশক্তি শ্রীলঙ্কাকে স্রেফ গুড়িয়ে দিলো নতুন পরাশক্তি হয়ে ওঠা বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে, ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করা বাংলাদেশকে জয়ের মঞ্চে তুলে দিয়ে গিয়েছিলেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এবং ফিফটি করা সাকিব ও সাব্বির। তাদের কল্যানে ৩২৪ রান করেছিলো বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৪৫.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয়।

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়

আবারো পর্তুগাল, আবারো সেই রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বেও দারুণ ছন্দে আছে পর্তুগাল। তার প্রমাণও রেখেছে তারা। রোনালদো বাহিনী শনিবার রাতে আরও একবার চিরচেনা পর্তুগালকে চিনিয়ে দিল। 
 
বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে ২ গোল করেছেন রোনালদো। ৩-০ গোলে জয় তুলে নিয়েছে পর্তুগাল। ম্যাচের প্রথম গোল আসে ৩২ মিনিটে। আন্দ্রে সিলভা পায়ের আলতো ছোঁয়ায় বলটি হাঙ্গেরির জালে ঢোকাতে সক্ষম হন। 
Recent Posts Widget