নাটকীয় ম্যাচে খুলনার জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে রাজশাহী কিংসকে ২ রানে হারালো খুলনা টাইটানস। বারবার রং বদলানো ম্যাচে নাটকীয়তা শেষে জয় তুলে নেয় খুলনা।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ১৩৩ রানেই গুটিয়ে যায় খুলনা। মূলত আবুল হাসান রাজুর বোলিং তোপেই অল্প রানে গুটিয়ে যায় খুলনা। রাজুর বলে একাধারে আউট হন ওয়েসয়েলস, মাহমুদউল্লা, অলক কাপালি, আরিফুল হক ও শফিউল ইসলাম।

টানা চতুর্থবার ওয়েলসের বর্ষসেরা বেল

টানা চতুর্থবারের মত ওয়েলসের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব নিজের করে নিলেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। গত সাত বছরে অবশ্য এটা ষষ্ঠ।
 
মঙ্গলবার ফুটবল এসোসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ) এক অনুষ্ঠানের মাধ্যমে বেলের হাতে এই পুরস্কার তুলে দেয়। 
Recent Posts Widget