শচীন
টেন্ডুলকারকে 'নিপাট ভদ্রলোক' বলে জানে ক্রিকেট দুনিয়া। আর এই নিপাট
ভদ্রলোকের ব্যাপারে হাসির ছলে মারাত্মক এক অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়ার
সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।
অজি
কিংবদন্তির দাবি, কে বলেছে, শুধু অস্ট্রেলিয়া স্লেজিং করতে পারে! ভারত কি
পিছিয়ে স্লেজিংয়ে? এমনকি, স্লেজিং করতে ছাড়তেন না ভারতের সর্বকালের সেরা
ব্যাটসম্যান শচীনও, তা সে দেখতে তাকে যতো নিপাট ভালোমানুষ-ই মনে হোক না
কেন!