ইংল্যান্ড সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সাসেক্স একাদশকে হারিয়েছে ১৩৪ রানে।
৩১৫ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ১৮০ রান করে সাসেক্স। মেহেদী হাসান মিরাজ তিনটি, তাসকিন ও শুভাশিষ নেন দুইটি করে উইকেট।এরআগে ব্যাট করতে নেমে বেশিক্ষন টিকতে পারেননি সৌম্য সরকার। তবে ইমরুল ও সাব্বিরের জুটি শক্ত অবস্থানে পৌছে দেয়। ৫২ করেন সাব্বির। ৯২ করেছেন ইমরুল। মুশফিকের ব্যাটে আসে ৪০ রান। পুরো ফিট না থাকায় একাদশে ছিলেননা তামিম। ৭ মে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ। ১২ মে স্বাগতিকদের মুখোমুখি হবে মাশরাফিরা