সাসেক্স একাদশের বিপক্ষে টাইগারদের সহজ জয়


ইংল্যান্ড সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সাসেক্স একাদশকে হারিয়েছে ১৩৪ রানে।


৩১৫ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ১৮০ রান করে সাসেক্স। মেহেদী হাসান মিরাজ তিনটি, তাসকিন ও শুভাশিষ নেন দুইটি করে উইকেট।এরআগে ব্যাট করতে নেমে বেশিক্ষন টিকতে পারেননি সৌম্য সরকার। তবে ইমরুল ও সাব্বিরের জুটি শক্ত অবস্থানে পৌছে দেয়। ৫২ করেন সাব্বির। ৯২ করেছেন ইমরুল। মুশফিকের ব্যাটে আসে ৪০ রান। পুরো ফিট না থাকায় একাদশে ছিলেননা তামিম। ৭ মে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ। ১২ মে স্বাগতিকদের মুখোমুখি হবে মাশরাফিরা

মেসির চার ম্যাচ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ফিফা


আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আপিলের প্রেক্ষিতে মেসির উপর চার ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা। শুক্রবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই সিদ্ধান্ত নেয়। এর আগে বৃহস্পতিবার এই আপিলের শুনানি হয় ফিফা সদর দফতরে।

Recent Posts Widget