ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই ওপেনার ইমরুল কায়েসকে হারিয়েছে বাংলাদেশ।
রানের খাতা খোলার আগেই তিনি হেনরির বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তামিম
ইকবালের সঙ্গে ব্যাট করছেন সাব্বির রহমান। দু’জন ভালই টানছিলেন দলকে।
কিন্তু ব্যক্তিগত ১১ রানে তামিম আউট হলে ফের বিপদ শুরু হয় টাইগারদের। পরের
ওভারেই ফার্গুসনের বলে ১৬ রান করা সাব্বির রহমানও হাটেন সাজঘরের পথে।
কিন্তু তার বিদায়ের পর বিপদ আরও বাড়িয়ে ব্যর্থ সৌম্য সরকার শূন্য রানেই
ফার্গুসনকে উপহার দেন দ্বিতীয় উইকেট।
জয় দিয়ে বছর শুরু আর্সেনালের [ভিডিও]
ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে বছর শুরু করেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে রোববার নিজেদের মাঠে এ জয় পায় তারা।
এ জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠল ভেঙ্গারের শিষ্যরা। ১৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে প্যালেস।
খেলায় প্রথমার্ধে দর্শনীয় গোলে দলকে এগিয়ে নেন অলিভিয়ে জিরুদ। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স আইওবি।
এ জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠল ভেঙ্গারের শিষ্যরা। ১৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে প্যালেস।
খেলায় প্রথমার্ধে দর্শনীয় গোলে দলকে এগিয়ে নেন অলিভিয়ে জিরুদ। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স আইওবি।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য দল
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে
প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে সুযোগ না পেলেও
প্রথম টি-টোয়েন্টিতে সৌম্য সরকার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।
প্রথম
টি-টোয়েন্টির একাদশ: খেলবেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম
ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সৌম্য সরকার,
মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান।
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচটি শুরু হবে।
স্বপ্নার হ্যাট্রিকে সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
সিরাত জাহান স্বপ্নার হ্যাট্রিকে নারী
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার ভারতের
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর
দ্বিতীয়ার্ধে আরো ৪টি গোল দেয় বাংলাদেশ।
Subscribe to:
Posts (Atom)