আহা! ভারতে যদি বিরাট কোহলির মতো এটিএম মেশিন থাকত! তাহলে চাইলেই মিলত একশো টাকা। মানুষজনকে আর একশো টাকার জন্য হাপিত্যেশ করতে হত না!
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে দেশে এখন টাকার জন্য প্রবল হাহাকার। এটিএম থেকে মিলছে না একশো টাকা। বড় নোট অবশ্য মিলছে। তাতে যে মানুষের ঝোঁক নেই। আমজনতা তো চায় একশোর নোট।
এটা প্রতীকী। গোটা দেশে যদি কোহলির মতো এটিএম থাকত। তাহলে তো কোনও কথাই ছিল না। মানুষের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা জুড়িয়ে যেত। বিরাট কোহলি একজনই হবেন।