ভারতে যদি কোহলির মতো ‘এটিএম’ মেশিন থাকত, তাহলে কী হতো জানেন?

আহা! ভারতে যদি বিরাট কোহলির মতো এটিএম মেশিন থাকত! তাহলে চাইলেই মিলত একশো টাকা মানুষজনকে আর একশো টাকার জন্য হাপিত্যেশ করতে হত না!
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে দেশে এখন টাকার জন্য প্রবল হাহাকার এটিএম থেকে মিলছে না একশো টাকা বড় নোট অবশ্য মিলছে তাতে যে মানুষের ঝোঁক নেই আমজনতা তো চায় একশোর নোট
এটা প্রতীকী গোটা দেশে যদি কোহলির মতো এটিএম থাকত তাহলে তো কোনও কথাই ছিল না মানুষের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা জুড়িয়ে যেত বিরাট কোহলি একজনই হবেন

ব্রাজিলের সর্বকালের সেরা ৪ স্ট্রাইকার!

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, ফুটবল যদি ধ্রুপদী ছন্দের খেলা হয়ে থাকে তবে ব্রাজিল তার ধারক সাম্বা নৃত্যের দেশে ফুটবলটা কখনো ক্ষোভ, কখনো হতাশা, কখনো দারিদ্রের বিরুদ্ধে কথা বলে

ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই দেশটি জন্ম দিয়েছে দুর্দান্ত সব ফুটবলার, যাদের পায়ের জাদুতে মগ্ন ছিল সারা বিশ্ব ব্রাজিল, জন্ম দিয়েছে কালজয়ী সব স্ট্রাইকারের আমাদের আজকের আয়োজন ব্রাজিলের ইতিহাসের সেরা চার স্ট্রাইকারকে নিয়ে

মিরাজকে নিউজিল্যান্ড বধের মন্ত্র দিলেন ফ্র্যাঙ্কলিন

প্রথমবার জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ অচেনা ভিন্ন কন্ডিশন হলেও খুব বেশি চিন্তিত নন অলরাউন্ডার নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে প্রয়োজনীয় টিপস নিয়ে রেখেছেন মিরাজ বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলতে আসা কিউই ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে সে দেশের কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে ভুল করেননি মিরাজ

এক টেস্টে কোহলির কত কত রেকর্ড

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম আজ বিরাট কোহলির দুর্দান্ত এক ডবল সেঞ্চুরির সাক্ষী হলো এই ইনিংস দিয়ে কোহলি যে অনেক প্রশ্নেরই উত্তর দিয়ে দিলেন এই ইনিংস যেন তাঁকে বিশ্বের সেরা ব্যাটসম্যানের দৌড়ে এগিয়ে দিল অনেকটাই কোহলির ২৩৫, নয়ে নেমে জয়ন্ত যাদবের ১০৪- অলআউট হওয়ার আগে ভারত তুলেছে ৬৩১ রান ২৩১ রানের লিড পেয়ে গেছে তারা ১৮৩ ওভার ফিল্ডিংয়ের ধকল সামলে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে না পারলে ম্যাচটাই হয়তো হারতে হবে ইংল্যান্ডকে চতুর্থ দিনে প্রায় ৫০ ওভারের মতো খেলা বাকি রান তুলতেই উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড

‘সাব্বিরের অপরাধ’ করেও শাস্তি পাননি পাকিস্তানি ক্রিকেটার?

বিপিএলের সময় হোটেল কক্ষে নারী অতিথি ডেকে নিয়ে গিয়ে বড় শাস্তির মুখোমুখি হয়েছেন সাব্বির রহমান আল আমিন হোসেন। ব্যাপারটিকেগুরুতর শৃঙ্খলাবহির্ভূতকাজ আখ্যা দিয়ে বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে দুজনকে। দুজনের মিলিত জরিমানার অঙ্ক ২৫ লাখ টাকা। কিন্তু বার্তা সংস্থা পিটিআইয়ের একটি সংবাদে জানা গেছে, এবারের বিপিএলে একইঅপরাধকরে পার পেয়ে গেছেন পাকিস্তানের একজন ক্রিকেটার। সাব্বির, আল আমিনকে শাস্তি দেওয়া হলেও সেই পাকিস্তানি ক্রিকেটারের ব্যাপারে নিশ্চুপ থেকেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
Recent Posts Widget