সাদা পোশাকেও জাদু দেখাতে চান রশিদ

আত্নঘাতী বোমা-গুলির শব্দে প্রতিদিন প্রকম্পিত হওয়া আফগানিস্তান এখন বিশ্বে ইতিবাচক পরিচিতি পাচ্ছে ক্রিকেট দিয়ে। না, ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তান এখনও টেস্ট মর্যাদা পায়নি। তবে চলতি বছরই ক্রিকেটের এলিট ক্লাবের সদস্য হওয়ার জোর সম্ভাবনা আছে। তরুণ আফগান তারকা স্পিনার রশিদ খান এখন টেস্ট খেলার জন্য উন্মুখ হয়ে আছেন। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের মতো টেস্টেও নিজের ঘূর্ণি জাদু দেখাতে চান ১৮ বছর বয়সী এই তারকা।

ফিফার সম্মেলনে বাংলাদেশি মাহফুজার জয়

অস্ট্রেলিয়ার নাগরিক মোয়া ডডকে হারিয়ে ফিফার সম্মেলনে এশিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনে জয় লাভ করেছে বাংলাদেশি মাহফুজা আক্তার। ডডকে মাহফুজা ২৭-১৭ ভোটে পরাজিত করে।
 
ডড ২০১৩-১৬ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন। মাহফুজা ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

মিডলসবরোর বিরুদ্ধে চেলসির সহজ জয়

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মিডলসবরোর বিরুদ্ধে ঘরের মাঠে সহজ জয় পেয়েছে চেলসি। সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে মিডলসবরোকে ৩-০ গোলে হারায় আন্তোনিও কোন্তের দল।
 
এই জয়ের পর চেলসির পয়েন্ট হলো ৩৫ ম্যাচে ৮৪। শেষ তিন ম্যাচের একটি জিতলেই শিরোপা নিশ্চিত হবে ইংলিশ জায়ান্টদের।
ইত্তেফাক
Recent Posts Widget