ভয়ে পিচের চেহারাই পাল্টে ফেলছে ভারত!

পুনেতে প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর স্বাগতিক ভারত দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া। এজন্য তারা পিচের চেহারাই পাল্টে ফেলতে চলেছে। আগামী ৪ মার্চ ব্যাঙ্গালুরুতে শুরু হবে এই টেস্ট। এখানকার পিচ অনেকটা শক্ত হবে বলেই কিউরেটরের বরাতে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের এই ২২ গজ প্রস্তুতের দায়িত্ব দেয়া হয়েছে কিউরেটর কে শ্রীরামকে।অথচ একই নামের (শ্রীধরণ শ্রীরাম) আরেক ভারতীয়ের পরিকল্পনায় প্রথম টেস্টে ধরাশায়ী হয় বিরাট কোহলিরা। ঘূর্ণি উইকেটে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ শ্রীধরণ শ্রীরামের ছাত্র স্টিভ ও'কিফ দুই ইনিংসে তুলে নেন ১২ উইকেট।

পুনের ঘূর্ণি উইকেটে ভারতীয় দলের ভরাডুবির পরে এবার ব্যাঙ্গালুরুর উইকেট কেমন হবে, তা নিয়ে জোর জল্পনা রয়েছে। সেটিই জবাবে রোববার চিন্নাস্বামীর পিচ কিউরেটর কে শ্রীরাম বলেন, 'ব্যাঙ্গালুরুর উইকেটে আগের মতোই হবে। হার্ড, বাউন্সে ভরা। পুনের মতো তিন দিনে টেস্ট শেষ হবে বলে মনে হয় না। পাঁচ দিনের খেলার কথা ভেবেই করা হচ্ছে এই উইকেট।'

ওয়ার্নকেও ধাক্কা দিলেন ও'কিফ!

ভারতকে প্রথম টেস্টেই যা ধাক্কা দিলেন স্টিভ ও’কিফ, বলাই যায়, এ মুহূর্তে তিনিই অস্ট্রেলিয়ার সেরা তারকা। তাকে নিয়েই হইচই অস্ট্রেলীয় মিডিয়ায়। ছোট করে তার একটা ডাকনামও দেয়া হয়ে গেছে- ‘শক’।
‘শক’ যদি হন নায়ক, তাহলে খলনায়ক অবশ্যই শেন ওয়ার্ন। এই ও’কিফকেই তো তিনি প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম এগারোয় না নেয়ার পরামর্শ দিয়েছিলেন। বলেই দিয়েছিলেন, ‘ওর দ্বারা স্পিন হবে না।’ সেই ‘শক’ দুই ইনিংসে এক ডজন উইকেট নিয়ে ওয়ার্নকে রীতিমতো ‘শক’ দিয়ে গেলেন!

ও’কিফ দুই ইনিংসেই ভারতীয় ব্যাটিংয়ের বারোটা বাজিয়ে দেয়ার পরে অস্ট্রেলীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নকে এখন কাঠগড়ায় তোলা হচ্ছে। কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার আরও অস্বস্তিতে পড়লেন টুইটারে সাবেক ইংরেজ অধিনায়ক মাইকেল ভন তাকে এ নিয়ে রীতিমতো বিদ্রুপ করায়। ওয়ার্নকে তিনি চাঁচাছোলা ভাষায় বিদ্রুপ করেন, ‘প্রিয় শেন, তোমাকে অস্ট্রেলিয়ার নির্বাচক করে দিলে খুব ভালো হতো। তাহলে আমরা পরের অ্যাশেজটাও জিততাম।’

পিএসএল এর ফাইনাল পাকিস্তানে অায়োজন স্রেফ পাগলামি: ইমরান খান

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে পিএসএল এর ফাইনাল ম্যাচ আয়োজন স্রেফ পাগলামি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার ৫ মার্চ লাহোরে পিএসএল এর ফাইনাল আয়োজনের ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর এই সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য দেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।
 
পাকিস্তানের সামা টিভিতে নাদিম মালিকের সঙ্গে টক শোতে তিনি বলেন, খোদা না করুক ওই সময় লাহোরে যদি কোন বোমা হামলা হয় না তাহলে পাকিস্তানে আরো ১০ বছর কোন ক্রিকেট খেলা হবে না। পরিস্থিতি অনুসারে এখন এই সিদ্ধান্ত স্রেফ পাগলামি।

রোনালদোর গোলে শীর্ষস্থান মজবুত করলো রিয়াল

দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে শীর্ষস্থান আরো মজবুত করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
 
একটি করে গোল করেন গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা।
 
এদিন ম্যাচের প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি কেউই। পরে দ্বিতীয়াধের শুরুতেই লিড পায় ভিয়ারিয়াল। ৫০ মিনিটে ত্রিগুয়েরোসের গোল করেন। এর ছয় মিনিট পরেই লিড দ্বিগুণ হয় স্বাগতিকদের।

‘আমার তো বোলিংও করতে ইচ্ছে হয়’

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন শ্রীলংকা সফরে সিরিজ জেতার ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সম্ভাবনা কাজে লাগাতে চান। তার কিপিং নিয়ে সমালোচনা হচ্ছে। মুশফিক জানালেন, পারলে বোলিংও করতেন। আজ শ্রীলংকা উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের চুম্বক অংশ-
প্রশ্ন : শ্রীলংকার বিপক্ষে সিরিজ জেতার এটাই কি সেরা সুযোগ?

মুশফিক : বলতে পারেন। প্রতিটি সিরিজেই সুযোগ থাকে ভালো কিছু করার। অনেকদিন ধরে ভালো খেলেছেন এমন কয়েকজন ক্রিকেটার তাদের দলে নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও নেই। তবে খেলাটা হবে তাদের দেশে। তারা জানে যে, বাংলাদেশ অনেক দিন ধরে ভালো ক্রিকেট খেলছে। তাই অবশ্যই আমাদের সুযোগ আছে। সব কিছু নির্ভর করছে আমাদের সেরা ক্রিকেট খেলার ওপর।
প্রশ্ন : গল টেস্টের স্মৃতি...!

মুশফিক : গলে স্পিনিং ট্র্যাক হয়। সর্বশেষ আমরা যখন সেখানে খেলেছি, তখন হয়তো ব্যাটিং উইকেট ছিল। আমাদের অনেক কষ্ট করে খেলতে হয়েছে। তারাও স্কোর বোর্ডে বড় রান তুলেছিল। উইকেট যাই হোক, আমরা চেষ্টা করব ফল আমাদের পক্ষে আনার।

মেসির মাইলফলকের ম্যাচে বার্সার জয়

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সিতে চারশো ম্যাচ জয়ের হাতছানি নিয়ে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ।
 
খেলার ৮৬ মিনিটে তার পা থেকেই জয়সূচক গোলটি আসে। দলকে জেতানোর সঙ্গে স্পর্শ করলেন অনন্য এক মাইলফলক।

কোহলির দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি-তামাশা

পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানের পরাজয় ভারতীয় ক্রিকেটের জন্য অনেকটা আকাশ থেকে পাতালে আছড়ে পড়ার মত ঘটনা হয়েছে দাঁড়িয়েছে। বিরাট কোহলির দল তো বটেই, সাবেক যে ভারতীয় তারকারা সিরিজের আগে বর্তমান অস্ট্রেলীয় দলকে তাচ্ছিল্য করছিলেন তাদের নিয়েও টিকা-টিপ্পনীর ঝড় বইছে পত্র-পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে।

সুস্থ হতে অপেক্ষা বাড়ছে মাশরাফির

নিউজিল্যান্ড সফরে শেষ টি-২০ ম্যাচে ফলো থ্রুতে বল থামাতে যেয়ে পেয়েছেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে মাশরাফির লেগে যাবে ৫ থেকে ৬ সপ্তাহ, তাৎক্ষণিকভাবে বিসিবি’র প্রধান চিকিৎসক এমন আভাস দিলেও ফিট হয়ে উঠতে অপেক্ষা বাড়ছে বাংলাদেশ দলের ওয়ানডে এবং টি-২০ অধিনায়কের। পুরোপুরি ফিট হয়ে না ওঠায় শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং- বোলিং অনুশীলন শুরু করতে পারেননি মাশরাফি। পরিস্থিতির মুখে ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে মাশরাফিকে আরো অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ‘এরই মধ্যে প্রায় ৬ সপ্তাহ শেষ হয়ে গেছে। তার আঙুল উন্নতির দিকে। ফ্র্যাকশ্চার হওয়া জায়গাটা ধীরে ধীরে ভালোর দিকে। সাধারণত ৬-৭ সপ্তাহের মধ্যে ঠিক হয়। কিন্তু এক্ষেত্রে হয়তো আট সপ্তাহের মতো লেগে যাবে।’ 

বার্সা-রিয়ালকে টপকে শীর্ষে সেভিয়া

রিয়াল বেটিসের বিপক্ষে লা লীগার ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে সেভিয়া। আর এই জয়ে দুই শিরোপাপ্রত্যাশী বার্সোলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সামপাওলির দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতেছে সেভিয়া। এবারের লীগে তাদের এটি ষষ্ঠদশ জয়। ৩৬তম মিনিটে ডেনমার্কের ডিফেন্ডার রিজা ডুরমিসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেভিয়া। ৫৬তম মিনিটে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ডিফেন্ডার গাব্রিয়েল মের্কাদো। আর ৭৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড ভিসেন্তে ইবোরা।

এই জয়ের পর সেভিয়ার পয়েন্ট হলো ২৪ ম্যাচে ৫২। দুই ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও সমান; তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে জিনেদিন জিদানের দল। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ওয়েবসাইট।

লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

শেষ পর্যন্ত বিরাট কোহলির এ উল্লাস স্থায়ী হয়নি
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। ৪৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।
এতে ঘরের মাঠে তিন দিনেই টেস্ট হারের লজ্জা পেল ভারত। প্রথম ইনিংসেও ১০৫ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। অজিদের স্পিন সামলাতেই ব্যর্থ হয়েছেন ভারতের ব্যাটসম্যানরা।ভারত দুই ইনিংস মিলে মাত্র ৭৪ ওভার ব্যাট করতে পেরেছে।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কোহলি বলেন, জয়টা অস্ট্রেলিয়ারই প্রাপ্য ছিল। কেননা ওরা আগেই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তারা আমাদের শুরু থেকেই চেপে ধরেছিল।

নেইমার ও কুটিনহোর সঙ্গে খেলতে চান তোরে

জাতীয়তা পরিবর্তন করে ব্রাজিলের নাগরিকত্ব নিয়ে নেইমার ও ফিলিপ কুটিনহোর সঙ্গে ম্যাচ খেলতে চান ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়াইয়া তোরে। কৌতুক করেই এ মন্তব্যটি করেছেন আইভরি কোস্টের সাবেক এই অধিনায়ক। 
 
দেশের হয়ে ১০২ টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া এই ফুটবল তারকা ২০১৫ সালে দেশকে এনে দিয়েছেন আফ্রিকা নেশন্স কাপের শিরোপা। এই মুহুর্তে নেইমার যেমন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নৈপুন্য প্রদর্শন করছেন তেমনি আরেক ব্রাজিলীয় কুটিনহো লিভারপুলকে একের পর এক সফলতা এনে দিতে দারুন ভুমিকা রাখছেন। 

ভারতের মাটিতে বোথামের পর ও’কিফই সেরা বিদেশী বোলার

পুনে টেস্টে ভারতের বিপক্ষে দু’ইনিংস মিলিয়ে ২৮ দশমিক ১ ওভারে ৭০ রানে ১২ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ। ভারতের মাটিতে সফরকারী বোলারদের মধ্যে সেরা ম্যাচ বোলিং ফিগারের দ্বিতীয়স্থানে নাম লেখালেন তিনি। 
 
ও’কিফের উপরে আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম। ১৯৮০ সালে মুম্বাই টেস্টে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন বোথাম। তিনি ৪৮.৫ ওভার বোলিং করেছিলেন । 

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই অ্যাঞ্জেলো ম্যাথুস

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টাইগারদের বিরুদ্ধে টেস্টে খেলা হচ্ছে না লঙ্কান অধিনায়কের।
 
আগামী মঙ্গলবারই বাংলাদেশ সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করার কথা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। তার আগেই ম্যাথুসকে না পাওয়ার দুঃসংবাদ পেতে হলো লঙ্কান নির্বাচকদের। তাই নতুন করে টেস্ট দলের অধিনায়কও নির্বাচন করতে হবে তাদের।

আবারো গাঙ্গুলির রেকর্ড ভাঙলেন ডি ভিলিয়ার্স

আবারো সৌরভ গাঙ্গুলির রেকর্ডে হানা দিলেন এবি ডি ভিলিয়ার্স। ভারতীয় সাবেক এই অধিনায়কের ওয়ানডেতে দ্রুততম আট হাজারের মাইল ফলকের পর এবার দ্রুততম নয় হাজার রানের মাইলফলকও নিজের করে নিলেন প্রোটিয়া এই অধিনায়ক।

৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৫ রান দূরে থেকে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামে ডি ভিলিয়ার্স। ফার্গুসনের বলে সিঙ্গেল নেওয়ার পর তাকেই চার হাঁকিয়ে মাইলফলকে পৌঁছে যান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।

ক্রিকইনফো বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মিরাজ

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের পারফরম্যান্স তাকে এনে দিয়েছে এই পুরস্কার।
 
এ নিয়ে টানা দ্বিতীয়বার পুরস্কারটি এলো বাংলাদেশে। ২০১৫ সালে অভিষেকেই আলো ছড়ানো মুস্তাফিজুর রহমান জিতেছিলেন এই ওয়েবসাইটটির পুরস্কার। এবার মুস্তাফিজের পথ ধরে জিতলেন মিরাজ।

ক্রিকইনফোর চোখে টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ

বিশ্বের সবচেয়ে অভিজাত ক্রিকেট বিষয়ক সংবাদ সংস্থা ক্রিকইনফোর বিচারে গত বছরের সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরমার হিসেবে স্বীকৃতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 
 
ইয়ান চ্যাপেল, মাহেলা জয়াবর্ধনে, কোর্টনি ওয়ালশ, মার্ক বুচার, রমিজ রাজা এবং ক্রিকইনফোর বিশেষজ্ঞ প্যানেল ঠিক করেছে বিভিন্ন ফরম্যাটে সেরা ব্যাটসম্যান ও বোলারদের। সেখানে টি-টোয়েন্টির সেরা বোলিং হিসেবে স্বীকৃতি পেয়েছে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের ২২ রানে ৫ উইকেটের পারফরম্যান্সটি

ক্রিকইনফোর চোখে বর্ষসেরা অধিনায়ক কোহলি

ইএসপিএন ক্রিকইনফোর দর্শক জরিপে সেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত বছর ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ভারত ১২টি টেস্ট খেলে ৯টিতে জিতেছে, ড্র করেছে তিনটি। একটিও হারেনি! শুধু তাই নয়, বিরাট কোহলি ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে বর্ষসেরা ব্যাটসম্যান পুরস্কারও পেয়েছেন। টেস্টে তার রানের গড় ৬২.৪৬, ওয়ানডেতে ৯২.৩৭ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১০৬.৮৩ রান।

সত্যিই চীনে যাচ্ছেন রুনি?

জোসে মরিনিয়োর সঙ্গে সত্যিই আর বনিবনা হচ্ছে না ওয়েইন রুনির। ম্যানচেস্টার ইউনাইটেডে আর থাকতে চাইছেন না ক্লাবটির হয়ে সর্বোচ্চ এই গোলদাতা। তাই এজেন্ট পল স্টেটফোর্ডকে চীনে পাঠালেন রুনি। উদ্দেশ্যটা খুবই পরিষ্কার। চীনের কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। খুব সম্ভবত আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা জানাবেন রুনি নিজেই। এমনটা হলে রামিরেস, জ্যাকসন মার্টিনেজ, একেকুয়েল লাভেজ্জির পর চীনের লিগে খেলবেন ইংল্যান্ডের সর্বকালের সেরা এই স্ট্রাইকার।

বার্সাকে লাইফলাইন দিল রিয়াল

এবারের স্প্যানিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে এগিয়ে চলছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা বা আতলেতিকো মাদ্রিদ কেউই পেরে উঠছে না লস ব্লাঙ্কোসদের সঙ্গে। তবে অবশেষে পা হড়কাল রিয়াল মাদ্রিদের। অনেকটা পচা শামুকে পা কাটার মতো। পয়েন্ট টেবিলের ১৪তম অবস্থানে থাকা ভ্যালেন্সিয়ায় আটকে গেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে রোনালদোদের হারটা ২-১ গোলে। এই হারে রিয়ালের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধানটা কমে এসেছে। ২২ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৫২ পয়েন্ট, সেখানে এক ম্যাচ বেশি খেলে মেসিদের পকেটে গেছে ৫১ পয়েন্ট। 

বুধবার রাতে স্তাদিও ডি মাস্তেলায় প্রথম ১০ মিনিটে দুই গোল খাওয়া রিয়াল আর ম্যাচে ফিরতে পারেনি। প্রথমার্ধের একেবারে শেষ সময়ে রোনালদোর গোলে সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধে রোনালদো-বেনজেমাদের আটকে রাখে ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ।

শ্রীলংকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে শ্রীলংকাকে ৪১ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো অসিরা। তবে প্রথম দুই টি-২০ জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলংকা।
 
অ্যাডিলেডে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে অস্ট্রেলিয়া। উপরের সারির প্রথম চার ব্যাটসম্যানের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। মাইকেল ক্লিঞ্জার ৪৩ বলে ৬২, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩২ বলে ৫৩, বেন ডাঙ্ক ২১ বলে ২৮ ও ট্রাভিস হেড ১৬ বলে ৩০ রান করেন। শ্রীলংকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা ও দাসুন শানাকা। 

ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের গভীর শ্রদ্ধাঞ্জলি

একুশ ফিরে এলো আবার। আরেক ফাল্গুনে। কৃষ্ণচূড়া, চন্দ্রমল্লিকা ফোটার দিনে। একুশ ফিরে আসে বারবার। সাহস ও শক্তির বারতা নিয়ে। মায়ের মুখের ভাষায় কথা বলার অধিকার আদায়ের গরিমা নিয়ে। একুশে ফেব্রুয়ারির ব্যাপ্তি এখন আরও বিশাল। একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যারা বাংলা ভাষা প্রতিষ্ঠায় জীবন বিসর্জন দিয়েছেন, মাতৃভাষার প্রতি তাদের মাতৃত্ববোধের নজির বিরল। তারা চির অমর। অক্ষয় তাদের আত্মত্যাগের স্মৃতি।

বাঙালির মাতৃভাষা রক্ষায় আত্মত্যাগের সেই গৌরবোজ্জ্বল দিন ছিল কাল। এমন দিনে কোনো বাঙালিই অপ্রকাশ্য রাখতে পারে না নিজের আবেগ- ক্রিকেটাররাও পারেননি। এ দিন গোটা জাতি বিনম্র

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন রুবেল ও মুস্তাফিজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করা হয়েছে। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৬ সদস্যের দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।  ঘোষিত দল অনুযায়ী, টেস্ট দলে ফিরছেন পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। এদের কেউই ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টের দলে ছিলেন না। মুস্তাফিজ ‘অটোমেটিক চয়েস’ হলেও রুবেল দলে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বল হাতে ভালো নৈপুণ্য প্রদর্শন করায়।

৮ গোলের ম্যাচে শেষ হাসি সিটির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে ৫-৩ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার টুর্নামেন্টের শেষ ১৬ এর লড়াইয়ে ইত্তিহাদ স্টেডিয়ামে অ্যাগুয়েরোর জোড়া গোল ও রহিম স্টার্লিং, জন স্টোন্স ও লেরয় সানের গোলে জয় পায় সিটি।
 
মঙ্গলবার রাতে ২৬ মিনিটে স্টার্লিংয়ের গোলে প্রথম এগিয়ে যায় ম্যানসিটি। সানের বাড়ানো বলে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। কিছুক্ষণ পরেই সমতা ফেরাতেও সময় নেয়নি মোনাকো। ৩২ মিনিটে হেড থেকে গোল করে সফরকারীদের স্বস্তি এনে দেন ফ্যালকাও। এরপর আবার গোল। এগিয়ে যায় অতিথিরাই। ম্যাচের ৪০ মিনিটে ফ্যাবিনহোর বানিয়ে দেওয়া বলে মোনাকোকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড কায়লিয়ান ম্বাপ্পে।

দশম আইপিএলের নিলামে বিক্রি ও অবিক্রিত খেলোয়াড় যারা

দশম আইপিএল-এর নিলামের শুরুতেই চমক। ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার।  এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়াটসনের দখলে।  তিনি ৯.৫ কোটি টাকা পেয়েছিলেন।
নিলামের প্রথম প্লেয়ার মার্টিন গাপ্টিল। ৫০ লাখ বেস প্রাইজ। বিক্রি হল না।
**২ কোটি টাকা বেস প্রাইজে ইয়ন মর্গ্যানকে কিনে নিল কিংস একাদশ পঞ্জাব।
**১.৫ কোটি বেস প্রাইজ নিয়ে দল পেলেন না অস্ট্রেলিয়ার নাথান লিওন।
**৩০ লখে মানপ্রীত গোনিকে কিনে নিল গুজরাট।
**২.৮ কোটিতে বরুণ অ্যারণকে কিনে নিল পাঞ্জাব।
**নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে বেস প্রাইজ ৫০ লাখে কিনে নিল পাঞ্জাব।
**প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিংহও দল পেলেন না।
**ব্র্যাড হাডিন ও নিরোশান ডিকওয়েলা এই রাউন্ডে দল পেল না।
**ঋষি ধবনকে ৫৫ লখে কিনে নিল কেকেআর।

নিলামের আগেই বড় ধাক্কা খেল কোহলির আরসিবি!

নিলামের আগে আচমকা আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। বড় ধাক্কা খেল কোহলির রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআরের নজর স্টোকস, ইরফান, রুটদের দিকে। নিলামের আগেই বক্সঅফিস তুঙ্গে ব্রিটিশ তারকাদের। নিলামের মাত্র কয়েকঘণ্টা আগে বড় ধাক্কা খেল কোহলির আরসিবি।

দশম আইপিএল থেকে সরে দাঁড়ালেন অজি স্পিডস্টার মিচেল স্টার্ক। লম্বা ভারত সফরের পর তাকে আইপিএলে নামার অনুমতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে স্টার্ককে হারিয়ে সোমবারের নিলামে নতুন করে জোরে বোলার খুঁজতে ঝাঁপাতে হবে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্সকে। ভাঁড়ারে পুঁজি বাড়ছে আরও ৫ কোটি। নিলামের পূর্বাভাষ বলছে, এমন পরিস্থিতিতে আরও চড়তে পারে রাবাডা-ইশান্তদের বাজার দর। কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, সঞ্জীব গোয়েঙ্কার পুণে আবার অলরাউন্ডারের সন্ধানে। সঙ্গে শাহরুখের নজর মারকুটে ওপেনারে। এখনও খালি ৪ বিদেশির জায়গা।

নবি ও রশিদকে কিনল মুস্তাফিজের হায়দরাবাদ

পাঁচজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ায় শুরুর আগেই আলোচনায় ছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। অধিনায়ক আজগর স্টানিকজাই, মোহাম্মদ নবি, মোহাম্মদ শেহজাদ, রশিদ খান ও দৌলত জারদানদের ওপর দলগুলোর নজর ছিল। এর মধ্যে মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ রশিদের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান শেহজাদ দল না পেলেও চার কোটি রুপিতে বিক্রি হয়েছেন লেগস্পিনার রশিদ। তাঁকে কিনেছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। এই লেগস্পিনারকে কিনতে চেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সও। তবে চার কোটি রুপিতে শেষ পর্যন্ত রশিদকে দলে ভেড়াল হায়দরাবাদ।

আফগানদের আরেক চমকের নাম মোহাম্মদ নবি। ৩০ লাখ রুপিতে তাঁকেও দিয়ে দলে নিয়েছে হায়দরাবাদ। এ দুজন ছাড়াও প্রবীন তাম্বে, তন্ময় আগারওয়াল ও একলব্য দিভেদিকেও কিনেছে হায়দরাবাদ।

পুনেতে বেন স্টোকস, দিল্লিতে কোরে অ্যান্ডারসন ও ম্যাথুস

অনেক আগে থেকেই আলোচনায় ছিলেন বেন স্টোকস। ধারণা করা হচ্ছিল, এবারের আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন এই ইংলিশ অলরাউন্ডার। হলোও তাই। ১৪ দশমিক ৫ কোটি রুপিতে এই তারকা ক্রিকেটারকে কিনল ধোনির পুনে সুপারজায়ান্টস। বেন স্টোকসকে দলে ভোড়াতে দারুণ তোড়জোড় শুরু করে দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব ও পুনে। শেষমেশ রেকর্ড দামে তাঁকে কিনে নেয় পুনে।

এ ছাড়া নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে কিনে নিয়েছে দিল্লি। এক কোটি রুপিতে তাঁকে ভেড়াল ডেয়ারডেভিলরা। লঙ্কান তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকেও দলে ভেড়াতে সক্ষম হয়েছে দিল্লি। দুই কোটি রুপিতে দিল্লি যাচ্ছেন লঙ্কান অধিনায়ক। দুই কোটি রুপিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএলে দল পেলেন না মুশফিক-তামিম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় দেড় কোটি রুপিতে বাংলাদেশের তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে সাইনরাইজার্স হায়দরাবাদ। কিন্তু বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার তামিম ইকবালসহ চার ক্রিকেটার দল পাননি।

অবশ্য আইপিএলের প্লেয়ার ড্রাফটে ৩৫১ জন ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ, মুশফিক, তামিম, সৌম্য সরকার ও তাসকিনের নাম ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুস্তাফিজ ছাড়া বাকি কেউই দল পাননি।

অবশ্য কলকাতা নাইট রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগেই দলে রেখে দিয়েছে। তিনি কয়েক মৌসুম ধরেই এই দলটির হয়ে খেলছেন।  

এফএ কাপের কঠিন লড়াইয়ে জয় পেল চেলসি

পেড্রো ও দিয়েগো কস্তার করা গোলে ভর করে এফ এ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বিভাগের দল উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে পরাজিত করেছে প্রিমিয়ার লীগে পয়েন্ট তাখিার শীর্ষে থাকা চেলসি।
 
শনিবার অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চেলসি। ম্যাচের ৬৫তম মিনিটে চেজে ফ্যাব্রেগাস ও উইলিয়ানের সহায়তায় দর্শনীয় হেডে প্রথম গোলটি করেন পেড্রো। ম্যাচের ৮৯তম মিনিটে ডিফেন্ডার ম্যাট দোহার্টির কাছ থেকে বল নিয়ন্ত্রনে নিয়ে চেলসির জয়ের ব্যবধান দ্বিগুন করেন কস্তা।

অসিদের বিপক্ষে টি২০ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়া বিপক্ষে চলমান ৩-ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাজ জিতে অসিদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল শ্রীলঙ্কা। ডান-হাতি ব্যাটসম্যান আসেলা গুনারত্নের ব্যাটিং নৈপুণ্যে ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারায় সফরকারী দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল লংকানরা।  গুনারত্ন ৪৬ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে।
 
অস্ট্রেলিয়ার নতুন ভেন্যু ভিক্টারিয়ার জিলং-এ টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে অস্ট্রেলিয়া। উপরের সারির চার ব্যাটসম্যান মাইকেল ক্লিঞ্জার ৪৩, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১২, বেন ডাঙ্ক ৩২ ও মইসেস হেনরিকস ৩৭ বলে অপরাজিত ৫৬ রান করেন। এরপর স্বাগতিক আর কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। ফলে ইনিংসের শেষ বলে অলআউট হবার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান। শ্রীলংকার নুয়ান কুলাসেকেরা ৩১ রানে ৪ উইকেট নেন।

বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশ নারী দলের

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া হলো না বাংলাদেশের। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে আজ রবিবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ৪২ রানে হেরেছে রুমানার দল। ফলে সুপার সিক্সের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকতে হলো তাদের। পয়েন্ট টেবিলে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেতো বাংলাদেশ।

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো দক্ষিণ আফ্রিকা

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো সফরকারী দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে ব্ল্যাক-ক্যাপসদের ৪ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ফলে পাঁচ ম্যাচের সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। এই জয়ে টানা ১২ ওয়ানডে জিতে পুনরায় নিজেদের রেকর্ড স্পর্শ করে পাকিস্তানের পাশে বসলো প্রোটিয়ারা।
 
ওয়ানডেতে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে পাকিস্তানের। তবে টানা ২১ ম্যাচ জিতে এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়া। 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় আফ্রিদির

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। রবিবার পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমির হয়ে ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর এ ঘোষণা দেন হার্ডহিটার ব্যাটসম্যান।
 
২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্তি ঘোষণার সময় তিনি বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে। আমি শুধু আমার ভক্তদের জন্য খেলে যাচ্ছি। আগামী দুইবছর হয়তো পিএসএল এ খেলবো। তবে আন্তর্জাতিক ক্রিকেট এখানেই শেষ। এই মুহূর্তে আমার ফাউন্ডেশনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ভিডিও রিপ্লে দেখে ডেভিড ভিয়াকে লাল কার্ড দেখানো হল

ভিডিও রিপ্লে দেখে বার্সেলোনার সাবেক ফুটবল তারকা ডেভিড ভিয়াকে লাল কার্ড দেখানো হলো।শনিবার নিউইয়র্কে মৌসুম পুর্ব এক ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার করে স্পেনের সাবেক তারকা নিউইয়র্ক সিটির এ ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাটি নেয়া হয়েছে।
প্রতিপক্ষ হিউস্টন ডায়নামোর ডিফেন্ডার এ জে দেলাগারজার সঙ্গে শারিরিক সংঘর্ষের কারণে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়েছির ভিয়াকে। কিন্তু ভিডিও ফুটেজ দেখার পর রেফারি মাঠে ফিরে গিয়ে ভিয়াকে ডেকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। 

ডিজার্ট ডায়মন্ড কাপের ওই ম্যাচের প্রথমার্ধেই অবশ্য গোল করেছেন ভিয়া। তারপরও তার দল ১-৩ গোলে হেরে গেছে। 
ইত্তেফাক

আইপিএলে ধোনির অধিনায়কত্ব কেড়ে নিল পুনে

তাকে বলা হয় ভারতে অন্যতম সফল অধিনায়। ভক্তরা ভালোবেসে ডাকে ‘ক্যাপ্টেন কুল’। দুইমাস হল জাতীয় দলের ওডিআই ও টি২০ আধিনায়কত্ব ছেড়েছিলেন নিজেই। কিন্তু এবার 'ক্যাপ্টেন কুল' কে ছেঁটে ফেলা হলো আইপিএলে তার দল পুনে সুপার জায়ান্টের অধিনায়কত্বের দায়িত্ব থেকে। আইপিএল এর খেলোয়ার নিলামের ২৪ ঘণ্টা আগে আজ রবিবার দুপুরে এই খবরে সরগরম হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া।
 
ধোনিকে সরিয়ে পুনের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেয়া হয়েছে অসি অধিনায়ক স্টিভেন স্মিতের হাতে। তবে পুনের পক্ষে আনুষ্ঠানিক কোন খবর এখনো আসেনি।

দিবালার জোড়া গোলে জুভেন্টাসের জয়

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার জোড়া গোলে পালেরমোকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো ইতালিয়ান জায়ান্টরা।
 
নিচের দিকে থাকা পালেরমো এবারের আসরের শুরু থেকেই ধুকছে। তাদের সেই দুর্দশা আরও বাড়াতে যেন এদিন পণ করেই ঘরের মাঠে জুভেন্টাস স্টেডিয়ামে মাঠে নামে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

ফিরেই বেল জাদু, রিয়ালের জয়

তিন মাস পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। তাই ফেরাটা হলো বীরের বেশেই। তার গোলে শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে তার দল জিতেছে ২-০ গোলে।

রোলবল বিশ্বকাপে ভিন্ন ভুবনের বাসিন্দারা!

রোলবলের জন্মটা দক্ষিণ এশিয়ার ভারতে। তাই ইউরোপে তেমন বিকশিত হয়নি এ ডিসিপ্লিনটি। যদিও আইস হকিতে বেশ পারদর্শী তারা। তবে স্কেটিংয়ের সঙ্গে বেশ মিল বলেই এবার চতুর্থ রোলবল বিশ্বকাপে খেলতে এসেছে তারা। আইস হকিতে খেলা অনেক দেশের ক্রীড়াবিদই এসেছেন এবারের বিশ্বকাপে। এমনকি ফুটবল পরাশক্তি দেশগুলোর খেলোয়াড়রাও এসেছেন এই ক্রীড়াযজ্ঞে।
স্কেটিং, হ্যান্ডবল ও বাস্কেটবলের মিলিত নাম রোলবল। খুব বেশি দেশে বিকশিত না হলেও বিশ্বকাপ রোলবলে অংশগ্রহণ নেহায়েত কম নয়। ২০১৫ সালে ভারতের পুনেতে অনুষ্ঠিত তৃতীয় বিশ্বকাপ রোলবল আসরে ২২টি দেশ অংশ নিয়েছিল। যেখানে তৃতীয় হয়েছিল লাটভিয়া। রোলবলের প্রচলন এই দেশটিতে সেভাবে না হলেও এবারের আসরে পুরুষ ও মহিলা দু’বিভাগে অংশ নিচ্ছে আইস হকিতে বিখ্যাত দেশটি।

শ্রীলংকাকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশের

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও পরের ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ মহিলা দল। ফলে বিশ্বকাপে খেলার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের প্রমীলাদের। তারপরও এখন পথ খোলা রয়েছে তাদের সামনে। 
 
আগামীকাল শ্রীলংকার বিপক্ষে সুপার সিক্সের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতলেই, বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে রুমানার দল। জয়ের পাশাপাশি রান রেটও বাড়িয়ে নিতে হবে বাংলাদেশকে। 

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু

শুরু হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ। দুই দলই প্রথম ওয়ানডেতে জয় দিয়ে শুরু করতে চায় পাঁচ ম্যাচের এ সিরিজ। হ্যামিল্টনে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে লড়াই। 
 
ইতোমধ্যে এক ম্যাচের টি-২০ সিরিজে নিজেদের পরীক্ষা দিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেই পরীক্ষায় শতভাগ নম্বর নিয়ে পাশ করেছেন সফরকারী দক্ষিণ আফ্রিকা। লেগ-স্পিনার ইমরান তাহিরের স্পিন বিষে পড়ে ছাড়খাড় হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। ফলে ৭৮ রানের জয় দিয়ে একমাত্র টি-২০ সিরিজটি নিজেদের করে নেয় সফরকারীরা। 

বুন্দেসলিগায় ৫০ হাজারতম গোল করলেন বেলারোবি

বুন্দেসলিগার ইতিহাসে ৫০ হাজারতম গোল করার রেকর্ড গড়েছেন বায়ার লিভারকুসেনের ফরোয়ার্ড করিম বেলারাবি।
 
শুক্রবার বুন্দেসুলগিায় অগাসবার্গের বিপক্ষে ২৩ মিনিটে দলকে এগিয়ে দেবার পাশাপাশি এই মাইলফলক স্পর্শ করেন ২৬ বছর বয়সী এই জার্মান ফরোয়ার্ড। 

টাইগারদের শ্রীলংকা সফরের চূড়ান্ত সূচি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সফরকালে স্বাগতিক শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। এ সময় স্বাগতিক দলের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংরাদেশ।
শ্রীলংকার রাজধানী কলোম্বোতে সফরের শুরুতে ১ম টেস্টে অংশ নেবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে দক্ষিণাঞ্চলীয় উপকূল গলে। এরপর ওডিআই ও টি-২০ সিরিজে অবতীর্ন হবে টাইগাররা।

তামিমের আগ্রাসী ফিফটিতে পেশোয়ারের সংগ্রহ ১১৭

পাকিস্তান ক্রিকেট লীগের নবম ম্যাচে পেশোয়ার জালমির হয়ে অর্ধশত করেছে টাইগার ওপেনার তামিম ইকবাল। বাবর আযমকে বিশাল একটি ছক্কা মেরে অর্ধশত পূর্ণ করে দেশসেরা ওপেনার।
 
ইনিংসের ওপেনিংয়ে নেমে ৪৬ বলে ৬২ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তামিম। তার ইনিংসে ছিল ৪ টি চার ও ৪ টি বিশাল ছয়ের মার ছিল।

ধোনি যখন কুকুর প্রশিক্ষক

অবসর দিন গুলো ভালোই কাটছে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির। দিনকয়েক আগে খবর বেরিয়েছিল ধোনি তার মেয়ের সঙ্গে খেলছে। এবার দেখা গেল ধোনি ব্যস্ত তার পোষ্য কুকুর নিয়ে। তিনি কুকুরগুলোর প্রশিক্ষক।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন ধোনি, যেখানে তার কুকুর-প্রেমের বিষয়টি স্পষ্ট হয়েছে।

রুদ্ধশ্বাস ম্যাচে অসিদের ৫ উইকেটে হারাল শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়া সফরে এসেও টি২০ তে জয়ের ধারা অব্যাহত রাখল থারাঙ্গা বাহিনী। ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা। 
 
যদিও অস্ট্রেলিয়ার এই দলটি দ্বিতীয় সারির তবু, হেলাফেলা করার মত কোনো দল নয়। তাই লংকানদের জয়ের দেখা পেতে শেষ বলটি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

কোহলির ব্র্যান্ড ভ্যালু ৯২ মিলিয়ন মার্কিন ডলার!

মাঠে পারফরম্যান্স যেমন চমকপ্রদ, মাঠের বাইরেও তেমনই নজর কেড়ে নিচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পারফরম্যান্সের সঙ্গেই পাল্লা দিয়ে চড়চড় করে বাড়ছে তাঁর ব্র্যান্ড ভ্যালু।
 
স্পোর্টস মার্কেটিং এগজিকিউটিভরা বলছেন, ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বিরাটের ব্র্যান্ড ভ্যালু ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। পার্পল প্যাচ বজায় থাকলে ব্র্যান্ড ভ্যালুও বাড়বে। খুব সম্প্রতি কোহলি টেস্টেও টিম ইণ্ডিয়াকে নেতৃত্ব দেয়া শুরু করেছে।
 
২০১৬ সালের অক্টোবর মাসের রিপোর্ট অনুযায়ী, বিরাটের ব্র্যান্ড ভ্যালু ৯২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতের সেলেবদের মধ্যে এক্ষেত্রে তাঁর আগে আছেন শুধু শাহরুখ খান। বলিউড বাদশার ব্র্যান্ড ভ্যালু ১৩১ মিলিয়ন মার্কিন ডলার।

কক্সবাজারে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি টুর্নামেন্টে আগামী মাসে বাংলাদেশের মাটিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এসিসির সদস্য আটটি দল নিয়ে আগামী ১৫ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ আসরে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 
 
রাজনৈতিক বিরোধে গেল কয়েক বছর ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। তবে দ্বিপক্ষীয় সিরিজ বাদে অন্য টুর্নামেন্টে ঠিকই দেখা হচ্ছে তাদের। ঠিক তেমনই অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপেও এবার দেখা হবে ভারত ও পাকিস্তানের। চট্টগ্রামের কক্সবাজার স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

মোস্তাফিজের হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল

আগামী ৫ এপ্রিল মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ভারতীয় ঘরোয়া ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর আইপিএল।
বুধবার আইপিএল কর্তৃপক্ষের প্রকাশিত সূচি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে আইপিএলের নবম আসরে দারুণ পারফর্ম করেন বাংলাদেশের বাম-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার দল সানরাইজার্স হায়দরাবাদও চ্যাম্পিয়ন হয়।


এবারের আসরেও মোস্তাফিজকে রেখে দিয়েছে হায়দরাবাদ। অন্যদিকে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ এবারও সাকিব আল হাসানকে রেখে দিয়েছে।

বিদেশী লিগে পাঠানের খেলা অনিশ্চিত

১৮০ ডিগ্রী ঘুরে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড। দিনকয়েক আগে খবর বেরিয়েছিল হংকং টি২০ ব্লিজে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। কেননা দেশের হয়ে এখন আর খেলেন না বড় পাঠান। যে কারণে ইউসুফ পঠানকে দেশের বাইরের লিগে খেলার সবুজ সঙ্কেত দিয়েও দিয়েছিল বিসিসিআই। কিন্তু একজনকে অনুমতি দিলে বাকিদেরও দিতে হবে। এমন অবস্থায় অনুমতি দিয়েও তুলে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
 
প্রতিবেদন অনুসারে, হংকং লিগের দল কোলুন ক্যান্টন্সের হয়ে চুক্তিবদ্ধও হয়ে গিয়েছিল পাঠান। কিন্তু শেষ মুহূর্তে বিসিআই-এর এই মত বদলে সমস্যায় পড়লেন তিনি।

দ্বিতীয়ার্ধের নৈপুণ্যে রিয়ালের ৩-১ গোলের জয়

ঘরের মাঠে প্রথমার্ধটা রিয়াল-নাপোলির ম্যাচটি শেষ হয়েছিল ১-১ গোলে পিছিয়ে। তবে দ্বিতীয়ার্ধের দারুণ খেলায় নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
 
চ্যাম্পিয়ন্স লিগে এই জয়ে শেষ আট অনেকটাই রিয়ালের সীমানায় চলে এসেছে। অথচ রিয়ালের মাঠ বার্নাব্যুতে ম্যাচের মাত্র অষ্টম মিনিটে ইনসিগনের গোলে এগিয়ে যায় নাপোলি। ১০ মিনিটের মধ্যে সে গোলের ফিরতি জবাব দেন করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল। টনি ক্রুস ৪৯ ও কাসেমিরো ৫৪ মিনিটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।
Recent Posts Widget