রিয়াল মাদ্রিদ সুপারস্টার
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন ভারতীয় টেস্ট
অধিনায়ক বিরাট কোহলি। এ সম্পর্কে কোহলি বলেছেন, আমি অনেক কিছুই রোনালদোকে
দেখে শিখেছি। দীর্ঘ সময় ধরে সে যেভাবে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রেখেছে
তার মূল কারণই হলো কঠোর পরিশ্রম। আমি শুনেছি, বিশ্বের অন্যতম কঠোর
পরিশ্রমী ফুটবলার সে এবং এ কারণেই সে আজকের পর্যায়ে পৌঁছেছে।
বল করা ভুলে গেছেন মাহমুদউল্লাহ!
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।
বল হাতেও একসময় দারুণ সফল ছিলেন তিনি। অলরাউন্ডারের তকমাও দ্রুতই পেয়ে যান
রিয়াদ।
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলেও বল হাতে ক্যারিশমা দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। পুরো টুর্নামেন্টে ১০ উইকেট শিকার করেন তিনি।
এছাড়া ক্রিকেটের তিন ফরম্যাটে নিয়েছেন ১২৮ উইকেট। ওয়ানডেতে ৭০, টেস্টে ৩৭ এবং টি২০তে ২১ উইকেট রয়েছে রিয়াদের। ওয়ানডেতে ৪ রানে ৩ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং।
র্যাংকিংয়ে ৩৭ ধাপ এগোলেন মোসাদ্দেক
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৩৭ ধাপ এগোলেন বাংলাদেশের অফ স্পিন অলরাউন্ডার
মোসাদ্দেক হোসেন সৈকত। বর্তমানে মোসাদ্দেকের অবস্থান ১৩৩ নম্বরে।
রোববার সন্ধ্যায় আইসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোসাদ্দেক ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। এবার আইসিসি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এলেন।
রোববার সন্ধ্যায় আইসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোসাদ্দেক ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। এবার আইসিসি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এলেন।
নাসির প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে
নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে। তিন ম্যাচেই
হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও পারেনি মাশরাফি
বিন মর্তুজারা। প্রতিটি ম্যাচের শেষেই একটা কমন বিষয় উঠে এসেছে, প্রায় সবার
মুখে, ‘নাসির থাকলে আজ হতো না। নাসির থাকলে আজ এভাবে বিপর্যয়ে পড়তে হতো না
কিংবা নাসির থাকলে নিশ্চিত ম্যাচটা শেষ করে আসতে পারতেন।’ কেউ কেউ তো এমনও
বলেছেন, ফিনিশার নাসির কোথায়? তাকে কেন দলে নেয়া হচ্ছে না?
রোনালদো শিরোপা জিতলেও গোলে এগিয়ে মেসি
বছরের
শেষ দিনটাই তার সামনে এনে দিয়েছিল দারুণ এক সুযোগ। কিন্তু সুযোগটা মুঠোয়
পুরতে পারলেন না জলাতান ইব্রাহিমোভিচ। লিওনেল মেসিকে ছাড়িয়ে যেতে দরকার ছিল
জোড়া গোল। একটা গোল করলেও ছুঁতে পারতেন। ম্যানচেস্টার ইউনাইটেড ২ গোল
পেয়েছিলও। যদিও একটি মার্শিয়ালের, অন্যটি পগবার। মিডলসবরোর বিপক্ষে ২-১
গোলের জয়ে তাই ব্যক্তিগত আনন্দের উপলক্ষ পেলেন না ইব্রা।
ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে মুস্তাফিজ
অভিষেকের
পর থেকেই নিয়মিত আলো ছড়াচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে থেকে শুরু করে আইপিএল
মাতানো মুস্তাফিজুর রহমান হয়েছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার।
এবারপেলেন আরেক সুখবর।
শ্রীলঙ্কা সফরে অজিদের কোচ পন্টিং
শ্রীলঙ্কার
বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্তবর্তীকালীন
কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ফেব্রুয়ারিতে
জাস্টিন ল্যাঙ্গার ও জেসন গিলেস্পির সাথে একসঙ্গে কাজ করবেন।
৪১ বছর বয়সী পন্টিং এর আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে কাজ করেছেন।
Subscribe to:
Posts (Atom)